কলকাতা: ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে ফের চেতেশ্বর পূজারার দুর্ধর্ষ শতরান। ভারত-জিম্বাবোয়ে সিরিজের আগে জিম্বাবোয়ে তারকার চ্যালেঞ্জ। রাজস্থান রয়্যালসে থাকাকালীন কর্ণধারের বিরুদ্ধে তাঁকে চড় মারার অভিযোগ আনলেন রস টেলর। নতুন ঠিকানা খুঁজে পেলেন সন্দেশ ঝিঙ্গান এক নজরে খেলার সব খবর।


বেঙ্গালুরুতে সন্দেশ


বেঙ্গালুরুর জার্সি গায়ে এবারের মরসুমে মাঠ কাঁপাতে দেখা যাবে সন্দেশকে। রবিবারই (১৪ অগাস্ট) সন্দেশকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) তরফে। ২০১৬-১৭ মরসুমের দ্বিতীয়ার্ধে সন্দেশ বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। সেইবার অবশ্য পাকাপাকি নয়, বরং কেরালা ব্লাস্টার্সের থেকে লোনেই বেঙ্গালুরুতে এসেছিলেন সন্দেশ। এবার কিন্তু পাকাপাকিভাবেই যোগ দিলেন এই দলে। এর ফলে বেঙ্গালুরু দলে এটিকে মোহনবাগানের প্রাক্তনীদের সংখ্যাও আরও বাড়ল। ইতিমধ্যে এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণ, প্রবীর দাস, হাভি হার্নান্ডেজরা সকলেই এ মরসুমে বেঙ্গালুরুতে সই করেছেন, সন্দেশও সেই তালিকায় যুক্ত হলেন। 


পূজারার দাপট


গত ম্যাচে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭৯ বলে ১০৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন পূজারা। এবার নিজের লিস্ট এ ক্রিকেটে কেরিয়ার সেরা ১৭৪ রান করলেন তিনি। সারের বিরুদ্ধে হোভে দুরন্ত শতরানটি করেন পূজারা। ভারতীয় তারকা যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন সাসেক্সে নয় রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছিল। এরপরেই টম ক্লার্ককে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন পূজারা। তৃতীয় উইকেটে দুইজনে মিলে ২০৫ রান যোগ করেন। ক্লার্ক ১০৪ রানে আউট হলে পার্টনারশিপ ভাঙলেও পূজারা কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। মাঠ ছোট হলেও, নিজের স্ট্রোকের মাধ্যমে মাঠের চারিদিকে বল পাঠান তিনি। ১৩১ বলের পূজারার ইনিংস সাজানো ছিল ২০টি চার ও পাঁচটি ছক্কায়। 


সুনীলের অভয়


এই মাসের শুরুর দিকেই ফিফা সর্বভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করার পাশাপাশি ভারতের কাছ থেকে আসন্ন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। ফেডারেশনের দুর্নীতি দূর করে নতুন করে স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট এক বিশেষ কমিটিকে দায়িত্ব দিয়েছে। তবে ফিফা 'থার্ড পার্টি' হস্তান্তর একেবারেই বরদাস্ত করে না। এর জেরেই ভারতের ওপর নিষেধাজ্ঞার খাড়া ঝুলছে। এই সবের মাঝে ফুটবলারদের ওপরেও স্বাভাবিকভাবেই মানসিক এক চাপ রয়েইছে। তবে ভারতীয় ফুটবলারদের আশ্বস্ত করলেন সুনীল।


