কলকাতা: আইপিএলের নতুন মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে? কী বললেন রিকি পন্টিং? রাজকোট টেস্টে কি আদৌ খেলবেন বিরাট কোহলি? মুম্বই ইন্ডিয়ান্সে হিটম্য়ানের নেতৃত্বপদ যাওয়া নিয়ে কী বললেন রোহিতের স্ত্রী রীতিকা। দেখে নিন দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -


আইপিএলে খেলবেন পন্থ?


ফিট পন্থকে কি এবার দিল্লির নেতৃত্বে দেখা যাবে? আইপিএলে কি পুরনো ছন্দে ব্যাট করতে পারবেন দিল্লির তরুণ? তিনি কি সম্পূর্ণ ম্যাচ ফিট? প্রশ্ন অনেক। যদিও স্পষ্ট ছবি তুলে ধরার লোক কম। দিল্লি ক্য়াপিটালসের হেড কোচ রিকি পন্টিং নিজের কেরিয়ারে স্পষ্টবক্তা ছিলেন। যে কারণে তাঁকে অনেকে উদ্ধত মনে করতেন। কোচ হিসাবে দ্বিতীয় ইনিংসেও তিনি একইরকম খোলামেলা। মুখের কথা মুখের ওপর বলতে ভালবাসেন। সেই পন্টিং সাফ জানিয়ে দিলেন যে, পন্থের পক্ষে গোটা আইপিএল খেলা সম্ভব নাও হতে পারে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি জানিয়েছেন, সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিতেও না দেখা যেতে পারে পন্থকে। দিল্লির ক্রিকেটারের উইকেটকিপিং করার ক্ষেত্রেও হতে পারে সমস্যা।


পরের ২ টেস্টেও নেই বিরাট?


প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগামী দুটো ম্য়াচেও হয়ত খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। আন্দাজ করা গিয়েছিল যে স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা হওয়ায় হয়ত ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। পরে সেই সম্ভাবনা উসকে দিয়েছিলেন এবি ডিভিলিয়ার্সও। এবার শোনা যাচ্ছে যে পরের দুটো টেস্টেও পাওয়া যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। ধর্মশালায় শেষ টেস্টেও কোহলিকে পাওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'


রাজকোট টেস্টের প্রস্তুতি কবে থেকে শুরু করবেন রোহিতরা?


প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ফল এখন। তৃতীয় টেস্ট আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। মাঝে দীর্ঘদিনের বিরতি। তবে সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়বে দ্রাবিড়ের ছেলেরা। এই মুহূর্তে ২ দলের ক্রিকেটাররাই তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। স্টোকসরা তো ছুটি কাটাতে আবুধাবি পাড়ি দিয়েছেন। 


বাউচারের কথায় ক্ষুব্ধ রোহিতের স্ত্রী


 মার্ক বাউচার জানিয়েছেন, রোহিত শর্মা (Rohit Sharma) যাতে পুরোপুরি ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারেন, সে কথা ভেবেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। যা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন হিটম্যান। রোহিত এ নিয়ে কোনও বিবৃতি দেননি। তবে তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন রোহিতের স্ত্রী রীতিকা। ঠারেঠোরে বুঝিয়েই দিলেন যে, মুম্বই ইন্ডিয়ান্সের কোচের কথা ঠিক নয়। বাউচারের সাক্ষাৎকারের সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ভিডিওর তলায় মন্তব্য করেছেন রীতিকা। তিনি লিখেছেন, “কত কিছু ভুল রয়েছে এখানে..।” সেই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। রীতিকার স্পষ্ট ইঙ্গিত, বাউচার যা বলেছেন তাতে অসঙ্গতি রয়েছে। নেপথ্যে আরও অনেক গল্প রয়েছে। সেই কাহিনি অবশ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা কম।