কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024) । আর তার আগেই উঠল সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম! কী প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ?
'দেব হচ্ছে চোর'
হিরণ চট্টোপাধ্যায় বলেন, দেব হচ্ছে চোর। সাংসদ থেকেও ওর বড় পরিচয় হচ্ছে ও আপাদমস্তক চোর। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছে। ৩০ শতাংশ কাট মানি নিয়ে ও কাজ করে। এখন তো ওর দলের প্রাক্তন বিধায়ক ওর বিরুদ্ধে এই অভিযোগ করছে। সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। এবার তিনি আর ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লড়বেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও, এ নিয়ে দেব কিংবা তৃণমূল নেতৃত্ব...কেউ মুখ খোলেনি।
ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম !
তবে এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশন বা কাটমানির কথা! যা ঘিরে শিলাবতী এখন উথাল-পাথাল! জোরালো প্রশ্ন হল, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার? যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। অডিওটা কার? মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে? ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, 'গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।' এই 'উনিটা' আদতে কে ? উত্তর স্পষ্ট না মেলায় ফের প্রশ্ন করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরেই রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।'
আরও পড়ুন, ভাইরাল অডিও ক্লিপে 'কাটমানির' অভিযোগ, কী প্রতিক্রিয়া দেব-এর ?
উনি ভাল অভিনেতা : হিরণ
প্রসঙ্গত, জল্পনা বাড়িয়ে হঠাৎ তিনটি সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ। লোকসভা ভোটের মুখে হঠাৎ কেন কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের ইস্তফা? উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ নিয়ে দেবের প্রতিক্রিয়া মেলেনি।খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ও আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বিলম্বে বোধোদয়। উনি ভাল অভিনেতা, কিন্তু রাজনীতি করতে হলে চব্বিশ ঘণ্টা মানুষের কাজ করতে হবে। ১০ বছরে কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওঁর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন দেব।