কলকাতা: রবিবার। এমন ছুটির দিনের শীতের দুপুর তো পিকনিকের জন্য আদর্শ। আর সেই ছুটির সুযোগেই, পিকনিকে মাতলেন টলিউডের প্রায় সব তারকারাই। নাচে-গানে জমে উঠল টলিউডের সেই ছুটিযাপন। অন্যদিকে, নজর কাড়ল আরও একটি পোস্ট। বাবার কোলে খুদে সন্তান। লাল-সাদা ফ্রক পরা কন্যা আজকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। যাঁর কোলে বসে আসছেন, বলাই বাহুল্য তিনি প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় (Santu Mukherjee Birth Anniversary)। গতকাল ছিল তাঁর জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বাবাকে খোলা চিঠি অভিনেত্রীর। আবেগের সঙ্গে জমে থাকা কষ্ট, একসঙ্গে ফুটে উঠল যেন। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল টলিউডের একাধিক পোস্ট। সেগুলি কী কী? দেখে নেওয়া যাক
রবিবার ছুটির মুডে টলিউড.. নাচে গানে জমে গেল পিকনিক
রবিবার। এমন ছুটির দিনের শীতের দুপুর তো পিকনিকের জন্য আদর্শ। আর সেই ছুটির সুযোগেই, পিকনিকে মাতলেন টলিউডের প্রায় সব তারকারাই। নাচে-গানে জমে উঠল টলিউডের সেই ছুটিযাপন। সারাবছরই ব্যস্ততা থাকে টলিউডে। কখনও ছবির শ্যুটিং, কখনও আবার প্রস্তুতি... গোটা বছরই তারকাদের কেটে যায় বিভিন্ন ব্যস্ততায়। তবে এই একটা দিন সমস্ত ব্যস্ততা ভুললেন টলিউডের তারকারা। কলকাতার বুকেই আয়োজন করা হয়েছিল এই পিকনিকের। হাজির ছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পাওলি দাম (Paoli Dam), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), সৌরভ দাস (Sourav Das), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly) কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও অন্যান্যরা। এদিন সব তারকারাই ছিলেন এক্কেবারে সেলিব্রেশনের মুডে। প্রত্যেকের পরণেই ছিল সাদা পোশাক। এদিন রাজবাড়িতে বসেছিল জমাটি এই পিকনিকের আসর। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত টুকরো টুকরো ভিডিও তুলে ধরেছেন শুভশ্রী। সেখানে দেখা গেল.. গীটার বাজাচ্ছেন পরমব্রত, গান গাইছেন অনির্বাণ। শুধু তাই নয়... গানে গলা মেলালেন সৌরভ, পরমব্রতও। গীটার বাজালেন উজানও। শুধু কি তাই... নাচের তালে পা মেলালেন শ্রাবন্তী থেকে শুরু করে পাওলি। গানের তালে একসঙ্গে নাচলেন রাজ-শুভশ্রীও। তবে এই পিকনিকে দেখা মিলল না টলিউডের অনেক তারকারাই। যেমন এদিনের পিকনিকে দেখা গেল না দেব (Dev) ও রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। হাজির হলেন না আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)।
'একদিন এসো বাবা, অনেকদিন দেখিনি', সন্তু মুখোপাধ্য়ায়ের জন্মবার্ষিকীতে 'খোলা চিঠি' স্বস্তিকার
বাবার কোলে খুদে সন্তান। লাল-সাদা ফ্রক পরা কন্যা আজকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। যাঁর কোলে বসে আসছেন, বলাই বাহুল্য তিনি প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় (Santu Mukherjee Birth Anniversary)। গতকাল ছিল তাঁর জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বাবাকে খোলা চিঠি অভিনেত্রীর। আবেগের সঙ্গে জমে থাকা কষ্ট, একসঙ্গে ফুটে উঠল যেন। বাবার কোলে বসে ছোট্টবেলার একটি ছবি এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে প্রথমেই লেখেন, 'বাবা, হ্যাপি হ্যাপি বার্থডে।' তারপরেই লেখায় আবদার, 'যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু।' ঠিক যেন, বাবা চলে যাওয়ার পর তাঁরই অপেক্ষায় বসে থাকা এক সন্তানের আর্তি। একইসঙ্গে স্মৃতির পাতা হাতড়াতে গিয়ে অভিনেত্রী লেখেন, 'তোমার কথা রোজ মনে পড়ে, অবশ্য পড়ার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বইপত্র, জামাকাপড় সব যেমন ছিল তেমনই আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আসো আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গিয়েছি, তোমার কোনও চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি।'