কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত বিরাট কোহলি? উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইসিসির মাসের সেরা প্লেয়ার যশস্বী জয়সওয়ালের। দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বিরাট?
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নেই বিরাট কোহলি (Virat Kohli)? প্রথম লাইনটা পড়েই যে কোনও ক্রিকেটপ্রেমীর মধ্যে শঙ্কা তৈরি হবে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আইকনকে ছাড়াই কি ভারতীয় দল (Indian Cricket Team) কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে খেলতে নামবে? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে কিন্তু তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে। কিং কোহলিকে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে দেখা যাবে না। বিসিসিআই বিষয়ে নাক গলাতে চাইছে না। পুরোটাই নির্ভর করছে নির্বাচক কমিটির ওপর। যেই কমিটির মাথায় রয়েছেন অজিত আগরকর। সূত্রের খবর, কোহলির সঙ্গে নাকি আগরকরের ব্যক্তিগত স্তরেও কথা হয়েছে।
আইসিসির বিচারে সেরা প্লেয়ার জয়সওয়াল
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাতশোর বেশি রান বোর্ডে তুলেছিলেন একাই। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি। এবার আইসিসির প্লেয়ার অফ দ্য মন্থের পুরস্কার পেলেন যশস্বী জয়সওয়াল। ফেব্রুয়ারি মাসের সেরা প্লেয়ার হলেন তরুণ ভারতীয় ওপেনার। এই পুরস্কারের জন্য জয়সওয়ালের সঙ্গে দাবিদার ছিলেন কেন উইলিয়ামসন ও পাথুম নিশাঙ্কা। তাঁদেরকে টেক্কা দিয়েই পুরস্কার জিতলেন জয়সওয়াল।
ইডেনে আইপিএল ম্য়াচের টিকিটর দাম কত?
সরকারি ঘোষণা এখনও বাকি। তবে খবর অনুযায়ী এই ম্যাচ তথা কেকেআরের গ্রুপ পর্বের বাকি ছয় ম্যাচের জন্য সর্বনিম্ন ৭৫০ টাকা টিকিটমূল্য ধার্য করা হয়েছে। আর ইডেন গার্ডেন্সে সর্বাধিক টিকিটমূল্য ৮৫০০ টাকা। এছাড়া ১০০০, ১৫ূ০০, ২০০০, ৩০০০, ৩৫০০ টাকার টিকিটও থাকছে। সূত্রের খবর অনুযায়ী সামনের সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।
রঞ্জি ফাইনালে এগিয়ে মুম্বই
দিনের শুরুটা করেছিলেন অজিঙ্ক রাহানে এবং মুশির খান করেছিলেন। ম্যাচে তখনই মুম্বই অনেকটা এগিয়ে ছিল। বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ফাইনালের তৃতীয় দিনশেষে বলা বাহুল্য রাহানের নেতৃত্বাধীন দল সম্পূর্ণভাবেই রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। দিনের খেলাশেষে ৫৩৮ রান তাড়া করতে নেমে বিদর্ভের স্কোর বিনা উইকেটে ১০ রান। মুম্বইয়ের হয়ে দিনের নায়ক, অবশ্যই মুশির খান এবং শ্রেয়স আইয়ার।
বিদায় রোনাল্ডোদের
আল আইনের বিরুদ্ধে ০-১ পিছিয়ে থেকেই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল আল নাসর। সৌদি দল টাইয়ে প্রত্যাবর্তনের জন্য তাকিয়ে ছিল তাঁদের ট্যালিসম্যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। পর্তুগিজ মহাতারকা দলের হয়ে গোলও করলেন, তাও শেষরক্ষা হল না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল আল নাসরের দৌড়।
প্লে অফে আরসিবি
উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় স্মৃতি মন্ধানার দল। বল-ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে গেলেন এলিসা পেরি। প্রথমে বল হাতে ৬ উইকেটে তুলে নিলেন অজি মহিলা ক্রিকেট তারকা। পরে ব্যাট হাতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেললেন পেরি। এই জয়ের সঙ্গে সঙ্গে নক আউটে জায়গা পাকা করে নিল আরসিবি।