নয়াদিল্লি: উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2024) মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Mumbai Indians vs Royal chellengers Bangalore)। ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) দল। বল-ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে গেলেন এলিসা পেরি (ellyse perry)। প্রথমে বল হাতে ৬ উইকেটে তুলে নিলেন অজি মহিলা ক্রিকেট তারকা। পরে ব্যাট হাতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেললেন পেরি। এই জয়ের সঙ্গে সঙ্গে নক আউটে জায়গা পাকা করে নিল আরসিবি।


প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্মৃতি মন্ধানা। প্রথমে ব্যাট করতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনে নেমেছিলেন হিলি ম্য়াথিউজ ও সজানা। ২৬ রানের ইনিংস খেলেন ম্য়াথিউজ। সজানা ৩০ রানের ইনিংস খেলেন। ন্য়াট স্ক্রিভার ব্রান্ট ১০ রান করেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর  খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরলেন। মিডল অর্ডারে এমিলিয়া কের ২ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। ৪ রান করে আমনজ্যােৎ কৌর। ৬ রান করেন পূজা ভাস্ত্রাকার। প্রিয়াঙ্কা বালা ১৯ রান করেন। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১১৩ রানে অল আউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। এলিসা পেরি ৪ ওভারে ১৫ রান খরচ করে ৬ উইকেট নেন। 


রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। স্মৃতি মন্ধানা ১১ রান করে প্যাভিলিয়ন ফেরেন ওপেনে নেমে। সোফি মোলিনেক্স ৯ রান করে আউট হন। ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান এলিসা পেরি। ৩৮ বলে ৪০ রান করেন। রিচা ঘোষ ২৮ বলে ৩৬ রানের ইনিং খেলেন। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। 


সোমবারের ম্য়াচে ডব্লিউপিএলে (WPL) ৮ রানে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিল গুজরাত জায়ান্টস। চাপের মুখে লড়াকু ইনিংস খেললেন দীপ্তি শর্মা। ৬০ বলে ৮৮ রানের ইনিংস খেলেন। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৪/৩ এবং আর একটু পরে ৩৫/৫ হয়ে গিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। মনে করা হচ্ছিল, সেখান থেকে গুজরাত জায়ান্টসের ম্যাচ জেতা সময়ের অপেক্ষা। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন দীপ্তি। ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন তিনি। পুণম খেমনারের সঙ্গে অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ১০৯ রান যোগ করেন দীপ্তি। অপরাজিত ৮৮ রান করার ফাঁকে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। তবু শেষরক্ষা হল না।