মুম্বই: আইপিএলে কোনও দলে হার্দিক, তা নিয়ে ধোঁয়াশা চরমে। শেষে মুম্বইতেই কি বঢোদরার অলরাউন্ডার। গুজরাতের নতুন অধিনায়ক কে? কোন কোন তারকাকে ছেড়ে দিল কেকেআর? এক নজরে দিনের সেরা খেলার খবরের এক ঝলক -


ভারতের জয়


টানা দ্বিতীয় জয়। পাঁচ ম্যাচের টি-টােয়েন্টি সিরিজের (T20 Series) দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারতীয় দল (Indian Cricket Team)। অজিদের বিরুদ্ধে ৪৪ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ২৩৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রানেই আটকে গেল অস্ট্রেলিয়া। বল হাতে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতের হয়ে অর্ধশতরান করেন যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড। ২৫ বলে ৫৩ রান করে ম্য়াচের সেরা হন জয়সওয়াল। ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিংহ।


মুম্বইয়ে হার্দিক?


আইপিএলে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দল নিয়েই গত কয়েকদিন সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। আর তার নেপথ্যে ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। প্রথমে খবর ছিল যে হার্দিক মুম্বইয়ে তাঁর পুরনো দলে ফিরছেন। আজ যদিও গুজরাত টাইটান্স যখন তাঁদের ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে তখন দেখা গেল যে হার্দিককে (Hardik Pandya) দলে রেখেছে তারা। কিন্তু রান বাড়তে বাড়তেই ফের গল্পে নতুন মোড়। সূত্রের খবর, হার্দিককে দলে ফেরাচ্ছে নীতা আম্বানির দল। তবে কোনও ক্রিকেটারের বদলে নয়। সরাসরি টাকার বিনিময়ে গুজরাত ফ্র্যাঞ্চাইজি থেকে হার্দিককে দলে নিয়ে নিয়েছে মুম্বই শিবির। বঢোদরা অলরাউন্ডার নাকি সরকারি সই সবুদও করে ফেলেছেন। নতুন মরসুমে রোহিত শর্মার নেতৃত্বে নিজের প্রথম আইপিএল দল মুম্বইয়ের হয়েই খেলবেন হার্দিক। অন্যদিকে, কানাঘুষো শোনা যাচ্ছে যে নতুন মরসুমের জন্য় গুজরাতের অধিনায়ক হচ্ছেন শুভমন গিল। প্রায় ৭২ ঘণ্টার নাটকে যেন যবনিকা পতন হল প্রায়। 


কাকে ছাড়ল কেকেআর? কাকেই বা ধরে রাখল?


 আইপিএলে (IPL 2024) নতুন মরসুমের আগে মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিল কেকেআর(Kolkata Knight Riders) । তাঁদের মধ্যে রয়েছেন- শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজি, আর্য দেশাই, নারায়ণ জগদীশান, কুলওন্ত খেজরিওয়ালিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস। কেকেআর শিবির ধরে রাখল যাঁদের তাঁদের নাম দেখে নেওয়া যাক - নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ, রহমনউল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, জেসন রয়, সুয়াশ শর্মা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।


প্রাণ বাঁচালেন শামি


বাইশ গজের বাইরেও ফের নামভূমিকায় ক্রিকেটার মহম্মদ শামি। উত্তরাখণ্ডে দুর্ঘটনাগ্রস্তের কাছে ত্রাতা হয়ে উঠলেন তিনি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়া গাড়ির যাত্রীকে রক্ষা করতে ছুটে গেলেন শামি। নিরাপদে উদ্ধারও করে আনলেন দুর্ঘটনাগ্রস্তকে। আশেপাশের মানুষও সাহায্যে এগিয়ে এসেছিলেন বলে যদিও জানিয়েছেন শামি। কিন্তু নিজের গরজে যেভাবে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করেন তিনি, তাতে এই মুহূর্তে শামির প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।