নয়াদিল্লি: আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ছয় ম্যাচের একদিনের সিরিজ। টেস্ট সিরিজে হারলেও শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজে নজর থাকবে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দিকে। দুটি রেকর্ডের সামনে মাহি।
ব্যাট হাতে একাধিকবার দলের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে ধোনিকে। একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার খুব কাছেই ধোনি। ছয় ম্যাচের সিরিজে মাত্র ১০২ রান করতে পারলেই ১০ হাজারি ক্লাবে সামিল হয়ে যাবেন তিনি। সেক্ষেত্রে বিশ্বের দ্বাদশ এবং তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন ধোনি। ধোনির আগে যে ভারতীয় ক্রিকেটাররা একদিনের ক্রিকেটে ১০ হাজার রান করেছেন, তাঁরা হলেন সচিন তেন্ডুলকর (১৮,৪২৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩) এবং রাহুল দ্রাবিড় (১০,৮৮৯)।
ধোনি এখনও পর্যন্ত ৩১২ টি একদিনের ম্যাচে ২৬৮ ইনিংসে ৭৬ বার অপরাজিত থেকে মোট ৯৮৯৮ রান সংগ্রহ করেছেন। একদিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৮৩ রান। ৫১.৫৫ গড়ে ১০ সেঞ্চুরি ও ৬৭ টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁরা।
একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০ হাজার রান সংগ্রহের ক্ষেত্রে প্রথম স্থানে সচিন (২৫৯ ইনিংস)। দ্বিতীয় স্থানে সৌরভ (২৬৩ ইনিংস) এবং তৃতীয় রিকি পন্টিং (২৬৬ ইনিংস)।
১০ হাজার রানের ক্লাবে রয়েছেন যাঁরা
সচিন (১৮,৪২৬)
কুমার সঙ্গাকারা (১৪,২৩৪)
রিকি পন্টিং (১৩,৭০৪)
সনত্ জয়সূর্য (১৩,৪৩০)
মাহেলা জয়বর্ধনে (১২,৬৫০)
জ্যাক কালিস (১১,৫৭৯)
সৌরভ (১১,৩৬৩)
দ্রাবিড় (১০,৮৮৯)
ব্রায়ান লারা (১০,৪০৫)
তিলকরত্নে দিলশন (১০,২৯০)
এছাড়াও ধোনির আরও একটি রেকর্ডের দিকে নজর থাকবে। সেটি হল উইকেটের পিছনে তিনশ ক্যাচ ধরার রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ছয়টি ম্যাচে সাতটি ক্যাচ ধরলেই ওই নজির ছুঁয়ে ফেলবেন মাহি। বিশ্বের চতুর্থ উইকেটরক্ষক হিসেবে ৩০০ ক্যাচ সংগ্রহের নজির গড়বেন তিনি।
উইকেটরক্ষক হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের (৪১৭ ক্যাচ সহ তাঁর মোট শিকার ৪৭২)। এরপরেই রয়েছেন মার্ক বাউচার (৪০২ ক্যাচ) এবং কুমার সঙ্গাকারা (৩৮৩ ক্যাচ)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি নজিরের দোরগড়ায় ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2018 06:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -