কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। এক নজরে খেলার সব খবর।


দ্বিতীয় টেস্টের দল ঘোষণা


ভারতের বিরুদ্ধে হায়দরাবাদে সিরিজ়ের প্রথম ম্যাচে হাড্ডহাড্ডি লড়াইয়ের পর ২৮ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। শুক্রবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ (IND vs ENG 2nd Test)। বিশাখাপত্তনমে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরুর একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড (England Cricket Team)। প্রথম টেস্টে না খেললেও এই টেস্ট ম্যাচে একাদশে ফিরলেন কিংবদন্তি ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson)। 


প্রথম টেস্টে চার বোলার নিয়েই মাঠে নেমেছিলেন বেন স্টোকসরা। দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম পূর্বাভাস দিয়েছিলেন যে প্রয়োজনে স্পিন সহায়ক পিচে ইংল্যান্ড চার স্পিনার নিয়েও মাঠে নামতে ভয় পাবে না। তবে তেমনটা হচ্ছে না। দলে দুই বদল ঘটালেও বোলিং কম্বিনেশনে কোনও বদল হচ্ছে না। তিন স্পিনার এবং এক ফাস্ট বোলার নিয়েই বিশাখাপত্তনমেও মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। গত বছরের জুলাইয়ে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন অ্যান্ডারসন। ৪১ বছর বয়সি তারকা বেশ একটা দীর্ঘ সময়ের পর তাই আবার জাতীয় ক্রিকেটের আঙিনায় ফিরছেন। মার্ক উডের জায়গায় দলে সুযোগ পেলেন অ্যান্ডারসন।


অসুস্থ সৌরভের মা


দুপুরবেলা হঠাৎই অস্বস্তিবোধ। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটা হল তাঁকে। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে (Nirupa Ganguly)। নিরূপা গঙ্গোপাধ্যায়ের ইসিজি রিপোর্টে অসংগতি পাওয়ার পরই তাঁকে বিকেলবেলা হাসপাতালে ভর্তি করা হয়।


আজ দুপুরে শারীরিক অস্বস্তিবোধ করায় বাড়িতেই তাঁর ইসিজি করানো হয়। সেখানে তাঁর রিপোর্টে কিছু সমস্যা দেখা যায়। তাঁর বয়সের কথা মাথায় রেখে ডাক্তার নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাঁকে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার আফতাব খান।


ইস্টবেঙ্গলে নতুন বিদেশি


স্পেনের হাভিয়ে সিভেরিওকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি স্ট্রাইকার আনল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ক্লাবের পক্ষ থেকে। সিভেরিওকে ছেড়ে দেওয়ার পর কোস্টা রিকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে (Felicio Brown Forbes) নিয়ে আসছে লাল-হলুদ বাহিনি।

ফেলিসিও ব্রাউন কোস্টা রিকার জাতীয় দলের হয়েও খেলেছেন। জার্মানিজাত এই ফুটবলার সে দেশের যুব দলের হয়েও খেলেছেন। তবে সিনিয়র স্তরে তিনি কোস্টা রিকার হয়ে খেলেন। ইস্টবেঙ্গলে আসার আগে চিনের সুপার লিগে খেলা দল কিংদাও হাইনিউ এফসি-র হয়ে খেলতেন তিনি। জার্মানি, রাশিয়া, পোল্যান্ডের ক্লাব ফুটবলেও খেলেছেন।


বার্লিনজাত এই ফুটবলার যুব ফুটবলে তাঁর কেরিয়ার শুরু করেন হার্থা বার্লিনে এবং ২০১১-য় সিনিয়র ক্লাব কেরিয়ার শুরু করেন সে দেশেরই কার্ল জিস জেনায়। এর পরে রাশিয়া ও পোল্যান্ডের একাধিক ক্লাবে খেলেন তিনি। গত দুই মরশুমে চিনের ক্লাব লিগে ১৯ গোল করেছেন ফেলিসিও ব্রাউন।


