কলকাতা: রঞ্জি ট্রফিতে হরিয়ানাকে ইনিংসে হারিয়ে বোনাস পয়েন্ট পেল বাংলা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে বিরাট কোহলি। খেলার দুনিয়ার সারাদিন।


বাংলার বোনাস


প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১০ উইকেট। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) আকাশ দীপের (Akash Deep) আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গেল হরিয়ানার ব্যাটিং। বোনাস পয়েন্ট সহ ম্যাচ জিতে নক আউটে জায়গা পাকা করে নিল বাংলা। আর ম্যাচের সেরা হলেন ডানহাতি পেসার আকাশ।


হরিয়ানার বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচ জয়ের আশা দেখছিল বাংলা দল (Bengal Ranji Team)। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের আগেই নিজেদের লক্ষ্যে সফল হল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। এক ইনিংস ও ৫০ রানের বিরাট ব্যবধানে জয় পেল বাংলা। ইনিংসে ম্যাচ জিতে বোনাস পয়েন্টও পেয়ে গেল বাংলা। দলের হয়ে পাঁচ পাঁচটি উইকেট নিলেন ফাস্ট বোলার আকাশ দীপ (Akash Deep)। প্রথম ইনিংসে হরিয়ানাকে ১৬৩ রানে অল আউট করার পর, দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে হরিয়ানাকে থামিয়ে দিল বাংলা।


পাশে কোহলি


তিনি রান না পেলেই বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় সমালোচনা। নিজের সমালোচকদের জবাব দিতে বরাবর ব্যাটকেই হাতিয়ার করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সমালোচকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝাল আক্রমণ শানালেন কোহলি


রোনাল্ডোর আগুনে পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। জোড়া গোল করে ম্যাচের সেরাও হয়েছেন রোনাল্ডো। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে রোনাল্ডোর ছবি-সহ কোহলি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন। সঙ্গে লিখলেন, '৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায় খেলছে মানুষটা। ফুটবল বোদ্ধারা বসে রয়েছেন প্রতি সপ্তাহে রোনাল্ডোর সমালোচনা করার জন্য। বলা ভালে খবরে থাকার জন্য়। এখন তাঁরা চুপ করে গিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো কী পারফরম্যান্সটাই না করল। কারা যেন বলেছিল রোনাল্ডো নাকি শেষ!'                                                                                   


ফের হার ইস্টবেঙ্গলের


প্রথম লেগের মতো ফিরতি সাক্ষাতেও ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে হারাল হায়দরাবাদ এফসি (EB vs HFC)। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই নিয়ে চলতি লিগে টানা ১১টি জয় পেল হায়দরাবাদ। তবে ১৫ নম্বর রাউন্ডের পরেও শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে চার পয়েন্টের ব্যবধান রয়ে গেল তাদের। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীর্ষস্থানীয় দুই দল মুখোমুখি হতে চলেছে মুম্বইয়ে। সেই ম্যাচে মুম্বইকে হারাতে না পারলে লিগশিল্ড জয়ের আশা অনেকটাই ম্লান হয়ে যাবে হায়দরাবাদের। এদিন যুবভারতীর গ্যালারিতে বসে সেই ম্যাচের হোমওয়ার্কও সেরে নিলেন মুম্বইয়ের কোচ ডেস বাকিংহাম।


কুস্তিতে ডামাডোল


মহিলা কুস্তিগীরের (Wrestling) শ্লীলতাহানি, মহিলা পালোয়ানদের সঙ্গে নিম্নরুচির আচরণ-সহ একাধিক অভিযোগ। কাঠগড়ায় জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ (WFI chief)। যার প্রতিবাদে সরব ভারতের তারকা কুস্তিগীররা। নয়াদিল্লিতে যন্তর মন্তরের সামনে চলছে কুস্তিগীরদের ধর্না। ঘটনায় লেগেছে রাজনীতির রঙও। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।


নির্বাচকদের তোপ


বেশ কয়েকটি মরসুম ধরে ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। একের পর এক বড় ইনিংস খেলেও অবশ্য অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজগুলিতে একটিও ফর্ম্যাটেও জাতীয় দলে (Team India) ডাক পাননি মুম্বইয়ের ব্যাটার। সরফরাজ জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমী থেকে বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীরাও ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল সুনীল গাওস্করের (Sunil Gavaskar) নাম।