কলকাতা: ঝটিতি বাংলাদেশ সফরে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। খেলার দুনিয়ার সারাদিন।
হাসিনা-সৌরভ সাক্ষাৎ
শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কিছু ছবি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে সৌরভের স্ত্রী ডোনাও (Dona Ganguly)।
কী নিয়ে কথা হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে? বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন সৌরভ। বলেছেন, 'আপনাদের প্রধানমন্ত্রী আমার ফেভারিট মানুষ। কোনও কাজে আসিনি। এমনি দেখা করলাম। অসাধারণ মানুষ। ক্রিকেট নিয়েও কথা হয়েছে। আমার সঙ্গে পাপন ভাইও ছিলেন। বাংলাদেশে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষের কথা ভাবতে হয়। তারপরেও খেলাধুলোয় খুব আগ্রহ।' যোগ করেছেন, 'আমার কোভিড পরীক্ষা করেছিলাম। উনি বলেন ব়্যাপিড টেস্ট করিয়ে নিয়ে আসতে। এই ছোট্ট জিনিসগুলো মনে রাখেন। সেই জন্যই এত বড় জায়গায় পৌঁছেছেন।'
উমেশের পোস্ট
অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই দুঃসংবাদ আছড়ে পড়েছিল। জানা গিয়েছিল, প্রয়াত হয়েছেন পেসার উমেশ যাদবের বাবা। শুক্রবার বাবার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন বিদর্ভের পেসার। সোশ্যাল মিডিয়ায় উমেশ নিজের সঙ্গে বাবার ছবি দিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'তোমার ভরসার হাত বরাবরই আমার কাঁধে থাকবে বাবা। ভগবান শিব তোমার আত্মাকে চিরশান্তি দিন'।
কোহলির নতুন বাংলো
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। ইনদওরে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। এরই মাঝে এক বিলাসবহুল ভিলা কিনে ফেললেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।
খবর অনুযায়ী, বৃহস্পতিবারই প্রায় ছয় কোটি টাকার বিনিময়ে আলিবাউগের আওয়াস গ্রামে নতুন বাংলো কিনেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের এই বাংলোটি। 'আওয়াস লিভিং'-এর উকিল মাহেশ মাত্রে এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য আওয়াস সকলেরই পছন্দ। আওয়াস থেকে পাঁচ মিনিট দূরেই মাণ্ডয়া জেটি রয়েছে। এছাড়া স্পিড বোটের দৌলতে মাত্র ১৫ মিনিটের মধ্যেই মুম্বইয়ে পৌঁছে যাওয়া সম্ভব।' প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। সিরিজে এখনও পর্যন্ত কোহলি খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি। তৃতীয় টেস্টে কোহলি বড় রান করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
ক্ষুব্ধ কপিল
রোহিত শর্মার ফিটনেস দেখে ক্ষুব্ধ কপিল দেব। বলেছেন, 'ফিটনেসটা ভীষণই গুরুত্বপূর্ণ। অধিনায়কের হলে তো আরও জরুরি। ফিট না হওয়াটা লজ্জাজনক। রোহিতের এই বিষয়ে খাটা খাটনি করা উচিত। ওর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে ওকে অন্তত টেলিভিশনে দেখে মনে হয় ওর ওজন বেশ খানিকটা বেশি। হ্যাঁ, টেলিভিশনের পর্দায় কাউকে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে পার্থক্য আছে বটে। তবে আমার মনে হয় রোহিত দারুণ ক্রিকেটার এবং অধিনায়ক হলেও, ওকে ওর ফিটনেসের ওপর কাজ করতেই হবে। বিরাটকে কিন্তু দেখলেই সবার আগে ওর ফিটনেসটাই নজরে পড়ে।'