নয়াদিল্লি: ৭৩-তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ক্রীড়াবিদরা। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবি শাস্ত্রী সহ ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা, এম সি মেরি কম, সুশীল কুমার, সাইনা নেহওয়াল, সাক্ষী মালিকের মতো তারকারা ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।



সচিন বলেছেন, ‘সব ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গত ৭২ বছরে আমরা যে সাফল্য অর্জন করেছি তাতে গর্বিত। এবার শিশুদের উন্নতিতে জোর দিতে হবে। তার ফলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্যবান, সম্পদশালী ও সুখী হবে।’



রিজিজুর ট্যুইট, ‘৭৩-তম স্বাধীনতা দিবসে আমি সহ-নাগরিকদের উষ্ণ অভিবাদন জানাচ্ছি। বিশেষ করে অ্যাথলিট ও যুব সম্প্রদায়কে নতুন ভারত গঠনে তাঁদের অবদানের জন্য অভিনন্দন জানাচ্ছি।’



বিরাটের ট্যুইট, ‘সব ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন, সবাই দেশের উন্নতির জন্য কাজ করি এবং স্বপ্নের ভারত গড়ে তুলি। জয় হিন্দ।’

রোহিতের ট্যুইট, ‘সহ-নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এ বছর আমাদের দেশ অনেককিছু সহ্য করেছে। প্রকৃতি মা আমাদের প্রতি নির্দয় ছিলেন। তবে আমরা যেভাবে বন্যপ্রাণ রক্ষা করেছি, সেটা অনুপ্রেরণামূলক। প্রাণী ও সামুদ্রিক জীবন রক্ষা করে যেতে হবে।’

শিখর ধবন, হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণ, সুরেশ রায়নার মতো ক্রিকেটাররাও ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।