কলকাতা: প্রয়াত কিংবদন্তি পেলে। তাঁর স্মরণে ক্লাবে একটি গেট বসানোর সিদ্ধান্ত নিল মোহনবাগান। চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হতে পারে ঋষভ পন্থকে। খেলার মাঠে কেমন কাটল বছরের শেষ দিন।


পেলের স্মরণে


পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা। ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নিউইয়র্ক কসমস (New York Cosmos)। যে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পেলে (Pele)। ফুটবলের সম্রাটকে এক ঝলক দেখতে সেদিন কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন।


কিংবদন্তির প্রয়াণের পর তাঁর স্মৃতিকে আজীবন ধরে রাখতে বদ্ধপরিকর সবুজ-মেরুন শিবির। তাই নেওয়া হল অভিনব উদ্যোগ। পেলের নামে গেট তৈরির সিদ্ধান্ত নিল মোহনবাগান


মদ্যপ ছিলেন পন্থ?


দুর্ঘটনার সময় কি মদ্যপ অবস্থায় ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)? প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না বলেই কি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি?


দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন পন্থ। তারপর থেকেই উঠছে এই প্রশ্ন। তবে শনিবার উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে যে, হরিদ্বারের কাছে যখন পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। এমনকী, তাঁর গাড়ির গতিবেগও অতিরিক্ত ছিল না বলে জানিয়েছে পুলিশ। যদিও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রবল গতিতেই ডিভাইডারে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছে পন্থের গাড়ি।


পুলিশ সূত্রে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় থাকলে কেউ দিল্লি থেকে ২০০ কিলোমিটার রাস্তা কোনও সমস্যা ছাড়া চালিয়ে আসতে পারত না। বলা হচ্ছে, রুরকির হাসপাতালে যে চিকিৎসক পন্থের প্রাথমিক চিকিৎসা করেছিলেন, তিনিও জানিয়েছিলেন যে, পন্থ মদ্যপ ছিলেন না।


চিকিৎসার জন্য দিল্লিতে?


গাড়ি দুর্ঘটনার পরে আপাতত দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ পন্থ (Rishabh Pant)। গোটা ক্রিকেটবিশ্বই পন্থের দ্রুত আরোগ্য কামনা করছে। পন্থের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন দিল্লি ক্রিকেট সংস্থাও (ডিডিসিএ)। পন্থের অবস্থা পর্যবেক্ষণের জন্য ডিডিসিএ-র (DDCA) একটি দল ম্যাক্স হাসাপাতালে যাচ্ছে বলেই জানান সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনিই জানান প্রয়োজনে প্লাস্টিক সার্জারির জন্য পন্থকে নয়াদিল্লিতেও নিয়ে আসা হতে পারে। 


হাসপাতালে অনুপম-অনিল


গতকালই গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি বর্তমানে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। আজ সকালই ভারতীয় তারকাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন দুই বলিউড তারকা অনুপম খের (Anupam Kher) ও অনিল কপূর (Anil Kapoor)। দুই তারকাই ঋষভ পন্থের ভক্ত এবং একজন অনুরাগী হিসাবেই তাঁরা পন্থকে দেখে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে আগ্রহী ছিলেন বলে জানান।


রোনাল্ডোর নতুন ক্লাব


ফুটবল বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজের চুক্তি বাতিল করেন। বিশ্বকাপ শেষ, রোনাল্ডো কোন দলে যোগ দেবেন, সেই নিয়ে এতদিন বিস্তর জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন রোনাল্ডো