কলকাতা: কমনওয়েলথ গেমস দেখতে বার্মিংহাম যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলা ক্রিকেটে নতুন ভূমিকায় দেখা যাবে ঝুলন গোস্বামীকে। খেলার মাঠের সারাদিনের সব খবরের ঝলক।


কমনওয়েলথে সৌরভ


কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) এবার ক্রিকেটের হাত ধরে ইতিহাস হতে চলেছে। প্রথমবার কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে মহিলাদের ক্রিকেট। যে ইভেন্টে অংশ নিতে ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১১.৩০-এ হবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।


কমনওয়েলথ গেমসের জৌলুস আরও বাড়িয়ে দেবে একটি নাম। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কমনওয়েলথ গেমস দেখতে যিনি বার্মিংহামে হাজির থাকবেন।


নতুন দায়িত্ব


মহিলা ক্রিকেটের কিংবদন্তি তিনি। ওয়ান ডে ক্রিকেটে মহিলাদের মধ্যে বিশ্বের সর্বকালের সেরা পেসার। সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। সেই ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) এবার দেখা যাবে অন্য ভূমিকায়।


ক্রিকেট খেলার পাশাপাশি তিনি এবার কাজ করবেন বাংলা দলের মহিলা ক্রিকেটারদের মেন্টর হিসাবেও।


বৃহস্পতিবার সিএবিতে (CAB) আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya), সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা-সহ শীর্ষকর্তারা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, ঝুলন আগামী মরসুমে শুধু বাংলার মহিলা দলে ক্রিকেটার হিসাবে খেলবেন তাই নয়, তিনি দলের মেন্টর হিসাবেও কাজ করবেন। তবে সেটা শুধু সিনিয়র বাংলা দল নয়, ঝুলন কাজ করবেন মহিলাদের সব বয়সভিত্তিক দলের মেন্টর হিসাবেই।


সবুজ-মেরুন শিবির ছাড়লেন সন্দেশ


এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhinghan) সম্পর্ক এখানেই ইতি। আর বাংলার এই ক্লাবের জার্সিতে আইএসএলে (ISL) খেলতে দেখা যাবে না তারকা এই ডিফেন্ডাকে (Defender)। এতদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে সন্দেশকে হয়ত ছেড়ে দিতে পারে ক্লাব। এবার সেই সম্ভাবনাই সত্যি হয়ে গেল। ক্লাবের সোশাল মিডিয়ায় তরফেও জানিয়ে দেওয়া হল যে সন্দেশের সঙ্গে যে তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। তবে সন্দেশের পরবর্তী গন্তব্য কোথায় তা এখনও জানা যায়নি। অভিজ্ঞ এই তারকা ডিফেন্ডার আইএসএলের ক্লাব ছাড়াও বিদেশের বিভিন্ন ক্লাবের প্রস্তাব পেয়েছেন বলে জানা গিয়েছে। এখন দেখার তিনি কোন দলে যােগ দেন।


বিরাট লক্ষ্য


আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একশো সেঞ্চুরি গড়ার নজির গড়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তখন মনে করা হয়েছিল, সেই রেকর্ড হয়তো ক্রিকেটের ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবে। ভাঙতে পারবেন না কেউই। কিন্তু অন্যরকম কিছু ভাবতে বাধ্য করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর ৭০টি সেঞ্চুরি রয়েছে।


সেই কোহলি আপাতত চেনা ছন্দের ধারেকাছে নেই। যদিও এবার প্রকাশ্যে এল পুরনো একটি ঘটনা। যখন আত্মবিশ্বাসী কোহলি বলে দিয়েছিলেন, সচিনের রেকর্ড ভেঙে দেবেন তিনি।


বিশ্ব ক্রিকেটে কোহলির দ্বিতীয় সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। সব ফরম্যাট মিলিয়ে ৭০টি সেঞ্চুরি রয়েছে তাঁর। কোহলি যখন ২৪ বছরের ছিলেন, সেই সময়ে তাঁর ঝুলিতে ছিল ৯টি সেঞ্চুরি। তখন কোহলি দাবি করেছিলেন, ‘আমি ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যায় সচিন পাজিকে ধরব।’


ঝোড়ো অর্ধশতরান বেয়ারস্টো, মঈনের


ব্যাট হাতে জনি বেয়ারস্টো, মঈন আলির (Moeen Ali) ঝোড়ো অর্ধশতরান। যার জেরে বিশাল স্কোর বোর্ডে তুলে নিল ইংল্যান্ড (England)। আর প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪১ রানে জয় ছিনিয়ে নিল বাটলার বাহিনী। 


টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার (David Miller)। প্রথম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড (England)। জনি বেয়ারস্টো ৫৩ বলে ঝোড়ো ৯০ রানের ইনিংস খেলেন। তিনি ৩টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান। মঈন আলি ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন বেয়ারস্টো। ডেভিড মালান ২৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ৪টে ছক্কা হাঁকান। 


অসুস্থ বদ্রু


গুরুতর অসুস্থ ভারতীয় ফুটল তথা ময়দানের অন্যতম সেরা ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায় (Samar Banerjee)। যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় (Badru Banerjee) নামেই ফুটবলের ময়দানে পরিচিত। তাঁর বয়স হয়েছে ৯৪ বছর।


বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ। বুধবার সকালে বাড়িতেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন বদ্রু বন্দ্যোপাধ্যায়। পরিবারের তরফ থেকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়। যুব ও ক্রীড়া দফতরের সঙ্গে মোহনবাগান ক্লাবের সহায়তায় এই প্রাক্তন ফুটবলারকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।


সিন্ধুকে নিয়ে সংশয়


কমনওয়েলথ শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা এসেছিল। নীরজ চোপড়ার (Neeraj Chopra) চোটের জন্য ছিটকে যাওয়া টুর্নামেন্ট থেকে। কিন্তু এবার আরও আরও এক আজানা চিন্তা বাড়ল। আর তা হল পি ভি সিন্ধুর (PV Sindhu) করোনা রিপোর্ট নিয়ে। আজ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে নাম ছিল সিন্ধুর। কিন্তু জানা গিয়েছে যে তার আগে সিন্ধুর করোনা রিপোর্টে কিছু গোলমাল ধরা পড়েছে।