মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত আসাদ রউফ। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ভারত-পাক টিকিট বিক্রি শেষ। ভারতে পাড়ি অস্ট্রেলিয়া দলের। আজকের খেলার মাঠের সেরা খবরগুলোর এক ঝলক দেখে নেওয়া যাক -
প্রয়াত রউফ
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন। খেলিয়েছেন অজস্র গুরুত্বপূর্ণ ম্যাচ। আবার বিতর্কও তাড়া করেছে তাঁকে। পাকিস্তানের আম্পায়ার সেই আসাদ রউফ (Asad Rauf) আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। বয়স হয়েছিল ৬৬ বছর।
পাক আম্পায়ারের ভাই তাহির জানিয়েছেন, লাহৌরের লান্ডা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বুকে অস্বস্তি অনুভব করেন আসাদ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রয়াত হন আসাদ।
হাঁটুর চোটে ভুগছেন স্টার্ক
হাঁটুর চোটে ভুগছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শের গোড়ালির চোট আর স্টোইনিসের পেশিতে চোট রয়েছে। এই চোটগুলির জেরেই তিন তারকা খেলতে পারছেন না। মার্শ জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং স্টোইনিস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে চোট পান। তবে স্টার্কের চোট একেবারে শেষ মুহূর্তে ধরা পড়ে। বুধবার এক স্ক্যানের পরেই স্টার্কের চোট সামনে আসে। খবর অনুযায়ী কোনও তারকার চোটই খুব একটা গুরুতর নয়। তবে পরের মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে চোট বাড়তে পারে। সেই জন্যই কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অজি বোর্ড। তাই এই তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অবসর রজার ফেডেরারের
বিশ্ব টেনিসে একটা যুগের অবসান হল। ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। ২০টি গ্র্যান্ডস্লাম। ঝুলিতে আরও কিছু পাওয়ার ছিল কি না জানা নেই। কিন্তু এখানেই শেষ। টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার (Roger Federer)। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন সে কথা। চলতি বছর লেভার কাপেই (Levar Cup) শেষবার কোর্টে নামতে চলেছেন ফেডেরার। বেশ কয়েক বছর ধরেই চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন সুইস টেনিস সম্রাট। চলতি বছরে কোনও গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেই নামেননি। অবশেষে চল্লিশ পেরিয়েই নিজের টেনিস কেরিয়ারে ইতি টানলেন ফেডেরার।
ইন্দো-পাক দ্বৈরথের টিকিট শেষ
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিপক্ষ। ২৩ অক্টোবর মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।