কলকাতা: পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা। ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল নিউইয়র্ক কসমস (New York Cosmos)। যে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন পেলে (Pele)। ফুটবলের সম্রাটকে এক ঝলক দেখতে সেদিন কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন।
কিংবদন্তির প্রয়াণের পর তাঁর স্মৃতিকে আজীবন ধরে রাখতে বদ্ধপরিকর সবুজ-মেরুন শিবির। তাই নেওয়া হল অভিনব উদ্যোগ। পেলের নামে গেট তৈরির সিদ্ধান্ত নিল মোহনবাগান।
মোহনবাগান একমাত্র ক্লাব যাদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন পেলে। মৃত্যুর পর তিনি মিলিয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী তিন প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডানকে।
ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে কোলন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুবরণ করেন ফুটবল সম্রাট পেলে। এই খবর পৌঁছতেই ব্রাজিলের মতো কলকাতাতেও নেমে আসে শোকের ছায়া। পতাকা অর্ধনমিত রাখে মোহনবাগান। ইস্টবেঙ্গল, মহমেডানও তাদের পতাকা অর্ধনমিত রাখে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ঘোষণা করেছেন যে, তাঁরা শীঘ্রই ক্লাবের তাঁবুতে ‘পেলে গেট' তৈরি করবেন। তিনি বলেছেন, ‘আমরা পেলে গেট তৈরি করব। কাজ তাড়াতাড়ি শুরু হবে। সাধারণ মানুষের জন্য তা খোলা থাকবে।’
বাগান সচিব আরও বলেন, '২৪শে সেপ্টেম্বর, ১৯৭৭ ক্লাবের ইতিহাসে অবিস্মরণীয় দিন। আমরা নিউইয়র্ক কসমসের বিরুদ্ধে শুধু ক্লাব নয়, গোটা দেশেরও প্রতিনিধিত্ব করেছিলাম। মোহনবাগানকে ভারতের ‘একমাত্র’ ফুটবল ক্লাব হিসাবে জানত।' শুক্রবার বিকেলে প্রাক্তন খেলোয়াড়, তিন প্রধানের কর্তা এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সল্টলেক স্টেডিয়ামে কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানান। প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে পা মিলিয়েছেন তিন প্রধানের কর্মকর্তারা। ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্ত বলেন, ‘পেলে বিশ্ব ক্রীড়াঙ্গনের একজন সম্রাট। আমরা সবাই বিশ্বের ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা সম্রাটকে হারিয়ে গভীরভাবে শোকাহত।’
শোকসভায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আমরা ফুটবলের রাজাকে হারিয়েছি। যতক্ষণ চাঁদ এবং সূর্য থাকবে ততক্ষণ অনেক খেলোয়াড় আসবে, কিন্তু পেলের মতো খেলোয়াড় আর জন্মাবে না।’
শুক্রবারই ৮২ বছর বয়সে বিশ্বকে বিদায় জানিয়েছেন পেলে (Pele)। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর অবশেষে জীবনযুদ্ধে পরাজিত হলেন ব্রাজিল তারকা। ফুটবল সম্রাটের জীবনাবসানে ক্রীড়ামহলে শোকের ছায়া। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পেলের সঙ্গে যুগ্মভাবে ব্রাজিলের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেমার। শোকজ্ঞাপন করলেন বর্তমান ফুটবলবিশ্বের সম্ভবত দুই সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)।
পেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করে রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গোটা ব্রাজিল, বিশেষ করে এডসন আরান্টেস ডো নাসিমেন্তোর (পেলের পুরো নাম) পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সম্রাট পেলেকে বিদায়। গোটা ফুটবল বিশ্ব এখন যে ব্যথা অনুভব করছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তুমি সবসময় আমাকে যে ভালোবাসা দেখিয়েছ তা প্রতি মুহূর্তে প্রতিপ্রদান ছিল এমনকি আমরা দূর থেকেও ভাগ করেছি। তাকে কখনো ভোলা যাবে না এবং তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের ফুটবল প্রেমী সবার মাঝে।'
দিনকয়েক আগেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ফুটবল দল। ব্রাজিল-আর্জেন্তিনার চিরকালের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসিকে বিশ্বজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন আর্জেন্তিনা কিংবদন্তি মেসিও। তিনি সোশ্যাল মিডিয়ায় এক ছোট্ট কিন্তু মর্মস্পর্শী বার্তায় লেখেন, 'শান্তিতে বিশ্রাম নাও পেলে।'