আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের। ৬ উইকেটে জয় রোহিতদের। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে জয় নোভাক জকোভিচের। কলিঙ্গ সুপার কাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দেখে নিন রবিবারের খেলার দুনিয়ার সেরা খবরগুলাে এক ঝলকে -


ম্যাচ ও সিরিজ জয় ভারতের 


হেসেখেলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও (T20 Match) ৬ উইকেটে জিতে নিল ভারতীয় দল। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট খুঁইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান ১৫.৪ ওভারেই তুলে নিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। ২৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা বিরাট কোহলি (Virat Kohli)। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। ২০১৯ সালের জুন মাসের পর থেকে ঘরের মাঠে নেমে ১৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। তার মধ্যে ১৩টি সিরিজে জয় ও ২টো সিরিজ ড্র করেছে তারা। অর্থাৎ গত চার বছরে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া। 


রোহিতের রেকর্ড


 প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু প্রথম ম্যাচে ভাগ্যের দোষে রান আউট হতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম বলেই খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান। কিন্তু বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। তিনিই বিশ্বের একমাত্র পুরুষ ক্রিকেটার যিনি ১৫০ বা তার বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস করতে নামার সঙ্গে সঙ্গে এই কৃতিত্বের অধিকারী হলেন ভারত অধিনায়ক।  রোহিতের এর চেয়ে ১৬টি ম্যাচ কম খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। এখনও পর্যন্ত ১৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তৃতীয় স্থানে তাঁর সতীর্থ জর্জ ডকরেল। ১২৮টি ম্যাচ খেলেছেন এই আইরিশ ক্রিকেটার। রোহিত ছাড়া ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক টি-টোয়েন্টি খেলেছেন বিরাট কোহলি। মোট ১১৬টি ম্য়াচ খেললেন কিং কোহলি। 


কলিঙ্গ সুপার কাপে জয় ইস্ট-মোহনের


কলিঙ্গ সুপার কাপে জয়ের ধারা বজায় রাখল কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। রবিবার ভুবনেশ্বরে মোহনবাগান ২-১-এ হারায় হায়দরাবাদ এফসি-কে এবং পরের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি একই ব্যবধানে হারায় আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান-কে।


জকোভিচের জয়


অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচে জয় ছিনিয়ে নিলেন নোভাক জকোভিচ। কব্জির চোটের জন্য টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা চিন্তায় ছিলেন। এদিন ক্রোয়েশিয়ার ১৮ বছরের প্রতিদ্বন্দ্বী ডিনো প্রিজমিচের বিরুদ্ধে চার ঘণ্টার বেশি সময় ধরে কঠিন লড়াই শেষে জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে নিদের ৯০ তম ম্যাচ জিতে গেলেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। ২০১৮ সালের পর থেকে এই কোর্টে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেননি জকোভিচ। 


এদিন খেলার প্রথম সেটে দাঁড়াতেই পারেননি প্রিজমিচ। তাঁকে ৬-২ ব্যবধানে হারিয়ে দেন নোভাক। দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা লড়াই দেন ১৮ বছরের তরুণ। দ্বিতীয় সেটে ৬(৫)-৭(৭) টাইব্রেকারে হারতে হয় জোকারকে। তবে তৃতীয় ও ও চতুর্থ সেটে পরপর ৬-৩ ও ৬-৪ সেটে জিতে ম্যাচ নিজের দখলে করে নেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নিজের সবচেয়ে বেশি সময়ের প্রথম রাউন্ডের ম্যাচ খেললেন জকোভিচ। ৪ ঘণ্টা ১ মিনিটের খেলা হয় এদিন।