Shovan-Sohini: 'ক্যামেরার ও প্রান্তে' থাকা মানুষের জন্য তৈরি গান তুলে দিলেন দর্শকের হাতে, শোভনের ভিডিও ভাইরাল

Shovan Ganguly Song: টলিপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন, গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার নাকি প্রেম করছেন। তবে তাঁরা নিজেরা এই বিষয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি।

Continues below advertisement

কলকাতা: সম্প্রতি জন্মদিন পালন করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। আর নিজের জন্মদিনে অনুরাগীদের জন্য 'রিটার্ন গিফট' (Return Gift) হিসেবে নিয়ে এসেছেন নিজের নতুন গান 'একে একে দুই'। সেই গানের দুই লাইন খালি গলায় গেয়ে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন গায়ক। গান শুরুর আগে নিজেই জানালেন এই গান এক বিশেষ মানুষের জন্য তৈরি যিনি সেই মুহূর্তে ক্যামেরার উল্টোদিকে রয়েছেন। তবে অবশ্যই কারও নাম নেননি। কিন্তু যেমন জল্পনা, সেই অনুযায়ী, সকলেই ধরে নিয়েছেন ক্যামেরার অন্য প্রান্তে অভিনেত্রী সোহিনী সরকারই (Sohini Sarkar) রয়েছেন। আর এই ভিডিও পোস্ট হতেই ফের আলোচনার মূলে শোভন-সোহিনীর চর্চিত প্রেম। 

Continues below advertisement

ফের চর্চায় শোভন-সোহিনীর সম্পর্ক

টলিপাড়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন, গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার নাকি প্রেম করছেন। তবে তাঁরা নিজেরা এই বিষয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি। সম্প্রতি দু'জনেরই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আন্দাজ করা যায় গায়কের জন্মদিন পালন করতে দু'জনেই পাড়ি দিয়েছেন শান্তিনিকেতন। যদিও তাঁদের একসঙ্গে কোনও ছবি দেখতে পাওয়া যায়নি। 

এদিন প্রকৃতির মাঝে বসে যে ভিডিও গায়ক পোস্ট করেন সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'নমস্কার, প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই আমাকে জন্মদিনে এত শুভেচ্ছা জানানোর জন্য। রিটার্ন গিফট স্বরূপ আমারও কিছু দায় বর্তায় আপনাদের প্রতি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি গান এনেছি। যে গানটি একজন বিশেষ ব্যক্তির জন্য বানানো, তিনি ক্যামেরার ও প্রান্তে এখন রয়েছেন। তাঁর আবদারেই এই গানটি সবাইকে শোনানো।' যাঁরা এখনও তাঁর গান শোনেননি তাঁদের জন্য প্রকৃতির মাঝখানে অল্প ঝলক আনলেন গায়ক। এরপর 'একে একে দুই' গানের দু'লাইন গেয়ে শোনান তিনি। 

স্বাভাবিকভাবেই অনুরাগী ও নেটিজেনদের আন্দাজ, ক্যামেরার ও প্রান্তে রয়েছেন সোহিনী স্বয়ং। অনেকেই তাঁর গানের, তাঁর কণ্ঠের প্রশংসা করেছেন। কেউ লিখলেন, 'ক্যামেরাওম্যানের ক্যামেরার হাত ভাল', কেউ লিখলেন, 'ক্যামেরার ওপারে কে আছে আমি জানি।' কেউ আবার সরাসরি প্রশ্ন করলেন, 'মেয়েটি কে সোহিনী?' তবে এরই মধ্যে একটি কমেন্ট ভাইরাল হয়েছে যা এখন আর পোস্টে দেখা যাচ্ছে না। সেই কমেন্টে তাঁর সম্পর্ক নিয়ে ট্রোল করাও হয় তাঁকে। পাল্টা জবাবও দেন শোভন।

 

আরও পড়ুন: Ayesha Khan: কখনও অন্তর্বাস পরতে মানা, কখনও শরীরের বিশেষ অঙ্গ নিয়ে 'মন্তব্য', আয়েষার জীবনের 'ভয়াবহ' অভিজ্ঞতা

মার্চ মাসের শেষ দিকে ইনস্টাগ্রাম স্টোরিতে সোহিনীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন শোভন। সবুজ পাঞ্জাবী পরে শোভন, তাঁর বুকে মাথা এলিয়ে সোহিনী, পরনে সাদা কুর্তি। সবুজ গাছপালার মধ্যে আরও খানিক টাটকা সম্পর্কের ছোঁয়া? ছবির সঙ্গে একটি গান বাজতে শোনা যায়, 'যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কী যে সয়ে যেতে হয়, ভালবাসা হলে...'। তাহলে কি 'ভালবাসা'র কথা না বলেও গানে গানে মেনে নিয়েছিলেন দু'জনেই। গানটি কেবল এমনিই নাকি কোনও ইঙ্গিত ছিল তাতে? কিন্তু স্টোরিতে আর কিছুই লেখা ছিল না।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola