কলকাতা: জাপানকে দুরমুশ করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। ফের বাংলাদেশ ওয়ান ডে দলের নেতৃত্ব পেলেন শাকিব আল হাসান।


চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত


প্রতিপক্ষ গতবার এশিয়ান গেমসে (Asian Games) সোনাজয়ী জাপান (Ind vs Jap)। যাদের সঙ্গে গ্রুপ পর্বে আটকে গিয়েছিল ভারতও। গ্রুপ পর্বের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত ছিল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে অবশ্য জাপানকে উড়িয়ে দিল ভারত। ৫-০ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত সিংহরা।


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রায়াডু?


এ মরশুমের আইপিএল শেষেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন টুর্নামেন্টের সফলতম ক্রিকেটার (যুগ্মভাবে) আম্বাতি রায়াডু (Ambati Rayudu)। এবার তাঁকে ক্যারিবিয়ানের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, রায়াডু আসন্ন মরশুমের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League 2023) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টর্সের (St Kitts and Nevis Patriots) হয়ে খেলতে পারেন।


শোনা যাচ্ছে সেন্ট কিটস রায়াডুকে তাদের মার্কি খেলোয়াড় হিসাবেই আসন্ন মরশুমের জন্য সই করাতে চলেছে। রায়াডুর সদস্য সমাপ্ত মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে সুপার কিংসেরই আরেক ফ্র্যাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল। তবে বিসিসিআইয়ের সাম্প্রতিক নিয়ম অনুযায়ী তাঁকে সেই টুর্নামেন্ট থেকে বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয় বলে মনে করা হচ্ছে। বোর্ডের (BCCI) নতুন নিয়ম অনুযায়ী সদ্য অবসর নেওয়া ক্রিকেটারদের কিছুটা সময় মাঠের বাইরেই কাটাতে হবে। তারপরেই তাঁরা বিদেশি লিগে খেলতে পারবেন। এই নিয়মের জেরেই রায়াডু এমএলসি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বলে খবর।


অধিনায়ক শাকিব


তামিম ইকবাল (Tamim Iqbal) নেতৃত্ব নিয়ে আগ্রহী নন। একবার অবসর ঘোষণা করেও ফিরে এসেছেন। তবে এশিয়া কাপে (Asia Cup) খেলবেন না। তাঁর পিঠে চোট রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বে ফের শাকিব আল হাসান (Shakib Al Hasan)।  আসন্ন এশিয়া কাপ ও পরে ভারতের মাটিতে বিশ্বকাপেও বাংলাদেশ ক্রিকেট (Bangladesh) দলকে নেতৃত্ব দেবেন শাকিব।


শাকিব এমন একটা সময়ে দলের দায়িত্ব নিলেন, যখন বাংলাদেশের সামনে একাধিক পরীক্ষা। এশিয়া কাপ রয়েছে। সেপ্টেম্বরে রয়েছে ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। তারপরই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় নিজের বাড়িতে আচমকা একটি সাংবাদিক বৈঠক ডেকে এই ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান।


শীর্ষে রোনাল্ডো, প্রথম ২০-তে কোহলি


এক সমীক্ষার বিচারে ইনস্টাগ্রাম থেকে পোস্টপিছু আয়ের বিচারে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি এক সমীক্ষা ছয় বছরের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সবথেকে বেশি বেতনপ্রাপ্ত অ্যাথলিট হয়েছিলেন। সৌদি আরবের ক্লাব আল নাসরে  বিশাল অঙ্কে যোগ দেওয়ার সুবাদেই তিনি এই স্থান ফিরে পেয়েছেন। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে রোনাল্ডো কিন্তু একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন। এই নিয়ে টানা তিন বছর রোনাল্ডোই ইনস্টাগ্রাম থেকে পোস্টপিছু আয়ের বিচারে শীর্ষে রইলেন। সমীক্ষা অনুযায়ী পতুর্গিজ মহাতারকা ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রায় ২৬ কোটি ৭৩ লক্ষ টাকা পান। 


রোনাল্ডোর ধারকাছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই (Lionel Messi) রয়েছেন। আর্জেন্তাইন মহাতারকা মেসি পোস্টপিছু প্রায় ২১ কোটি ৫২ লক্ষ টাকা করে পান। এই অঙ্কের অর্থ যে শুধু বাকি ক্রীড়াবিদদের থেকে প্রাপ্ত অর্থের থেকে বেশি তাই নয়, রোনাল্ডো, মেসি এই অঙ্কের নিরিখে সেলেনা গোমেস, ডোয়েন জনসনদেরও পিছনে ফেলে দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রাপ্ত অর্থের নিরিখে প্রথম ২০ জনের মধ্যে আর কেবল দুই ক্রীড়াবিদই রয়েছেন। এঁরা হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং ব্রাজিলিয়ান ফুটবল দলের মহাতারকা নেমার জুনিয়র।


শ্রীজেশের ৩০০তম ম্যাচ


জাপানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে বিরল কীর্তি গড়লেন পি আর শ্রীজেশ (PR Sreejesh)। ভারতীয় হকির (Indian Hockey Team) কিংবদন্তি খেলতে নামলেন কেরিয়ারের তিনশোতম হকি ম্যাচে। কৃষ্ণণ পাঠক নন, শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে ম্যাচে প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে শুরু করেন শ্রীজেশ। আদপে কেরলের খেলোয়াড়। তবে শ্রীজেশের নথিবদ্ধকরণ তামিলনাড়়ুর হয়ে। ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের হয়ে ঘরোয়া হকিতে খেলতেন। প্রায় দু'দশক ধরে তিনি ভারতের হয়ে খেলছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ডার্বিতে ঝামেলা এড়াতে তৎপর পুলিশ, দর্শকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা