নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এসেছে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে খেলতে নামবে কে এল রাহুলের (K L Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়র ক্রিকেটাররা খেলবেন না সিরিজে। অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলের কাছে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রোটিয়া অধিনায়ক রোহিত, বিরাটহীন ভারতীয় দলকেও সমীহ করছেন। কিন্তু কেন?


কী বলছেন প্রোটিয়া অধিনায়ক?


এক সাক্ষাৎকারে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ''একদম নতুন লুকের ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে বাভুমা। গত আইপিএলে ভাল খেলা অনেক ক্রিকেটারই আছে, যাঁরা আসন্ন সিরিজে খেলবে। রোহিত-বিরাট সহ আরও অনেক সিনিয়র ক্রিকেটার দলে নেই। তবে আমরা এই ভারতীয় দলকে কখনওই ইন্ডিয়া বি দল হিসেবে দেখতে চাই না। ওরা সবসময় দলগতভাবে খেলে। আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামব ভারতীয় দলের বিরুদ্ধে। ওদের টিম স্পিরিটটা ভীষণ জোরদার। কখনওই ওদের হালকা ভাবে নেওয়া যাবে না।''


বিশ্বকাপ প্রস্তুতি প্রোটিয়া শিবিরের


অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে প্রোটিয়া শিবির বছরের শেষে। কিন্তু তার আগে ভারতের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২ দেশের পরিবেশ একদমই আলাদা। তবুও বাভুমা মনে করছেন যে প্রতিযোগিতামূলক খেলা যত বেশি সম্ভব ততই উন্নতি হবে। তেম্বা বলছেন, ''ভারতের পরিবেশ পরিস্থিতিতি কখনওই অস্ট্রেলিয়ার মত নয়। কিন্তু আমার মনে হয় অস্ট্রেলিয়ার পরিবেশে নামার আগে যতটা বেশি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়বে দল, ততই ভাল হবে।''


আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচকরা বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন। তার বদলে কে এল রাহুলের নেতৃত্ব একেবারে তরুণ একটি দল খেলতে নামবে প্রোটিয়াদের বিরুদ্ধে, এমন বলাই যায়। সেই দলে রয়েছেন কুলদীপ। আবার যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইও রয়েছেন। জাতীয় দলের জার্সিতে একটা সময় ছিল যখন কুলদীপ ও চাহাল মিলে ২ জনেই প্রতিপক্ষের ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরাতেন। কুল-চা জুটিকে অনেকদিন ধরেই আর একসঙ্গে দেখা যায় না।