কলকাতা: ইডেন গিয়েও সিএবির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড, নিউজিল্যান্ড। সারাদিনের খেলার সেরা খবরগুলি এক ঝলকে। 


সিএবিতে মনোনয়ন জমা দিলেন না সৌরভ


সিএবি (CAB) জুড়ে এখন কর্তাদের ঘনঘন আনাগোনা। বিদায়ী প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া প্রায়ই ইডেন ছাড়ছেন অনেক রাতে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিয়মিত আসছেন। তিনিও বেশ রাত পর্যন্ত থাকছেন। করছেন একের পর এক বৈঠক। যেখানে হাজির থাকছেন বিভিন্ন কর্তা। সিএবি-তে কোনও বড় আন্তর্জাতিক ম্যাচ থাকলে সাধারণত যে ছবি দেখা যায়।


কিন্তু এবারের প্রেক্ষাপট টিম ইন্ডিয়ার কোনও ম্যাচ বা আইপিএল ফাইনাল নয়। বরং সিএবি নির্বাচন। যে নির্বাচনকে ঘিরে গত দশ দিনে কার্যত ঝড় বয়ে যাচ্ছে ময়দানে। পরতে পরতে থাকছে নাটকীয়তা। যে নাটকের শেষ অঙ্ক মঞ্চস্থ হবে রবিবার। সেদিনই সিএবি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর যে নির্বাচনকে ঘিরে গত ৪৮ ঘণ্টা ধরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। সৌরভ, যিনি নিজে জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট পদে লড়বেন, তিনি আদৌ মনোনয়ন জমা দেবেন? সৌরভ জানিয়েছিলেন, শনিবার, ২২ অক্টোবর বিকেলে তিনি মনোনয়ন জমা দেবেন। নিয়ম হচ্ছে, মনোনয়ন জমা দিতে হয় বিকেল পাঁচটার মধ্যে। শনিবার সৌরভ সিএবি-তে যান সন্ধ্যা ছ'টা নাগাদ। এদিন তিনি মনোনয়ন জমা দেননি।


জয় দিয়ে শুরু কিউয়িদের


বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২-র প্রথম ম্যাচেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত করল গত বারের রানার্স আপ নিউজিল্যান্ড (AUS vs NZ)। নিউজিল্যান্ডের ২০০ রানের জবাবে মাত্র ১১১ রানেই অল আউট হয়ে গেল অজিরা। নিউজিল্যান্ডের ম্যাচের নায়ক ডেভন কনওয়ে ও টিম সাউদি।নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। বল হাতে সাউদি মাত্র ছয় রানের বিনিময়ে তিন উইকেট নেন। 


জিতল ইংল্যান্ড


টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ পর্বের প্রথমদিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড (ENG vs AFG)। মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট ও ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিল জস বাটলারের দল। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ২৯ রান করলেও, দলের জয়ের প্রধান ভূমিকা নেন স্যাম কারান (Sam Curran)। তিনিই পাঁচ উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়েন।


মুস্তাক আলিতে বাংলার হার


সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) চণ্ডীগড়ের বিরুদ্ধে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত হল বাংলা। বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ব্যাট হাতে কার্যত একা লড়াই করলেও, তা যথেষ্ট ছিল না। ১৭ বল বাকি থাকতেই সহজে জয় পেল চণ্ডীগড়। অবশ্য এতে বাংলার ওপর খুব বেশি কোনও প্রভাব পড়বে না। ইশ্বরণরা আগেই কোয়ার্টার ফাইনালে নিজেদের টিকিট বুক করে নিয়েছিলেন। এই হারের পরেও গ্রুপের চ্যাম্পিয়ন হিসাবেই মুস্তাক আলির শেষ আটে পৌঁছল বাংলা।