কলকাতা: স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চেলেছে ভারতীয় হকি দল। ভিয়েতনামের বিরুদ্ধে ৩-০ গোলে হারল ভারত। এক নজরে খেলার দুনিয়ার সব খবর।
সুনীলদের হার
ভিয়েতনামে দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না ভারত (Indian Football Team)। মঙ্গলবার হো চি মিন সিটির থং নহাত স্টেডিয়ামে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে (IND vs VIE) ৩-০ গোলে হারল 'ব্লু টাইগার্স'রা। ভারতীয় দলের অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধু (Gurpreet Singh Sandhu) এ দিন তাঁর অসাধারণ দক্ষতা না দেখালে ভারত হয়তো আরও বড় ব্যবধানে হারত পারত। এই জয়ের সঙ্গে টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হল ফিফা ক্রমতালিকায় ৯৭ নম্বরে থাকা ভিয়েতনাম।
সিঙ্গাপুরের বিরুদ্ধে গত ম্যাচে ১-১ ড্র করার পরে আশা করা হয়েছিল, প্রথম ম্যাচের ভুলভ্রান্তি শুধরে নিয়ে ভারত হয়তো ভিয়েতনামের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুনীল ছেত্রীদের পারফরম্যান্সে তেমন লড়াইয়ের প্রবণতা দেখা যায়নি। ১০, ৪৯ ও ৭১ মিনিটের মাথায় গোল করে দলকে জেতান ফ্যান ভান ডুক, ভ্যান তোয়ান ও ভ্যান কুয়েত। গত ম্যাচের দলে তিনটি পরিবর্তন করে এ দিন প্রথম এগারো নামান ভারতের কোচ ইগর স্টিমাচ। নরেন্দর, রোশন ও কোলাসোকে বাইরে রেখে সন্দেশ ঝিঙ্গান, চিঙলেনসানা সিংহ ও উদান্ত সিংহকে প্রথম দলে আনেন তিনি। তবে তাঁরা দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে পারেননি।
স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু
২০২৩ সালে ভারতেই বসতে চলেছে হকি বিশ্বকাপের (Hockey World Cup) আসর। মঙ্গলবারই (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক হকি ফেডারেশনের (FIH) তরফে আসন্ন হকি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হল। সেই সূচি অনুযায়ী ১৩ জানুয়ারি রাউরকেল্লায় নবনির্মিত বিরসা মুণ্ডা স্টেডিয়ামেই ভারতীয় দল (Indian Hockey Team) নিজেদের হকি বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে। কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত?
১৩ জানুয়ারি থেকে হকি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। বিশ্বকাপে গ্রুপ 'ডি'-তে রয়েছে ভারত। সূচি অনুযায়ী স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তার দুইদিন পরে একই স্টেডিয়ামে বিশ্বের ছয় নম্বর দল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টোকিও বিশ্বকাপে ব্রোঞ্জ পদকজয়ী ভারত। নিজেদেপ গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ওয়েলসের বিরুদ্ধে খেলবে ভারত। ১৯ জানুয়ারি এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে রাউরকেল্লা নয়, বরং ওড়িশার কলিঙ্গা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিরুঅনন্তপুরমে টিম ইন্ডিয়া
কাল থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA T20I Series)। তার আগে আজ মঙ্গলবারই (২৭ সেপ্টেম্বর) তিরুঅন্ততপুরমে পৌঁছে গেল ভারতীয় দল (Indian Cricket Team)। ম্যাচের আগে ভারতীয় দলকে সাদরে স্বাগত জানাল তিরুঅনন্তপুরমের জনগণও।
রবিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। তাই বড় টুর্নামেন্টের আগে দলের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবে টিম ইন্ডিয়া। সিরিজে হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমাররা না খেললেও, খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রোহিত, বিরাটসহ গোটা ভারতীয় দলই আজ তিরুঅন্ততপুরমে পৌঁছে গিয়েছে। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিয়ো তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়েছে।
ইংল্যান্ডে ভারত-পাকিস্তান সিরিজ?
বহুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ। বর্তমানে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্টগুলিতেই কেবলমাত্র দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়। তবে হালে অনেক বিশষজ্ঞই নিরপেক্ষ স্থানে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ কি এবার বাস্তবায়িত হতে চলেছে?
খবর অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন করতে আগ্রহী। ইসিবির উপ-সভাপতি মার্টিন ডার্লো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও বলেছেন। বর্তমানে পাকিস্তানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড। এরই মাঝে ইসিবির তরফে পিসিবির সামনে এই প্রস্তাব রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে যতদূর যা শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) (BCCI) এমন সিরিজে অংশগ্রহণ করতে আগ্রহী নয়। এখন তো নয়ই।