সিডনি: গতকালই ওয়ান ডে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছিলেন এইডেন মারক্রাম। এবার লিস্ট এ ক্রিকেটে সাদা বলের ফর্ম্য়াটে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপে তাসমানিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচেই এই নজির গড়লেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ২১ বছরের ব্যাটার। 


২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছিলেন এবিডি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্যাটের ম্যাচে দ্রুততম শতরান করার নজির দখলে রয়েছে ডিভিলিয়ার্সেরই। আইপিএলে ৩০ বলে শতরান হাঁকিয়েছিলেন ক্রিস গেল। তবে লিস্ট এ ক্রিকেটে এতদিন পর্যন্ত এবিডির ৩১ বলে সেঞ্চুরিটিই দ্রুততম ছিল। এদিন সেই রেকর্ডই ভেঙে দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৩.২ ওভারে ৫০ রান বোর্ডে তুলে নেয় দক্ষিণ অস্ট্রেলিয়া। আর মাত্র ৭ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় দল। জেক মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন। যা করার পথে তিনি পাঁচটি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন। শতরান করার পক্ষে ৬টি বাউন্ডারি ও ১২টি ছক্কা হাঁকান।


কাল বিশ্বকাপে নিউজিল্য়ান্ড বনাম নেদারল্যান্ডস


দলের অধিনায়ক কেন উইলিয়ামসন পুরোপুরি সুস্থ নন। চোট রয়েছে অন্যতম প্রধান পেসার টিম সাউদিরও। দুজনের কেউই প্রথম ম্যাচে খেলেননিয। তাঁদের ছাড়াই প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কার্যত একপেশেভাবে হারিয়েছে নিউজ়িল্যান্ড। বিশ্বকাপের অভিযান শুরু করেছে দুরন্ত গতিতে। সোমবার হায়দরাবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডের সামনে নেদারল্যান্ডস (New Zealand vs Netherlands)। নিজামের শহর কি ফেভারিটদের জয়ের সাক্ষী থাকবে? নাকি ক্রিকেট সমর্থকদের জন্য অপেক্ষা করে রয়েছে কোনও অঘটন?


টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হারলেও ডাচদের লড়াই প্রশংসিত হয়েছিল সর্বত্র। বিশেষ করে বাস দি লিদের অলরাউন্ড পারফরম্যান্স সকলের নজর কেড়ে নিয়েছিল। প্রথমে বল হাতে ৪ উইকেট। তারপর ব্যাটে লড়াকু হাফসেঞ্চুরি। নেদারল্যান্ডস দলের সেরা অস্ত্র তিনিই। সোমবার কিউয়িদের বিরুদ্ধেও তাঁর পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে রয়েছে নেদারল্যান্ডসের ভাগ্য।


তবে এই ম্যাচেও খেলতে পারবেন না উইলিয়ামসন। ম্যাচের আগের দিনই জানিয়ে দিলেন দলের কোচ গ্যারি স্টিড (Gary Stead)।কিউয়ি অধিনায়কের চোটের আপডেট দিয়ে স্টিড বলেন, 'আমার মতে ও (কেন উইলিয়ামসন) খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছে। খালি ফিল্ডিংয়ের বিভাগটায় ওকে এখনও আরেকটু উন্নতি করতে হবে। ওর ফিল্ডিং উন্নত করার জন্য আরেকটু ফিট হওয়ার প্রয়োজন।' তবে ডাচদের বিরুদ্ধে না খেললেও, বাংলাদেশের বিরুদ্ধে ১৩ অক্টোবর, কিউয়িদের তৃতীয় ম্যাচে দল উইলিয়ামসনকে পাবে বলেই আশা করছেন ব্ল্যাক ক্যাপস কোচ।