কলকাতা: সোমবারের সেরা খেলার খবরগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক -


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত


কোনও নাটক হল না। কোনও রুদ্ধশ্বাস চিত্রনাট্যও রচিত হল না আমদাবাদে। বরং ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। প্রথম দুই টেস্ট জেতার সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) উঠল রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। সোমবার চা পানের বিরতির পর ৭৮.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর তখন ১৭৫/২। ৬৩ রান করে ক্রিজে মার্নাস লাবুশেন। স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ১০ রানে। গোল্ডেন হ্যান্ডশেক করে নেন রোহিত শর্মা ও স্মিথ। দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। তবে দুই দলের ফের মুখোমুখি সাক্ষাৎ হবে জুন মাসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।


শ্রেয়সের চোট


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম দিন সাতসকালে ধাক্কা খেল ভারত। পিঠের নীচের অংশের চোটের জন্য ম্যাচ থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার। সোমবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, পিঠের চোটের জন্য এই টেস্ট ম্যাচে আর অংশ নেবেন না মুম্বইয়ের তারকা। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবে ভারতীয় দলের মেডিক্যাল টিম।


কী বললেন বিরাট?


আমদাবাদ টেস্টে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বিরাট বলেন, ''প্রত্যেকেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। একজন প্লেয়ার হিসেবে নিজের কাছে কী চাইছি, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নাগপুরে প্রথম ইনিংসে আমি ভাল খেলেছিলাম। আমরা যত বেশিক্ষণ সম্ভব ব্যাটিং করতে চেয়েছিলাম। আমি তেমনই করেছি, কিন্তু আগের মত হয়ত পারফর্ম আসেনি। কিন্তু এখানের ইনিংসটা আমাকে অনেক শান্তি দিয়েছে। যেভাবে খেলতে চেয়েছিলাম, তেমনই খেলেছি। কেরিয়ারের এমন সময় দাঁড়িয়ে নতুন করে কাউকে কিছু প্রমাণ করার নেই আমার।'' উল্লেখ্য, ৩৬৪ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৮৬ রানের ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।


আইএসএলের ফাইনালে সবুজ মেরুন বাহিনী


নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের ওপেন প্লে-তে কোনও গোল না হওয়ার পর হায়দরাবাদের জোয়াও ভিক্টর গোল করে শুরু করেন রুদ্ধশ্বাস টাই ব্রেকার। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে হাভিয়ে সিভেরিওর শট আটকে দেন গোল্ডন গ্লাভজয়ী বিশাল কয়েথ। সবাইকে অবাক করে দিয়ে তাদের সর্বোচ্চ গোলদাতা বার্থোলোমিউ ওগবেচের শট পোস্টে লেগে ফিরে আসে। তখনই জয়ের সেলিব্রেশন শুরু হয়ে যায় গ্যালারিতে। এটিকে মোহনবাগানের দিমিত্রিয়স পেট্রাটস, ফেদরিকো গায়েগো ও মনবীর সিং জালে বল জড়িয়ে দিলেও ব্রেন্ডান হ্যামিল গোলের বাইরে বল পাঠানোয় উত্তেজনার পারদ চরমে ওঠে।