কলকাতা: এশিয়ান গেমসে সোনা শ্যুটিংয়ে। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের। আইএসএলে জয় মোহনবাগানের। দেখে নিন আজকের খেলার খবরের সেরা খবরগুলোর এক ঝলক -
এশিয়ান গেমসে শ্য়ুটিংয়ে সোনা
এশিয়ান গেমস শ্যুটিংয়ে বুধবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ভারতের ত্রয়ী - মানু ভাকের , এষা সিংহ ও রিদম সাংওয়ান । মহিলাদের ২৫ মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা জিতলেন তাঁরা। ফাইনালে ১৭৫৯ পয়েন্ট অর্জন করেন তাঁরা। ১৭৫৬ পয়েন্ট নিয়ে রুপো জিতেছে এবারের এশিয়ান গেমসের আয়োজক দেশ চিন। ১৭৪২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ কোরিয়ার।
রেকর্ড গড়ে সোনা ভারতের সিফট কৌরের
এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ভারতের সোনার দৌড় অব্যাহত। ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ভারতের সিফট কৌর সামরা। শুধু তাই নয়, বিশ্বরেকর্ডও গড়লেন ভারতীয় শ্যুটার। ফাইনালে ১০.৩ পয়েন্ট নিয়ে শুরু করেছিলেন সিফট। অন্যদিকে আষি ১০.৪ পয়েন্ট নিয়ে শুরু করেছিলেন। প্রথম সিরিজের শেষে সিফটের মোট পয়েন্ট ছিল ৩৬৫। আষি ৩৬২.২ পয়েন্ট অর্জন করেন। তাঁর শেষ শটে ৯ পয়েন্ট পান। সেখানেই সোনার দৌড় থেকে কার্যত ছিটকে যান আষি। ৩৬০.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ঝাং। শেষ শটে ৯.৯ পয়েন্ট নিয়ে শেষ করেন ঝাং।
হকিতে বড় জয় ভারতের মেয়েদের
পুরুষদের হকি দল বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। এবার মেয়েদের দলও দুর্দান্ত জয় ছিনিয়ে নিল।ভারতীয় মহিলা হকি দল ১৩-০ গোলে হারিয়ে দিল সিঙ্গাপুরকে। খেলার ৬ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল পায়নি ভারত। বন্দনা ও উদিতার সম্মিলিত প্রয়াসে গোল পেয়ে যায় ভারত। ঠিক ২ মিনিটের মাথায় ফের গোল পেয়ে যায় ভারত। এবার সুশীলা গোল করেন ভারতের হয়ে। খেলার ১১ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। দীপিকা গোল করেন ভারতের হয়ে। ১৪ ও ১৫ মিনিটের মাথায় গোল করেন নভনীত। ১৭ মিনিটের মাথায় গ্রেস এক্কা গোল করেন ভারতের হয়। এটি ছিল ভারতের ৬ নম্বর গোল। ১৯ মিনিটের মাথায় সোনিকার স্টিক থেকে আসে সপ্তম গোলটি। এরপর ২৩, ৪৭ ও ৫৩ মিনিটের মাথায় গোল করে হ্যাটট্রিক করেন সঙ্গীতা। এছাড়া মনিকা, বন্দনা ও সেলিমাও গোল করেন ম্যাচে।
শেষ ওয়ান ডে-তে জয় ভারতের
ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। প্রথম দুটো ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। শেষ ম্যাচে ভারতীয় একাদশে ছিলেন না ফর্মে থাকা শুভমন গিল ও হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫২ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৬৬ রানে জয় ছিনিয়ে নেয় অজিরা।
জয় মোহনবাগানের
আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় মোহনবাগানের। সারা ম্যাচে মাত্র একটি শট তিন কাঠির মধ্যে রেখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং সেই শটেই গোল করে দলকে চলতি আইএসএলের দ্বিতীয় জয় এনে দিলেন ফরাসি মিডফিল্ডার হুগো বুমৌস। গত আইএসএল ফাইনালের রিপ্লে-তে বেঙ্গালুরু এফসি এ দিন রক্ষণে কার্যত দুর্ভেদ্য দেওয়াল তুলে রাখায় ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত তাতে চিড় ধরাতে পারেনি গত বারের নক আউট চ্যাম্পিয়নরা। অবশেষে ৬৮ মিনিটের মাথায় জয়সূচক গোলটি আসে।