কলকাতা: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের বিরুদ্ধে ভারতের হার। এক নজরে খেলার সারাদিনের সেরা খবরগুলি।


বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ


বিশ্ব বঙ্গ বাণিজ্য (Bengal Business Summit 2023) সম্মেলনে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjeree)। নিজের বক্তব্যের একেবারে শেষ লগ্নে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


এর আগে শাহরুখ খানকে ২০১২ সালে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Bengal's Brand Ambassador) করা হয়েছিল। দেবকে এর আগে বাংলার পর্যটন অ্যাম্বাসাডর করা হয়। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় পেলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার দায়িত্ব।  সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে তো সকলেই চেনেন। ও তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ। আমি ওকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব দিতে চাই।' এরপরেই সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে সরকারিভাবে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে বলেন মুখ্যমন্ত্রী। কিংবদন্তি ক্রিকেটারের হাতে তুলে দেন নিয়োগপত্রও। পাশাপাশি সবসময় ইতিবাচক থাকার বার্তাও দেন তিনি। 


ঘরের মাঠে সুনীলদের হার


বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifiers) পর্বে গত ম্যাচে কুয়েতকে হারিয়েছিল ব্লু টাইগার্সরা। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেলেন সুনীল ছেত্রীরা। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ০-৩ স্কোরলাইনে পরাজিত হতে হল ভারতীয় ফুটবল দলকে (IND vs QAT)।


বিশ্বকাপ জিতে ক্ষমাপ্রার্থী ওয়ার্নার!


রবিবাসরীয় আমদাবাদে ভারতের বিশ্বজয়ের আশা নিয়ে লক্ষাধিক সমর্থক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। তবে তাঁদের হতাশই হতে হয়েছে। ভারতকে ছয় উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া (IND vs AUS) ষষ্ঠবার ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023) ঘরে তোলে। তবে বিশ্বজয়ের জন্য এবার ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার (David Warner)।


অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ভঙ্গ করে বিশ্বখেতাব ঘরে তোলে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে এক নেটিজেন লেখেন যে, 'প্রিয় ডেভিড ওয়ার্নার, তুমি কোটি কোটি ভারতীয়র হৃদয়ভঙ্গ করছো।' সেই নেটিজেনের পোস্টের জবাব দিয়ে ওয়ার্নার ক্ষমা চেয়েই লেখেন, 'আমি ক্ষমাপ্রার্থী। দারুণ একটা ম্যাচ ছিল এবং মাঠের পরিবেশটাও দুর্দান্ত ছিল। ভারত দুর্দান্ত এক টুর্নামেন্টের আয়োজন করল। সকলকে অনেক ধন্যবাদ।'


ভারতে আসছেন রশিদরা


বিশ্বকাপ শেষ হলেও, ভারতীয় ক্রিকেটের মরশুম এখনও সমাপ্ত হয়নি। বিশ্বকাপের পর ২৩ নভেম্বর থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া (Team India)। এরপর নতুন বছরেই এদেশে খেলতে আসছেন রশিদ খানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (Afghanistan Cricket Board) তরফে মঙ্গলবার, ২১ নভেম্বর ভারতের বিরুদ্ধে (IND vs AFG) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে দিনক্ষণ জানানো হয়। ১১, ১৪ ও ১৭ জানুয়ারি ভারত ও আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।


সমর্থকদের কড়া জবাব হরভজনের


গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফরম্যান্স, তা সত্ত্বেও খেতাব হাতছাড়া। বিশ্বকাপে (ODI World Cup 2023) নাগাড়ে ১০টি ম্যাচ জিতলেও রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) ফাইনাল গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) পরাজিত হয়েছে। সাত ওভার বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতে নিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হন প্যাট কামিন্স, মিচেল মার্শরা। তারপর থেকেই সমর্থকদের একাংশ অস্ট্রেলিয়ান (Australian Cricket Team) ক্রিকেটারদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। সেইসব সমর্থকদের থামার অনুরোধ করলেন হরভজন সিংহ (Harbhajan Singh)।


প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সমর্থকদের অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং তাঁদের পরিবারের বিরুদ্ধে ক্ষোভ জাহির করা বন্ধ করার অনুরোধ করে বলেন গোটা বিষয়টা অত্যন্ত খারাপ হচ্ছে। তিনি লেখেন, 'অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পরিবারের উপর ক্ষোভ উগরে দেওয়ার ঘটনার একাধিক রিপোর্ট আসছে, যা খুবই হতাশাজনক। আমরা ভাল খেলেছিলাম বটে, তবে ফাইনালে অস্ট্রেলিয়ানরা আমাদের থেকে বেশি ভাল খেলায় আমাদের হারতে হয়েছে। এরজন্য খেলোয়াড় এবং তাদের পরিবারকে কেন ট্রোল করা হচ্ছে? সব ক্রিকেট সমর্থকদের কাছে আমার একান্ত অনুরোধ এটা বন্ধ করুন। সদ্বিবেচনা এবং আত্মমর্যাদা সবথেকে গুরুত্বপূর্ণ।'


ভারতের বিরুদ্ধে নেই ওয়ার্নার


বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তবে এখনও ভারত ছাড়ছেন না তারা। ভারতের বিরুদ্ধে সামনেই পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। যেখানে হয়ত অজ়ি শিবির পাবে না ডেভিড ওয়ার্নারকে (David Warner)। সূত্রের খবর, স্কোয়াড থেকে নিজের নাম তুলে নিয়েছেন বাঁ-হাতি অজি ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ ডিসেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামবে অজ়ি শিবির। তার আগে ভারতের বিরুদ্ধে এই পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ওয়ার্নার ছাড়াও খেলবেন না অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।


ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শকেও পাওয়া যাবে না আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। উল্লেখ্য, গত বিশ্বকাপে ১১ ইনিংসে ৫৩৫ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ৩৫ বছরের তারকা উইকেট কিপার ব্যাটার ম্যাথু ওয়েড।


বাগদান সারলেন বেঙ্কটেশ আইয়ার


মঙ্গলবার, ২১ নভেম্বর সকালেই টিম ইন্ডিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সুখবর দেন। তারকা ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বাগদানের কথা সকলকে জানান। শ্রুতি রঘুনাথনের (Shruti Raghunathan) সঙ্গে বাগদানপর্ব সারলেন বেঙ্কটেশ আইয়ার।


বেঙ্কটেশ নিজের বাগদানের কথা জানিয়ে লেখেন, 'আমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখলাম। বাগদান।' স্বাভাবিকভাবেই বেঙ্কটেশের এই ঘোষণার পর তাঁর জন্য শুভেচ্ছার ঢল নামে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁকে সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী শুভেচ্ছা জানান। কেকেআরে তাঁর সঙ্গে খেলা শিবম মাভি, ভারতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহালরাও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা আসে কেকেআরের তরফেও।


ভারতকে খোঁচা আফ্রিদির


বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর থেকেই নানা মুনির নানা কথা। প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই ভারতের হারের ময়নাতদন্তে নানারকম মন্তব্য করেছেন। এবার সেই তালিকায় শাহিদ আফ্রিদি। ভারতের হারের পর প্রাক্তন পাক অধিনায়ক মনে করেন যে অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে ভারতকে। তিনি বলেন, 'যখন ক্রমাগত তুমি জিতে যাচ্ছ, তখন একটা অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম হয়। সেই বিষয়টিই ক্ষতির কারণও হতে পারে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ২০২৭ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কারা? কোন কোন দল খেলছে?