কলকাতা: যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে ২৭ বছরের বর্ণময় টেনিস কেরিয়ারের সমাপ্তি ঘটল ওপেন যুগের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা সেরিনা উইলিয়ামসের। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জয় আফগানিস্তানকে মাত দিল শ্রীলঙ্কা। এক নজরে শনিবার (৩ সেপ্টেম্বর) খেলার দুনিয়ার যা যা ঘটল।


সেরিনার অবসর


যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডেই থেমে গেল সেরিনা উইলিয়ামসের দৌড়। শেষ হল ওপেন যুগের মতান্তরে সেরা মহিলা টেনিস খেলোয়াড়ের কেরিয়ার। অস্ট্রেলিয়ান তারকা আলিয়া টমলানোভিচের বিরুদ্ধে তিন ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত হারতেই হল কিংবদন্তি সেরিনাকে। তিন সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৭ (৪), ৬-১ স্কোরলাইনে হেরে যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে শেষ হল তাঁর বর্ণময় টেনিস কেরিয়ারও।


আফগানিস্তানকে হারাল শ্রীলঙ্কা


এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা (SL vs AFG)। আফগানিস্তানের ১৭৫ রানের জবাবে চার উইকেটে ম্যাচ জিতে নিল লঙ্কানরা। ছয় ম্যাচ পরে প্রথমবার শারজার ময়দানে পরাজিত হল আফগানিস্তান। শারজার ময়দানেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল দ্বীপরাষ্ট্র। টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথমবার ১৭০-র অধিক রান তুলেও পরাজিত হতে হল রশিদ খানদের।


ভারতের বিরুদ্ধে নেই তরুণ পাকিস্তানি বোলার


ফের একবার চোটের কালো ছায়া পাক শিবিরে। চোটের জেরে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামা হচ্ছে না পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানির (Shahnawaz Dahani)। শনিবারই (৩ সেপ্টেম্বর) পাকিস্তান বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দাহানি ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবেন না। সাইড স্ট্রেনের জেরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না দাহানি। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচেই তিনি এই চোট পেয়েছেন। পাকিস্তান বোর্ডের রিপোর্ট অনুযায়ী দলের মেডিক্যাল দল পরবর্তী দুই, তিন দিন দাহানির চোট পর্যবেক্ষণ করবে। সেই অনুযায়ীই তিনি এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে আদৌ খেলতে পারবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


জাডেজার চোটের আপডেট


হাঁটুর চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা একাধিক রিপোর্টে দাবি করা হয় জাডেজা হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে চলেছেন। তাই এশিয়া কাপের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে না তাঁকে। এইসব জল্পনার জবাবে অবশেষে মুখ খুললেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। 


দ্রাবিড় কিন্তু এখনই জাডেজা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না বলে মানতে নারাজ। পাকিস্তান ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 'জাডেজার হাঁটুতে চোট লেগেছে। তাই এশিয়া কাপে আর খেলা হচ্ছে না ওর। ও মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নিতে গিয়েছে। (টি-টোয়েন্টি) বিশ্বকাপের তো এখনও অনেকটা সময় বাকি রয়েছে। তাই এখনই কোনও ফলাফলে পৌঁছে গিয়ে ও বিশ্বকাপে খেলবে বা খেলবে না, এই বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরিস্থিতির কেমন কী হয়, সেটা সময়ই বলবে। যতক্ষণ না পরিস্থিতি আমাদের কাছে সম্পূর্ণভাবে স্পষ্ট হচ্ছে, ততক্ষণ আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। বিশ্বকাপের এখনও ছয় থেকে সাত সপ্তাহ বাকি আছো তো।'


সানরাইজার্সের কোচ হলেন লারা


গত মরসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কোচিং বিভাগে ফের রদবদল ঘটল। টম মুডির বদলে দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। টম মুডির সঙ্গে সানরাইজার্সের দীর্ঘদিনের সম্পর্কে ইতি ঘটল। তাঁর চুক্তি শেষ হওয়ার পর আইপিএল ফ্রাঞ্চাইজি আর নতুন করে তাঁর সঙ্গে চুক্তি করেনি।


আরও পড়ুন: ইডেনে ব্যাট হাতে দেখা যাবে না সৌরভকে, লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াচ্ছেন 'মহারাজ'?