কলকাতা: আজকের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
নিয়ম বদল ফিফার
সম্পূর্ণ বদলে যেতে চলেছে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) খোলনলচে। প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে মোট ম্যাচের সংখ্যা। বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যাও। রাওয়ান্ডায় ফিফা (FIFA) কংগ্রেসের আগে জানাল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩২টি দলের ছক থেকে বেরিয়ে আসছে ফিফা। মোট আটটি গ্রুপের পরিবর্তে পরের বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ। প্রত্যেক গ্রুপে থাকবে ৪টি করে দল। তবে প্রাথমিকভাবে ৩টি করে দল নিয়ে ১৬টি গ্রুপের পরিকল্পনা করেছিল ফিফা। সেই পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। পরিবর্তে ১২টি গ্রুপ করে টুর্নামেন্ট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এগোলেন বিরাট
প্রায় সাড়ে তিন বছরের খরা মিটিয়ে টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) ১৮৬ রান করেছিলেন কোহলি। তার পুরস্কারও পেলেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Ranking) ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দিলেন বিরাট। এক লাফে র্যাঙ্কিংয়ের আট ধাপ উপরে উঠে এসে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। একটা সময়ে সব ফর্ম্যাটে বহু দিন বিশ্বের এক নম্বর ছিলেন কোহলিই। কিন্তু ধারাবাহিক ব্যর্থতার জেরে গত বছরের জুলাই মাসে টেস্টে প্রথম দশ থেকে থেকে ছিটকে যান।
প্রথম ওয়ান ডে তে নেই রোহিত
পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস করতে যাবেন হার্দিক পাণ্ড্য ।
প্রথম রাউন্ডেই হার সিন্ধুর
অল ইংল্যান্ড ওপেনে (All England Open 2023) প্রথম রাউন্ডেই হার পিভি সিন্ধুর (PV Sindhu)। চিনের ঝাঙ ইং মানের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে গেলেন হায়দরাবাদি শাটলার। ম্যাচের ফল চিনা শাটলারের পক্ষে ২১-১৭, ২১-১১। প্রথম গেমে কিছুটা লড়াই দিলেও দ্বিতীয় গেমে একেবারেই লড়াই দিতে পারেননি সিন্ধু। গত কয়েকটি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ সিন্ধু।
প্রথম জয় আরসিবির
অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) নেতৃত্বাধীন আরসিবি উইমেন্স প্রিমিয়ার লিগে (Womens Premier League) আজকের ম্যাচে ইউ ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল। এর আগে পাঁচটি ম্যাচে পরপর হারের মুখ দেখতে হয়েছিল আরসিবিকে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত তাদের। অবশেষে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল আরসিবি। ব্য়াট হাতে দলের জয়ে বড় ভূমিকা নিলেন কনিকা আহুজা। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। এর আগে এলিসা পেরি ৩ উইকেট নিয়েছিলেন বল হাতে।