কলকাতা: কাফুর উপস্থিতিতে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল মুম্বই। অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করল ইংল্যান্ড। এক নজরে খেলার সারদিনের সব খবর।


সেমিতে ইংল্যান্ড


কাল আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় সত্ত্বেও, সেমিফাইনালের টিকিট পাকা করতে আজ শ্রীলঙ্কার ভরসায় ছিল আয়োজক অস্ট্রেলিয়া। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়নরা পারলেন না। অজিদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেলল। গ্রুপ ১ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডই পৌঁছল শেষ চারে। ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন অজিরা। ইংল্যান্ডের হয়ে ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দিলেন বেন স্টোকস। তিনি ৪২ রানে অপরাজিত থাকেন।


মুম্বইয়ের মুস্তাক আলি জয়


রঞ্জি ট্রফির সর্বকালের সফলতম দল মুম্বই। রঞ্জি জয়ের ক্ষেত্রে তাদের ধারেকাছে আর কোনও দল নেই। তবে লাল বলের ক্রিকেটে মুম্বইয়ের দাপট সত্ত্বেও, ২০ ওভারের ফর্ম্যাটে এতদিন পর্যন্ত তাদের খেতাবজয় অধরাই ছিল। তবে শনিবারই অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। ইডেন গার্ডেন্সে হিমাচল প্রদেশকে তিন উইকেটে হারিয়ে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy) জিতল মুম্বই (HP vs MUM) দল। আর সেই সাফল্যের সাক্ষী থাকলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার কাফু।


কাফুর ইডেনদর্শন


২০০২ সালে শেষ ব্রাজিলিয়ান অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেতাব হাতে তুলেছিলেন মার্কোস এভানজেলিস্টা ডে মোরায়েস বা কাফু (Cafu)। অনেকেই তাঁকে বিশ্বকাপের সর্বকালের সেরা রাইট ব্যাক হিসাবেও গণ্য করেন। সেই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান অধিনায়কই শনিবার (৫ নভেম্বর) এলেন ক্রিকেটের নন্দন কানন হিসাবে পরিচিত ইডেন গার্ডেন্সে। কিংবদন্তি ব্রাজিলিয়ানের ইডেন সাক্ষাতে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন খোদ ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল বা সিএবির নবনির্বাচিত সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। সভাপতির ঘরেই কাফু বেশ খানিকটা সময় কাটান। তারপরেই ফুটবল কিংবদন্তি মজেন ক্রিকেটে। শনিবারই ইডেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল দেখেন।


জনস্বার্থ মামলা


ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি (BCCI President) হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সময়কাল গত মাসেই শেষ হয়েছে। সৌরভ তিন বছর বোর্ড সভাপতি থাকার পর গত মাসেই তাঁর জায়গায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রজার বিনি ভারতীয় বোর্ডের সভাপতি নির্বাচিত হন। তবে বেশ খানিকটা সময় কেটে গেলেও, সৌরভের সভাপতি পদ যাওয়া নিয়ে এখনও জল্পনা-কল্পনা অব্যাহত। এর মধ্যেই সৌরভকে সভাপতি পদ থেকে সরানোয় কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (Public interest litigation)।