সিওল: দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ব্রাজিল। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে এদিন দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন নেমাররা। এদিন ম্যাচের আগে এর আগে একমাত্র ১-০ গোলে ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া একবারই। ১৯৯৯ সালে সেই ম্যাচে জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া। এরপর ১৯৯৭ ও ২০০২ সালে ২ বার ব্রাজিল জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। প্রথমবার ৩-২ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। পরের বার ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল।


এদিন ম্যাচের শুরুতেই গোল পেয়ে এগিয়ে যায় ব্রাজিল। রিচার্লিসন ৭ মিনিটের মাথায় গোল পেয়ে যান। ফ্রেড ও স্যান্ড্রোর সম্মলিত প্রয়াসে পাস পেয়ে গোল করতে কোনও ভুল করেননি এই রিচার্লিসন। এরপর ৩১ মিনিটের মাথায় ব্যবধান কমান দক্ষিণ কোরিয়ার হোয়াং উই জো। ৪০ মিনিটে মাথায় ডি বক্সে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি নেমার। দ্বিতীয়ার্ধে আর কোনও দল কোনও গোল করতে পারেনি। 


তৃতীয়ার্ধে শুরুতেই আবার পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেমার। এরপর শেষের দিকে ৮০ মিনিটের মাথায় ফিলিপে কুটিনহো গোল পেয়ে যান। ম্যাচের একদম শেষ বাঁশি বাজার আগে দক্ষিণ কোরিয়ার জালে বল জড়িয়ে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। 


ইতালির বিরুদ্ধে জয় আর্জেন্তিনার


দেশের জার্সি গায়ে ফের আধিপত্য মেসি-র। Finalissima-য় ইতালিকে (Italy) হেলায় হারাল আর্জেন্তিনা (Argentina)। মেসির দাপটে ৩-০ ব্যবধানে জয় । ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ান ইতালি-বধের রাতে ফের একবার দেখা গেল মেসি-শো। ম্যাচের প্রথম অর্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। গোল দুটি করেন- লওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এদিকে প্যারিস সেন্ট-জার্মেনে হতাশাজনক মরসুমের পর, নিজের সেরাটা দিলেন মেসি।