কলকাতা: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) এবার ক্রিকেটের হাত ধরে ইতিহাস হতে চলেছে। প্রথমবার কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে মহিলাদের ক্রিকেট। যে ইভেন্টে অংশ নিতে ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১১.৩০-এ হবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।
কমনওয়েলথ গেমসের জৌলুস আরও বাড়িয়ে দেবে একটি নাম। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কমনওয়েলথ গেমস দেখতে যিনি বার্মিংহামে হাজির থাকবেন।
আপাতত ইংল্যান্ডেই রয়েছেন সৌরভ। সেখানে আইসিসি-র বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। তার ফাঁকেই বার্মিংহামে কমনওয়েলথ গেমস দেখতে যাবেন তিনি।
সৌরভের কন্যা সানা এখন ইংল্যান্ডে পড়াশোনা করছেন। স্ত্রী ডোনাও মেয়ের সঙ্গে ইংল্যান্ডেই থাকছেন। মাঝে ছুটিতে কলকাতায় এসেছিলেন ডোনা ও সানা। তারপর ফের ইংল্যান্ডে চলে গিয়েছেন। সৌরভ চলতি মাসের গোড়ায় তাঁর পঞ্চাশতম জন্মদিন কাটিয়েছিলেন প্রবাসে। মাঝে দেশে ফিরেছিলেন। তবে ফের তিনি উড়ে গিয়েছেন ইংল্যান্ডে।
এবিপি লাইভ খোঁজ নিয়ে জানতে পেরেছে যে, কনমওয়েলথ গেমস দেখতে যাচ্ছেন মহারাজ। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীতদের ম্যাচের সময়ও সম্ভবত মাঠে থাকবেন তিনি। তবে ইংল্যান্ডে থাকলেও ডোনার সম্ভবত যাওয়া হবে না।
সব মিলিয়ে মহারাজকীয় উপস্থিতি বার্মিংহামে কমনওয়েলথ গেমসের রং আরও উজ্জ্বল করে তুলতে পারে।
আরও পড়ুন: আজ ঢাকে কাঠি, কমনয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখবেন?