প্যারিস: দুই দেশই সদ্যই মহাদেশের সেরা হয়েছে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা এবং ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে স্প্যানিশ দল জয় দিয়েই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) অভিযান শুরু করলেও, আটকে গেল আর্জেন্তিনা (Argentina Football Team)। ২-১ গোলে উজ়বেকিস্তান হারাল স্পেন। অপরদিকে, আর্জেন্তিনা মরক্কোর বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে আর্জেন্তিনা। কিন্তু শেষ গোলটি বাতিল হয়ে যাওয়ায় অবশেষে ম্য়াচ হেরে যায় আর্জেন্তিনা।


উজ়বেকিস্তানের বিরুদ্ধে স্পেনই নিজেদের ম্যাচে প্রথম গোলটি করে। বুদ্ধিদীপ্ত ফ্রি কিকের পর সার্জিও গোমেজ় জোরাল হেডারে বল দ্বিতীয় পোস্টে পাঠান। মার্ক পুবিল সেই হেডার থেকেই বল দখলে এনে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন। তবে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের রানার্স আপরা সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। স্প্যানিশ গোল লক্ষ করে মুর্হূমুহূ আক্রমণ গড়ে তোলে উজ়বেকিস্তান। কিন্তু গোল আসছিল না। তবে প্রথমার্ধের শেষের দিকে সেই ছবি বদলায়। বার্সেলোনা ডিফেন্ডার পাও কুবার্সির ফাউল থেকে পেনাল্টি পায় উজ়বেকরা। এলডোর সেই পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরাতে কোনও ভুল করেননি। 


দ্বিতীয়ার্ধেও উজ়বেকিস্তান নিজেদের আক্রমণাত্মক ফুটবল খেলা চালিয়ে যায়। তবে ফের একবার ম্যাচে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পায় স্পেন। ৫৮ মিনিটে ফায়জ়ুল্লায়েভ ফাউল করায় পেনাল্টি পায় লা রোহা। তবে সার্জিও গোমেজ় পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন। নেমাতোভ উজ়বেক গোলে তাঁর শট বাঁচিয়ে দেন। কিন্তু হতাশ না হয়ে ঠিক চার মিনিট পরেই গোল করেন গোমেজ়। দারুণ বোঝাপড়া দৃষ্টিনন্দন ফুটবল খেলে এগিয়ে যায় স্পেন। তারপর আর কোনও দলই গোল করতে পারেনি।


অপরদিকে, জুলিয়ান আলভারেজ়দের আর্জেন্তিনা শুরুটা ভাল করেনি। গেঙ্ক মিডফিল্ডার এল খানুসের লো ক্রস থেকে প্রথমার্ধের স্টপেজ টাইমে রাহিমি গোল করে মরক্কোকে ম্যাচে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে রাহিমিই দ্বিতীয় গোলটিও করেন। ৫১ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। আশরাফ হাকিমিরা জয়ের স্বপ্ন দেখতে থাকেন। তবে জুলিয়ানো সিমিওনের গোলে আর্জেন্তিনা দলে নতুন অক্সিজেনের সঞ্চার ঘটে। ম্যাচে ফেরা লক্ষ্যে তাঁরাও হু হু করে আক্রমণ গড়ে তোলে। তবে একেবারে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে স্টপেজ টাইমের ১৫তম মিনিটে দুইবার ক্রসবারে বল মারার পর ক্রিস্টান মেদিনার কাছে বল চলে আসে। তিনি জোরাল হেডারে দলকে সমতায় ফেরান। কিন্তু এরপরই মরক্কোর সমর্থকরা ক্ষেপে ওঠেন। মাঠের ভেতরেই ঢুকে পড়েন অনেকে। গোটা মাঠজুড়ে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। মাঠে বোতলবৃষ্টি হতে থাকে। এই পরিস্থিতিতে খেলা বন্ধ করে দেওয়া হয়। অলিম্পিক্সের অফিশিয়াল সাইটে ম্যাচটি ‘বিঘ্নিত’ লেখা ছিল। প্রায় ২ ঘণ্টা পরে খেলা শুরু হলে ভিএআর পদ্ধতির সাহায্য নিয়ে মেদিনার গোলটি বাতিল করে দেওয়া হয়। আসলে স্টপেজ টাইম পেরিয়ে যাওয়ার পর গোলটি এসেছিল। রেফারি বাঁশি বাজাতে একটু দেরি করায় ক্ষেপে যান মরক্কোর প্লেয়াররা। যদিও শেষ পর্যন্ত ম্য়াচটি মরক্কো ২-১ গোলে জিতে যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ১৬ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় ১১৭ জন, রয়েছেন ৫ প্রাক্তন পদকজয়ীও, এক নজরে ভারতের অলিম্পিক্স ২০২৪