প্যারিস: উন্মাদনা শিখরে, আর মাত্র দুই রাতের অপেক্ষা। প্যারিসে শুরু হতে চলেছে অলিম্পিক্সের আসর। গত বার টোকিও থেকে দেশের ইতিহাস সর্বকালের সর্বাধিক সাতটি অলিম্পিক্স খেতাব নিয়ে ফিরেছিলেন ভারতীয় অলিম্পিয়ান। এবারের লক্ষ্য সেই রেকর্ড ছাপিয়ে যাওয়া। সেই লক্ষ্যেই ২৬ তারিখ থেকে ফ্রান্সের রাজধানীতে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন শতাধিক ভারতীয়। তার আগে এক নজরে পরিসংখ্যানের নিরিখে ভারতের এবারের অলিম্পিক্স দেওয়া যাক।


১১৭- মোট ১১৭ জন ভারতীয় এবারের অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন। সংখ্যার বিচারে টোকিওতে ১২১ জনের পর এটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। হতাশাজনকভাবে ভারতীয় মহিলা হকি দল প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি। নয়তো সংখ্যাটা আরও বেশিই হতো। মোট অলিম্পিয়ানদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৪৭ জন মহিলা রয়েছেন। 


৭২- এবারের ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে ৭২জনই নিজের প্রথম অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্থাৎ মোট সংখ্যার ৬২ শতাংশই নবাগত।


৬৯- ভারতীয় অলিম্পিয়ানরা ৬৯টি মেডেল ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছেন।


৩০- অবিশ্বাস্য মন হলেও, এবারে ভারতের সর্বকনিষ্ঠ এবং প্রবীণতম অলিম্পিয়ানের ব্যবধান ঠিক এতই। ১৪ বছর বয়সি সাঁতারু ধিনিধি দেসিঙ্ঘু কনিষ্ঠতম ও ৪৪ বছর বয়সি টেনিস তারকা রোহন বোপান্না প্রবীণতম ভারতীয় হিসাবে এবারের অলিম্পিক্সে মাঠে নামবেন। 


২৪- ভারতের সব রাজ্যের মধ্যে হরিয়ানা থেকেই সর্বাধিক ২৪ অলিম্পিয়ান এবারে প্যারিসে ভারতের হয়ে পদক জয়ের আশায় নামবেন। এই ২৪ জনের মধ্যেই কিন্তু নীরজ চোপড়াও রয়েছেন। সেখানে পশ্চিমবঙ্গ থেকে মাত্র তিনজন এবারের অলিম্পিক্সে ভারতীয় দলের অংশ।


২৯- অ্যাথলেটিক্স বিভাগে সর্বাধিক ২৯ জন ভারতীয় প্যারিসে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরেই দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন শ্যুটার রয়েছেন ভারতীয় দলে।


১৬- ভারতের ১১৭ জন অ্যাথলিট মোট ১৬টি ভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।


৫- এবারের অলিম্পিক্সে দেশের হয়ে পাঁচ অলিম্পিক্স পদকজয়ীদের দেখা যাবে। এঁরা হলেন নীরজ চোপাড়া, পিভি সিন্ধু, লভলিনা বড়গোঁহাই, মীরাবাঈ চানু ও ভারতীয় হকি দল।


২- একমাত্র পারুল চৌধুরি এবং মানু ভানেকরই একাধিক ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করবেন। পারুল ৫০০০ ও ৩০০০ মিটার স্টিপলচেজ়ে অংশ নেবেন। মানুকে ১০ মিটার এয়ার পিস্তল ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ের জন্য বাছাই করা হয়েছে। তিনি মিক্সড দলের হয়েও ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পদকের বড় দাবিদার, প্য়ারিস অলিম্পিক্সের আগে ফ্রান্সে অনুশীলন শুরু মীরাবাঈ চানুর