কলকাতা: সরকারিভাবে আল নাসরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সব খবর।


অনুশীলনে ফিরলেন মেসি


স্বপ্নের বিশ্বজয়ের পর এতদিন পর্যন্ত নিজের দেশ আর্জেন্তিনাতেই ছুটি কাটাচ্ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে নতুন বছরেই ছুটি শেষে ক্লাব প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে খেলতে ফ্রান্সে ফিরলেন মেসি। আজ, বুধবারই (৪ জানুয়ারি) অনুশীলনেও নেমে পড়লেন 'এলএম১০'। মেসির ক্লাব পিএসজির তরফে মেসির আগমনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।


ক্লাবের অনুলীলন মাঠে ফেরার পরেই মেসিকে সকলে মিলে 'গার্ড অফ অনার' দেন। সেখানে কিলিয়ান এমবাপের ভাই ইথান এমবাপেকেও উপস্থিত থাকতে দেখা যায়। মেসির দীর্ঘদিনের বন্ধু নেমারও মেসির আগমনের পর তাঁকে শুভেচ্ছা জানান। অবশ্য কিলিয়ান এমবাপ ও মেসির কোনও ছবি বা ভিডিও এখনও ফ্রেমবন্দি হয়নি। প্রসঙ্গত, এমবাপের হ্যাটট্রিক সত্ত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েই বিশ্বজয়ী হয় আর্জেন্তিনা। তবে দেশের হয়ে বিশ্বকাপের প্রভাব কখনই ক্লাব ফুটবলে পড়বে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে। 


ছিটকে গেলেন সঞ্জু 


শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL 1st T20) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল (Team India)। কাল, বৃহস্পতিবারই (৫ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে গোটা টি-টোয়েন্টি সিরিজেই আর মাঠে নামতে পারবেন না ভারতের তারকা কিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)।


শোনা যাচ্ছিল ভারতীয় দলের সঙ্গে সঞ্জু স্যামসন পুণেতে যাননি, তিনি মুম্বইতেই রয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই ঝাঁপ দিয়ে পাথুম নিসাঙ্কার ক্যাচ ধরতে যান স্যামসন। এই ক্যাচের প্রয়াসেই তাঁর হাঁটুতে চোট লাগে। যদিও ম্যাচে এই ঘটনা ঘটার পরেও সঞ্জু মাঠে ছিলেন বটে, তবে তাঁকে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের উপদেশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই চোটের কারণেই তাঁর আর টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না। সদ্যই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে স্যামসনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। ভারতীয় নির্বাচক কমিটি সঞ্জুর বদলে জীতেশ শর্মাকে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে সুযোগ দিয়েছে।


আল নাসরে রোনাল্ডো


বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সম্পর্ক ছিন্ন করেন। তাঁর নতুন ক্লাব নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। সেইসব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের আল নাসর (Al-Nassr) ক্লাবে যোগ দিয়েছেন 'সিআর৭'। আড়াই বছরের চুক্তিতে এশিয়ার ক্লাবে আসছেন রোনাল্ডো। এই ঘোষণার পর থেকেই তাঁকে আর কোনওদিন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে কি না, সেই নিয় জল্পনা চলছিলই। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন স্বয়ং রোনাল্ডো।


৩৭-র রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ইউরোপ অভিযান শেষ। রোনাল্ডো এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি ওখানে সবকিছু জিতেছি। এটা আমার কাছে এক নতুন চ্যালেঞ্জ। আল নাসর আমায় এই সুযোগ দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। শুধু ফুটবলের নিরিখে নয়, পরবর্তী প্রজন্ম এবং মহিলাদের (উদ্বুদ্ধ করার সুযোগ পাওয়ার) জন্য আমি কৃতজ্ঞ। আমার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ বটে। তবে আমি খুবই খুশি এবং গর্বিত।'


মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে ঋষভকে


শুক্রবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতালে চিকিৎসারত রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। পন্থের উন্নত চিকিৎসার জন্য উত্তরাখণ্ড থেকে তাঁকে দিল্লিতে উড়িয়ে আনা হতে পারে বলে জানিয়েছিলেন ডিডিসিএ সভাপতি। তবে এবার বোর্ডের (BCCI) তরফে জানানো হল দিল্লি নয়, পন্থের চিকিৎসার জন্য তাঁকে বিমানে করে নিয়ে আসা হবে মুম্বইয়ে। বুধবারই (৪ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই পন্থের স্বাস্থ্যের আপডেট দিয়ে তাঁকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে বলে জানানো হয়।


বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে উইকেটকিপার ঋষভ পন্থকে মুম্বইয়ে নিয়ে আসার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। ঋষভ, যিনি ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার পর দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাঁকে বিমানে করে মুম্বইয়ে নিয়ে আসা হবে। ওঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারে ভর্তি করা হবে।' মুম্বইয়ের এই বিখ্যাত বেসরকারি হাসপাতালে ডাক্তার দীনশ পার্দিওয়ালা, স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধানের অধীনে চিকিৎসাধীন থাকবেন।


কোণঠাসা উত্তরাখণ্ড


উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে চালকের আসনে বাংলা (Bengal vs Uttarakhand)। বোলারদের দাপটে উত্তরাখণ্ডের প্রথম ইনিংসকে ১০৪/৬ স্কোরে আটকে রাখল বাংলা। এখনও ২৮৩ রানে এগিয়ে মনোজ তিওয়ারিরা। সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচ থেকে অন্তত ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে বাংলা দল। দেহরাদূনে অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে।


জবাবে একটা সময় ৪৮/৬ হয়ে গিয়েছিল উত্তরাখণ্ড। সেখান থেকে অবশ্য ব্যাট হাতে পাল্টা লড়াই করছেন কুণাল চাণ্ডেলা ও অখিল রাওয়াত। কুণাল ৪০ রানে ক্রিজে রয়েছেন। ৩২ রান করে অপরাজিত অখিল। বাংলার চেয়ে এখনও ২৮৩ রানে পিছিয়ে উত্তরাখণ্ড। আপাতত ম্য়াচ বাঁচানোই চ্যালেঞ্জ তাদের কাছে।


নর্থইস্টে হীরা


গত মরসুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্সে গোটা আইএসএলে (ISL 2022-23) আলোড়ন সৃষ্টি করেছিলেন হীরা মণ্ডল (Hira Mondal)। তারপর চোট আঘাতে ভুগতে হয়েছে তাঁকে। এবার নিজের পুরনো ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যেই নতুন বছরে নতুন দলে যোগ দিলেন বাংলার তারকা ডিফেন্ডার। নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United) হয়ে সই করলেন হীরা করলেন।


হীরা এই মরসুম শুরুর আগেই বেঙ্গালুরু এফসিতে সই করেছিলেন বটে। হীরা ডুরান্ড কাপে বেঙ্গালুরুর হয়ে চারটি ম্যাচও খেলেন এবং খেতাবও জেতেন বটে। তবে চলতি আইএসএল মরসুমে তিনি বেঙ্গালুরুর কোনও ম্যাচ ডে স্কোয়াডেই সুযোগ পাননি। এরপরেই নভেম্বর মাসে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে তাঁর চুক্তি বাতিল করা হয়। তখন থেকেই বেশ মাসখানেক কোনও দল ছাড়াই ছিলেন হীরা। এবার নতুন বছরে ২৬ বছর বয়সি ডিফেন্ডারকে হাইল্যান্ডার্সদের হয়ে খেলতে দেখা যাবে। তবে লেফট ব্যাকে খেলতে স্বাচ্ছন্দ্য হীরাকে কিন্তু প্রথম একাদশে জায়গা পেতে হলে তোন্দবা সিংহ ও গুরজিন্দর কুমারের সঙ্গে লড়াই করতে হবে।


আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা