কলকাতা: ইডেনে রঞ্জির লড়াইয়ে আজ বাংলা জয় ছিনিয়ে নিতে পারবে? বিরাটের রেকর্ড গড়ার হাতছানি। ভারত সফরে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক। রঞ্জিতে নজির চেতেশ্বর পূজারা। দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -


ভারত সফরে টেস্টে সিরিজ থেকে সরলেন ব্রুক


ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গেলেন হ্যারি ব্রুক। তাঁর দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন ব্রুক। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।’’


বিরাটের রেকর্ড গড়ার হাতছানি


ব্যাট হাতে মাঠে নামলেই তিনি রেকর্ড গড়েন। এটাকে রীতিমত অভ্যেসে পরিণত করে ফেলেছেন তিনি। ইংল্য়ান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও (Test Series) নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির (Virat Kohli) সামনে। কিছুদিন আগেই বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯ ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড টপকে গিয়েছিলেন বিরাট (Virat Kohli)। তিনি বর্তমানে ৫০ শতরানের মালিক। এবার আসন্ন টেস্ট সিরিজের পাঁচ ম্য়াচ সময় পাচ্ছেন কিং কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ৯ হাজার রান পূরণ করার। আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। 


থ্রিলারের অপেক্ষায় বাংলা


রবিবার ঘড়িতে তখন বিকেল ৩.৩৫। ইডেনে (Eden Gardens) শুরু হল বাংলা বনাম ছত্তীসগড় (BEN vs CSCS) ম্যাচের শেষ দিনের খেলা। পরের ৩৯ মিনিটে দু'উইকেট তুলে নিয়ে ছত্তীসগড়কে চাপে ফেলে দিল বাংলা। কিন্তু সারাদিনে খেলা হল মাত্র ৯ ওভার। ছত্তীসগড়ের স্কোর ২৭/২। বাংলা শিবিরে চাপা উৎকণ্ঠা রয়েছে। ছত্তীসগড়ের বিরুদ্ধে অন্তত ৩ পয়েন্ট না পেলে যে নক আউটেও স্বপ্নও কুয়াশায় ঢাকা পড়বে!


কোহলিকে খোঁচা শোয়েবের


সংযুক্ত আরব আমিরশাহিতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন শোয়েব আখতার। সেখানে সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আখতার বলেন, ‘‘আমাদের সময় খেললে বিরাটের সমস্যা হতো। আমি বলছি না যে, বিরাট রান করতে পারত না। কিন্তু এত সহজে পারত না। ওয়াসিম আক্রমের বল খেলতে ওর সমস্যা হতো। বিরাট এই সময়ের সেরা ব্যাটার। এতে কোনও সন্দেহ নেই। আমাদের সময় খেললেও হয়তো ও এত রান করত। কিন্তু সেটা করতে অনেক সময় লাগত।’’