নিয়মের অপব্যবহার


শন অ্যাবটের বাউন্সারে ফিল হিউজের মাথার চোট ও মৃত্যুর পরই নড়েচড়ে বসেছিল ক্রিকেটবিশ্ব। ২০১৯ সালের জুলাইয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC) নিয়ম করে দেয় যে, মাথায় চোট লাগলে কোনও ক্রিকেটার কনকাশন সাব নিতে পারে। যে নিয়ম বলছে, মাথায় চোট পাওয়া কোনও ক্রিকেটারের পরিবর্ত হিসাবে আর একজনে মাঠে নামানো যেতে পারে। ২০১৯ সালের ১ অগাস্ট থেকে যে নিয়ম চালু হয় সব ধরনের, সব ফর্ম্যাটের ক্রিকেটে।


কিন্তু সেই নিয়মের কি অপব্যবহার করা হচ্ছে? কনকাশন সাব নিয়মের ফাঁক গলে কি নিজেদের ধকল থেকে বাঁচানোর খেলায় নেমেছেন এক শ্রেণির ক্রিকেটার? প্রশ্ন উঠছে। এবং সেই প্রশ্ন তুলছে বাংলা শিবির। এমন কেউ কেউ এই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন, যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। আধুনিক ক্রিকেটের হাল হকিকত যাঁদের নখদর্পণে।


ম্যাচের আগে দুই দলের ক্রিকেটীয় দ্বৈরথ ছাপিয়েও শিরোনামে উঠে আসছে বাংলা শিবিরের চাঞ্চল্যকর অভিযোগ। বলা হচ্ছে, ভারতের সিনিয়র, ভারত এ বা আইপিএলে খেলছেন, এরকম ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেরাটা দিচ্ছেন না। বরং নিজেদের সেরাটা তুলে রাখছেন শুধুমাত্র আন্তর্জাতিক বা আইপিএল ম্যাচের জন্য। এবং কনকাশন সাব নিয়মের অপব্যবহার করা হচ্ছে যথেচ্ছভাবে! যে অভিযোগ তোলপাড় ফেলতে পারে ঘরোয়া ক্রিকেটে। 


ইডেন ছেড়ে বেরনোর সময় মনোজ বলে যান, 'কনকাশন সাব নিয়মের অপব্যবহার করা হচ্ছে। অনেককেই দেখছি বিভিন্ন চোটের বাহানা দিয়ে ফিল্ডিং করছে না। তারপর ব্যাট করতে নামছে। হয়তো একশো বা দেড়শো করছে। তখন কোনও অস্বস্তি দেখছি না। তারপর দ্বিতীয় ইনিংসে ফের ফিল্ডিং করতে নামছে না। অভিনয় করে বেরিয়ে যাচ্ছে।'


পৃথ্বীর প্রত্যাবর্তন


লাল বলের ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের মাঝ জুলাইয়ে। দলীপ ট্রফির ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর কাউন্টি ক্রিকেটে কয়েকটা ম্যাচ খেলেন। কিন্তু ফিটনেস সমস্যা আর চোটের জন্য ক্রিকেট মাঠের বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়েছে পৃথ্বী শকে (Prithvi Shaw)।


অবশেষে বাইশ গজে ফিরছেন তিনি। এবং ফিরছেন বাংলা শিবিরের উদ্বেগ বাড়িয়ে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে মুখোমুখি বাংলা ও মুম্বই। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-তে বাংলার সবচেয়ে কঠিন পরীক্ষা। আর সেই ম্যাচের জন্য মুম্বই দলে অন্তর্ভুক্ত হলেন পৃথ্বী। সব কিছু ঠিকঠাক চললে ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক পৃথ্বী।


সার্টিফিকেটে শামির সই


ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ভি ভি এস লক্ষ্মণ - ক্রিকেট গ্রহের কিংবদন্তিরা ফি বছর সিএবি-র প্রতিষ্ঠা দিবসে আয়োজিত রক্তদান শিবিরে সার্টিফিকেটে সই করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। বাংলার হয়ে খেলেই যাঁর উত্থান। বিশ্বকাপের সেরা বোলার। অর্জুন পুরস্কারও জিতেছেন ডানহাতি পেসার।  


আগামী ৩ ফেব্রুয়ারি, শনিবার সিএবি-র (CAB) প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সেখানে এবার রক্তদাতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির সই সম্বলিত সার্টিফিকেট।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ব্যাটিং সহায়ক বিশাখাপত্তনমের মাঠে সিরিজ়ে সমতায় ফিরবে ভারত? কোথায়, কখন দেখবেন খেলা?