কলকাতা: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা। সন্তোষের বাংলা দল ঘোষণা। রাহুল দ্রাবিড়ের বক্তব্য নিয়ে ধোঁয়াশা। উগান্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করল। দেখে নিন খেলার দুনিয়ায় বৃহস্পতিবারের সেরা খবরগুলো -


ভারতীয় দল ঘোষণা


বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে রোহিত এবং বিরাট, উভয়েই বোর্ডের কাছে সাদা দলের সিরিজ়ের জন্য বিরতি চেয়েছিল। সেইমতোই তাঁদের আবেদন মঞ্জুর করা হয়েছে। অপরদিকে, বর্তমানে মহম্মদ শামি চোট সারানোর কাজ চালাচ্ছেন। তাঁকেও তাই এই দুই ফর্ম্যাটের দলে রাখা হয়নি বলে জানানো হয়। রোহিতের অনুপস্থিতিতে ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বিশ ওভারের সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। তিনিই প্রোটিয়াদের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। 


নির্বাচিত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার, মহম্মদ শামি*, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও প্রসিদ্ধ কৃষ্ণ।


টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।


ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।


লন্ডনে বিরুষ্কা


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। সেই দলে অবশ্য বিরাট রয়েছেন। তবে তার আগে এখনও হাতে অনেকটা সময় রয়েছে। সেই সুযোগেই সপরিবারে বিলেতে ছুটি কাটাতে রওনা দিয়েছেন বিরাট কোহলি। বিরুষ্কা এবং তাঁদের কণ্যা ভামিকাকে উইন্ডার ওয়ান্ডারল্যান্ডে দেখা গিয়েছে। এক ভিডিওতে বিরাটকে সেখানে উপস্থিত তাঁর অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। অনুষ্কা মত্ত ছিলেন মেয়ে ভামিকার সঙ্গে খুনসুটিতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।


দ্রাবিড়ের বক্তব্যে ধোঁয়াশা


জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদ থাকছেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। এমনকী তাঁর সাপোর্ট স্টাফদেরও বদল হচ্ছে না। অর্থাৎ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠৌর (Vikram Rathore), বোলিং কোচ হিসেবে পারস মামরে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপই থাকছেন দলের সঙ্গে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। সেখানে রোহিত, বিরাটদের দলের সঙ্গে যাবেন দ্রাবিড় ও তাঁর টিম। সূত্রের খবর, বিসিসিআই যে প্রস্তাব দ্রাবিড়কে দিয়েছিল ফের কোচের পদে বহাল থাকার জন্য, তা তিনি মেনে নিয়েছেন। 


সন্তোষের বাংলা দল ঘোষণা


 ৭৭তম সন্তোষ ট্রফির (Santosh Trophy) চূড়ান্ত পর্বের সূচি ও গ্রুপবিন্যাস চূড়ান্ত হয়ে গেল। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর নয়াদিল্লির ফুটবল হাউসে (AIFF) বৈঠকে সূচি ও গ্রুপ চূড়ান্ত করা হয়। মোটামুটিভাবে ঠিক হয়েছে, ২১ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্ব আয়োজিত হবে। ১২টি দলকে ৬টি করে দলে ভাগ করে দুটি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ পর্বে সেরা ৬টি দল রয়েছে চূড়ান্ত পর্বে। সেই দলগুলি হল গোয়া, দিল্লি, মণিপুর, অসব, সার্ভিসেস ও মহারাষ্ট্র। বাকি ছয় দলের মধ্যে তিনটি সেরা দ্বিতীয় দল যোগ্যতা অর্জন করেছে। কেরল, মিজোরাম এবং রেলওয়েজ়। সেই সঙ্গে বাকি তিনটি দল হিসবে যোগ্যতা পেয়েছে আয়োজক অরুণাচল প্রদেশ, গতবারের চ্যাম্পিয়ন কর্নাটক ও ফাইনালিস্ট মেঘালয়।


উগান্ডা ক্রিকেটে ইতিহাস


 টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গেল জ়িম্বাবোয়ে (Zimbabwe Cricket Team)। নামিবিয়ার (Namibia) পর দ্বিতীয় দেশ হিসাবে আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল উগান্ডা। আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে রাওয়ান্ডাকে হারিয়ে দিয়ে মোক্ষলাভ উগান্ডার। তারা শেষ ম্যাচে জিতে যাওয়ায় জ়িম্বাবোয়ে বনাম নাইজিরিয়া ম্যাচের আর কোনও গুরুত্বই রইল না।  টস জিতে বৃহস্পতিবার রাওয়ান্ডাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল উগান্ডা। ১৮.৫ ওভারে মাত্র ৬৫ রানে অল আউট হয়ে যায় রাওয়ান্ডা। মাত্র ৮.১ ওভারে সেই লক্ষ্যপূরণ করে ফেলে উগান্ডা। এই প্রথম কোনও সিনিয়র বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল উগান্ডা। যা তাদের দেশের ক্রিকেটে ইতিহাস তৈরি করল।