তিনি বেঙ্গালুরু এফসির আয়োজিত প্রাক-মরসুম সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমি ছেলেদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং সকলের জন্য আমার একটাই পরামর্শ। এই নিয়ে বিশেষ চিন্তাভাবনা করে লাভ নেই, কারণ এই বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই। যারা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা নিজেদের সেরাটা দিচ্ছেন যাতে আমরা দ্রুতই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। খেলোয়াড় হিসাবে এক্ষেত্রে আমাদের কর্তব্য যে আমরা যেন নিজেদের কাজটা ভালভাবে করে যাই। আমাদের সকলকে নিশ্চিত করতে হবে যে ক্লাব বা জাতীয় দলের হয়ে আমরা যখনই সুযোগ পাই না কেন, আমরা যেন নিজেদের সেরাটা দিই, নিজেদের আগের থেকে আরও উন্নত করি।'


রস টেলরের অভিযোগ


নিজের অটো বায়োগ্রাফি 'রস টেলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'-এ বিস্ফোরক দাবি করলেন রস টেলর (Ross Taylor)। তিনি জানিয়েছেন ২০১১ আইপিএল (IPL 2011) মরসুমে রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) একজন কর্তা তাঁকে চড় মেরেছিলেন। প্রাক্তন কিউয়ি তারকা জানিয়েছেন সেই মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের (Kings XI Punjab) বিরুদ্ধে একটি ম্য়াচে হারের পরই এমনটা হয়েছিল।


নিজের আত্মজীবনীতে টেলর লিখেছেন, ''সেই ম্য়াচে ১৯৫ রান তাড়া করতে নেমেছিলাম আমরা। কিন্তু আমি রান পাইনি। শূন্য রানেই লেগবিফোর হয়ে ফিরে যাই প্যাভিলিয়নে। ম্যাচের পর টিম হোটেলের টপ ফ্লোরে বারে ছিলাম আমরা। দলের সকলেই ছিল। সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের লোকও ছিল। শেন ওয়ার্ন, লিজ হার্লিও ছিলেন সে সময়। টিম ম্যানেজমেন্টের একজন আমাকে বলে-রস, তোমাকে শূন্য রান করার জন্য কোটি কোটি টাকা দিয়ে রাখিনি আমরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি মুখে তিন চার-বার চড় মেরেছিলেন। ওখানে তখন হাসাহাসি চলছিল। পুরোটাই নাটক ছিল নাকি মজা করা হচ্ছিল, সেটা বুঝে উঠতে পারিনি। সেই মুহূর্তে সেটা নিয়ে ভাবিনি। পেশাদার জগতে এমনটা হতে পারে, তা মাথায় আসছিল না।''


জিম্বাবোয়ে তারকার ভবিষ্যদ্বাণী


ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই বড় ভবিষ্যদ্বাণী করে বসলেন জিম্বাবোয়ে দলের ব্যাটার ইনোসেন্ট কাইয়া (Innocent Kaia)। তাঁর মতে এই সিরিজে ভারত নয়, জিতবে জিম্বাবোয়েই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম্বাবোয়ের তারকা ব্যাটার ভবিষ্যদ্বাণী করেন, 'জিম্বাবোয়ের তরফে ২-১। আমরাই সিরিজ জিতব। ব্যক্তিগতভাবে যদি আমার লক্ষ্যের কথা বলতে চাই,তাহলে বলব আমি এই সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে চাই এবং শতরানও হাঁকাতে চাই। সহজ সরল হিসাব। আমি এই সিরিজের সবার থেকে বেশি রান করতে চাই। এটাই আমার লক্ষ্য।'


বাংলাদেশ অধিনায়ক শাকিব


আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন শাকিব আল হাসান। এছাড়াও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজেও এই তারকা অলরাউন্ডারই দায়িত্ব সামলাবেন দলের। গত জুনে মোমিনুল হক সরে দাঁড়ানোর পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন শাকিব। এবার টি-টোয়োন্টিতেও দায়িত্ব সামলাবেন তিনি। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে দেখা যাবে সাব্বির রহমানকে। তিনি ফিরেছেন স্কোয়াডে। এছাড়াও জিম্বাবোয়ে সিরিজে বিশ্রামের পর ফের জাতীয় দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ছিটকে গিয়েছেন লিটন দাস। দলে জায়গা পাননি শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।