PM Modi: এবারের নোবেল শান্তি পুরষ্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোদ নরওয়ের নোবেল কমিটির বক্তব্যে জোরাল হয়েছে এই আশা। সম্প্রতি ভারতে এসেছে নোবেল পুরস্কার কমিটি। তাদের মুখ থেকেই শোনা গেছে প্রধানমন্ত্রীর স্তুতি।


Nobel Peace Prize: কেন প্রধানমন্ত্রীকে অন্য়তম দাবিদার ধরা হচ্ছে ?
নোবেল শান্তি পুরস্কার নিয়ে জল্পনার আবহে সম্প্রতি ভারতে এসেছে নোবেল প্রাইজ কমিটি। এরাই নোবেল শান্তি পুরস্কারের দাবিদার নির্বাচন করবে। সবথেকে বড় বিষয়, এই দলেই রয়েছেন কমিটির ডেপুটি  অ্য়াসলে তোজে। তিনিই শান্তি স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। তোজে বলেছেন, ''নরেন্দ্র মোদির মতো শক্তিশালী নেতাদের মধ্যেই শান্তি স্থাপনের ক্ষমতা থাকে।"  নোবেল কমিটির ডেপুটির মুখের এই কথাতেই আশায় বুকক বাঁধছে দেশবাসী।


PM Modi: কী বলেছেন নোবেল কমিটির ডেপুটি


এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল প্রাইজ কিমিটর ডেপুটি বলেছেন, ''ভারতে থেকে নোবেল পিস প্রাইজের জন্য অনেক মনোনয়ন রয়েছে। আমি মনে করি, বিশ্বের সব নেতাই নোবেল শান্তি পুরস্কারের জন্য যা প্রয়োজন তা করবেন।" এই বলেই অবশ্য় থেমে থাকেননি তোজে। তিনি বলেন, "আমি মোদির প্রচেষ্টা লক্ষ্য করেছি। মোদির মতো শক্তিশালী নেতার শান্তি প্রতিষ্ঠার অসাধারণ ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি  এমন একটি শক্তিশালী দেশ থেকে এসেছেন, যাকে বিশ্বের দরবারে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। ভারতীয়দের মধ্যে এক অপরিসীম ক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা রয়েছে। আশা করি,  ভয়ানক যুদ্ধ থামাতে এই বিশ্বাসযোগ্যতা ও শক্তি ব্যবহার করবে ভারতীয়রা।"


Nobel Peace Prize: কেন মোদিকেই নোবেল পিস প্রাইজ ?


অ্যাশলে আরও বলেন, 'প্রধানমন্ত্রী মোদি রাশিয়া, আমেরিকা ও চিনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশ্বেসর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি বলেছেন, এখন যুদ্ধের নয়- শান্তির সময়। আমি খুশি যে মোদি শুধু ভারতকে এগিয়ে নেওয়ার জন্যই কাজ করছেন না, সেইসঙ্গে বিশ্বের শান্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও অগ্রাধিকার দিচ্ছেন। বিশ্বের উচিত ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়া। আগামীদিনে ভারত অসীম শক্তিধর হতে চলেছে।''


Aadhaar Update: এবার বিনামূল্যে আপডেট করতে পারবেন আধার, ৩ মাসের জন্য পাবেন সুবিধা