কলকাতা: ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ব্রাজিল। জামিন পেলেন না যৌন নিগ্রহের অভিযোগে আটক দানুষ্কা গুনতিলকা। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
কেমন হল নেমারদের দল
কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) দল ঘোষণা করে দিল ব্রাজিল। লাতিন আমেরিকার প্রবল পরাক্রমশালী ফুটবল দলে সবচেয়ে বড় চমক রবার্তো ফিরমিনোর বাদ পড়া। চলতি মরসুমে লিভারপুলের হয়ে ছন্দে থাকা তারকাকে দলে রাখেননি কোচ তিতে। পাশাপাশি দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ দানি আলভেসকে। অনেকে ধরেই নিয়েছিলেন যে, দানি আলভেসকে বিশ্বকাপের দলে দেখা যাবে না।
ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপের অপেক্ষার ২০ বছর হতে চলল।
রক্ষণে দানিলো, অ্যালেক্স সান্দ্রো, এদের মিলিতাও, থিয়াগো সিলভাদের থাকাটা অনুমেয়ই ছিল। তবে অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস শেষ পর্যন্ত দলে থাকবেন কি না, তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। শেষ পর্যন্ত আলভেসের অভিজ্ঞতায় ভরসা রেখেছেন তিতে। আলভেসকে দলে রাখা নিয়ে সমালোচনা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিতে বলেছেন, ‘আমি এখানে যারা ট্যুইটারে মত দেয় তাদের খুশি করতে আসিনি।’
জামিন পেলেন না শ্রীলঙ্কার তারকা
তাঁর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার ক্রিকেটার সেই দানুষ্কা গুনতিলকার (Danushka Gunathilaka) দুঃসময় কাটল না। সোমবার সিডনির আদালত তাঁর জামিন নাকচ করে দিয়েছে। আপাতত পুলিশের হেফাজতে এশিয়া কাপজয়ী দলের সদস্য।
সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করেছে দানুষ্কাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেছেন, 'আমরা ওর পাশে আছি অবশ্যই।' কিন্তু কীভাবে, তা ব্যাখ্যা করেননি তিনি। তারপরই রীতিমতো বিবৃতি জারি করে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় দানুষ্কাকে।
অ্যাডিলেডে ভারত
রবিবার নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পরই সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। তারপরেও মাঠে বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি টিম ইন্ডিয়া। জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গিয়েছে ভারতীয় দল (Team India)। শেষ চারের লড়াইয়ে রোহিত শর্মাদের (T20 World Cup) প্রতিপক্ষ জস বাটলারের ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর দেড়টায় ম্যাচ শুরু। সেই ম্যাচ খেলতে সোমবার অ্য়াডিলেড পৌঁছে গেল ভারতীয় দল।
সূর্যর জেদ
তাঁকে বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের গেমচেঞ্জার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। অথচ বছর দুয়েক আগেও ছবিটা ছিল আলাদা। জাতীয় দলে সুযোগ না পেয়ে মুষড়ে পড়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেই সঙ্গে নিয়েছিলেন নতুন শপথ। জাতীয় দলে প্রত্যাবর্তনের অঙ্গীকার।
যে অস্ট্রেলিয়ায় তাঁর স্ট্রোকের ফুলঝুরি দেখে ধন্য ধন্য পড়ে গিয়েছে, সেই দেশেই সফরকারী ভারতীয় দলে ডাক না পেয়ে বিরাট ধাক্কা খেয়েছিলেন মুম্বইয়ের তারকা। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ইনিংসের রেশ এখনও মোহিত করে রেখেছে ক্রিকেটবিশ্বকে। তার মাঝেই লড়াইয়ের দিনগুলি মনে পড়ে যাচ্ছে সুফিয়ান শেখের। যিনি মুম্বই দলে সূর্যর দীর্ঘদিনের সতীর্থ। অনূর্ধ্ব ১৩ দল থেকে একসঙ্গে খেলছেন। ঘরোয়া ক্রিকেটে বহু টুর্নামেন্টে ছিলেন সূর্যর রুমমেট।
সোমবার মুম্বই থেকে ফোনে উইকেটকিপার-ব্যাটার সুফিয়ান এবিপি লাইভকে বলছিলেন, '২০২০ সালের ঘটনা। তখন করোনা অতিমারীতে গোটা বিশ্ব জবুথবু। তারই মাঝে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সেই সফরে ভারতের সীমিত ওভারের দলে সুযোগ পায়নি সূর্য। সেটা ছিল ওর কাছে বিরাট ধাক্কা। কিন্তু ও অন্য ধাতুতে গড়া। হাল ছাড়ার পাত্র নয়। যার পরিচয় পেয়ে চমকে উঠেছিলাম আমি।'
কীভাবে? সূর্যর দীর্ঘদিনের সতীর্থ বলছেন, 'আমাদের সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেলা ছিল। সূর্যই মুম্বই দলের অধিনায়ক। আমরা তাজ ট্রাইডেন্টে হোটেলে ছিলাম। কোয়ারেন্টিনের কড়াকড়ি। জৈব সুরক্ষা বলয়ে এক সপ্তাহ কেউ কারও ঘর ছেড়ে বেরতে পারিনি। সাতদিন কাটার পর ওর ঘরে গিয়েই চমকে উঠেছিলাম। দেখি, সারা ঘরে লেখা 'ইন্ডিয়া'। কাগজে লিখে জানলায়, দরজায়, বিছানায়, এমনকী ওয়াশরুমের আয়নায়, টিভিতে সর্বত্র আঠা দিয়ে আটকে রেখেছিল। আমি যেতেই বলল, দ্যাখ, আমি ছাড়ব না। জাতীয় দলে ফিরবই।' সুফিয়ান যোগ করলেন, 'ও লড়াইটা সেই হোটেলের ঘর থেকেই শুরু করে দিয়েছিল। করোনার আতঙ্কে আমাদের জিমে যাওয়াও বন্ধ ছিল। সূর্য মুম্বই ইন্ডিয়ান্সকে বলে হোটেলের ঘরেই নিজের জন্য জিম করে নিয়েছিল। ও বিশেষ ফিটনেস ডায়েট মেনে চলে। অনেক ক্রিকেটারই এত কঠোর ডায়েট মেনে চলতে পারবে না। ২০ দিনের খাবার সঙ্গে নিয়ে এসেছিল সূর্য। প্রোটিন শেক থেকে শুরু করে সবরকম খাবার এনেছিল। নিজের রান্না নিজেই করত। বাইরে থেকে কিছু আনতে পারতাম না। কিন্তু তাতেও দমেনি ও। সেই জেদের প্রতিফলন আজ বাইশ গজে দেখা যাচ্ছে।'
ফাইনালে ভারত-পাক!
বিশ্বকাপের প্রথমার্ধে কেউ ভাবতেই পারেননি যে, এরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে। যেখানে ট্রফিযুদ্ধে মাঠে নামতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত ও পাকিস্তান (Ind vs Pak)।
কিন্তু বর্তমানে সেই সম্ভাবনা জোরাল। দুই দলই সেমিফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই দল ম্যাচ জিতে গেলেই ফাইনালে মুখোমুখি হবে।
আর সেই মহারণের অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। তিনি বলেছেন, 'আশা করছি সেমিফাইনাল থেকে ভারত বা পাকিস্তান বিদায় নেবে না। আমি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই। মনে হয় ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল ও আইসিসি-ও মজা পাবে সেই ম্যাচ হলে।'