New Rule For NPS: ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)স্কিম থেকে টাকা তোলার নিয়ে বড় বদল করছে সরকার।  PFRD-র নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ১ এপ্রিল থেকে। যদি গ্রাহকরা এই নথিগুলি আপলোড না করেন তবে, NPS থেকে টাকা তুলতে পারবেন না তাঁরা। এই নিয়ম অনুসারে কিছু নথি দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। 


NPS Withdrawal Rule : এই কাজ না করলে বন্ধ হতে পারে টাকা
২২ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , গ্রাহকদের KYC নথি দেওয়া এখন বাধ্যতামূলক করা হবে। PFRDA নোডাল কর্তৃপক্ষ ও গ্রাহকদের এই নথিটি বাধ্যতামূলকভাবে আপলোড করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে অবিলম্বে। এই নথিগুলিতে কোনও ভুল পাওয়া গেলে NPS টাকা বন্ধ হয়ে যেতে পারে।


National Pension System: কী নথি জমা দিতে হবে?
NPS তহবিল থেকে টাকা তোলার আগে আপনাকে নিশ্চিত করতে হবে, আপনি NPS ফর্ম আপলোড করেছেন কি না। এই ক্ষেত্রে ফর্মের তথ্য পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ অনুযায়ী পূরণ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রমাণ, PRAN বা স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর কার্ডের ফটোকপি থাকতে হবে আপানার কাছে। যদি এই নথিগুলির একটিও আপলোড না করা হয় তবে NPS থেকে টাকা তোলা যাবে না।


NPS Withdrawal Rule : ডকুমেন্টটি এভাবে আপলোড করুন
CRA সিস্টেমে নথি আপলোড করতে লগ ইন করুন।
ই-সাইন লগ ইন করুন, OTP যাচাইয়ের ওপর ভিত্তি করে রিকোয়েস্ট আসবে।
অনুরোধের সময় ঠিকানা, ব্যাঙ্কের বিবরণ, নমিনির বিবরণের মতো তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা হবে।
এখন গ্রাহককে বার্ষিক এককালীন অ্যানুয়িটির পরিমাণ নির্বাচন করতে হবে।
এর পরে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
এছাড়াও কেওয়াইসি নথি সনাক্তকরণ ও ঠিকানা প্রমাণ, PRAN কার্ড  ব্যাঙ্ক প্রমাণ আপলোড করার অনুরোধ করুন।
এই ক্ষেত্রে স্ক্যান করা নথি ও স্ক্যান করা ছবি থাকতে হবে।
গ্রাহকরা OTP প্রমাণীকরণ ও আধারের সাহায্যে ই-সাইন ব্যবহার করে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন।


NPS থেকে টাকা তোলার নিয়ম কী ?
বর্তমানে, এনপিএস গ্রাহকরা মোট তহবিলের ৬০ শতাংশ পর্যন্ত এককালীন টাকা তুলতে পারবেন। একই সময়ে ৪০ শতাংশ তহবিল এখান থেকে ব্যবহার করা যেতে পারে। ধরা যাক, যদি আপনার মোট NPS তহবিলের পরিমাণ ৫ লক্ষ টাকা হয়, তাহলে মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক এর ৬০ তুলতে পারবেন। 


আরও পড়ুন: LIC Loss From Adani: আদানির শেয়ারে পতনের জের, ৫০ হাজার কোটি টাকার ক্ষতি LIC-র