কলকাতা: আইপিএলে বিরাট কোহলির সেঞ্চুরি সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারাল রাজস্থান রয়্যালস। আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং। আইএসএলে জয়ী মোহনবাগান। খেলার দুনিয়ার সারাদিন।


শীর্ষে রাজস্থান


তাঁর বিরাট কোহলির (Virat Kohli) মতো জৌলুস নেই। তবু, শনিবার কোহলিকেও ছাপিয়ে গেলেন জশ বাটলার (Jos Buttler)। ইংরেজ তারকা এদিনই আইপিএলে একশোতম ম্যাচ খেললেন। আর সেঞ্চুরি ম্যাচে ব্যাটেও তিন অঙ্ক স্পর্শ করলেন। মাত্র ৫৮ বলে। ৫ বল বাকি থাকতে আরসিবিকে ৬ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। ব্যর্থ কোহলির সেঞ্চুরি। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস।


আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান


উধাও প্রতিশ্রুতি! বেপাত্তা লুলু গ্রুপ! মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting) সঙ্গে গাঁটছড়া বাঁধছে না দুবাইয়ের বহুজাতিক সংস্থা। মুখ্যমন্ত্রীর স্পেন সফরে গিয়েছিলেন মহমেডান সচিব ইস্তিয়াক আহমেদ রাজু। এসেছিল সুখবর। সেখানেই ঠিক হয়েছিল আইএসএলে (ISL) খেললে মহমেডানে ইনভেস্ট করবে লুলু গ্রুপ। আই লিগ জিতে আইএসএলে পা রাখল মহমেডান। অথচ সেই লুলু গ্রুপ উধাও। কেন চুক্তি হল না? উচ্ছ্বাসের মাঝেও কি চিন্তা? তবে সাদা-কালো শিবিরের কর্তারা আশা রাখছেন, মুখ্যমন্ত্রী ঠিক ব্যবস্থা করে দেবেন।


শনিবার স্বপ্নপূরণ হয় মহমেডান সমর্থকদের। আই লিগ ট্রফি জিতে নিয়েছে মহমেডান স্পোর্টিং। শনিবার শিলংয়ের মাঠে শিলং লাজং এফসিকে ২-১ গোলে হারিয়ে আই লিগ জিতল সাদা-কালো শিবির। একই সঙ্গে নিশ্চিত করল পরের মরসুমে আইএসএল খেলাও। প্রথম বার কলকাতার তিন প্রধানকেই আইএসএলে একসঙ্গে খেলতে দেখা যাবে।


জয়ী মোহনবাগান


আইএসএলে ফের জয়ের সরণিতে ফিরল মোহনবাগান সুপারজায়ান্ট(Mohun Bagan Supergiant) । পাঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল অ্য়ান্তােনিও লোপেস হাবাসের দল। আগের ম্য়াচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হারতে হয়েছিল সবুজ মেরুন বাহিনীকে। পাঞ্জাবকে হারিয়ে ছন্দে ফিরল দল। একই সঙ্গে লিগ টেবিলে ২ নম্বরে থাকল বাংলার এই শতাব্দী প্রাচীন ক্লাবটি। অন্য়দিকে আরও একটা হারের সঙ্গে সঙ্গে এবার লিগের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব শিবির। সচিন-সৌরভ সাক্ষাৎ


রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এবং সেই ম্যাচে যুযুধান দুই শিবিরে বসবেন সচিন ও সৌরভ। সচিন এখন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। তার আগের দিন সৌরভ ও সচিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল।


যদিও আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলের ছবি দেখলে দুই কিংবদন্তিই অস্বস্তিতে থাকবেন। কারণ, পয়েন্ট টেবিলের তলানিতে দুই দল। ৪ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। একটি ম্যাচে জয়। ২ পয়েন্ট সহ টেবিলে নয় নম্বরে রয়েছেন ঋষভ পন্থরা। মুম্বই আরও খারাপ জায়গায়। তিনটি ম্যাচে টানা পরাজয়। হারের হ্যাটট্রিক করে বসে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি এখনও। দশ দলের টুর্নামেন্টে দশ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।


গম্ভীরের উপহার


অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টানা তিন ম্য়াচ জিতেছে তারা। আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। শুরুটা হয়েছিল সানরাইজার্সকে দিয়ে। এরপর আরসিবি ও শেষ ম্য়াচে দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। সেভাবে তারকাখচিত দল নয়। কিন্তু তার পরও কেকেআরের এমন দুরন্ত পারফরম্য়ান্সে অনেকেই অবাক হয়েছে। আর এই পারফরম্য়ান্স সবার থেকে বের করে আনার যে অন্য়তম কারিগর, তাঁর নাম গৌতম গম্ভীর। দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছে এই মরশুম শুরুর আগে। নিজে কেকেআরের ঘরের ছেলে। তাঁর নেতৃত্বেই দু বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার দায়িত্ব অন্য়রকম। কিন্তু গম্ভীরের ছোঁয়ায় যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে আপাতদৃষ্টিতে অতি সাধারণ দেখা এই দলটাও।