কলকাতা: এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা। ডায়মণ্ড লিগে চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। খেলার মাঠের সারা দিনের সব খবরের ঝলক।


জয়ী শ্রীলঙ্কা


এশিয়া কাপের ফাইনালের আগে মানসিকভাবে এগিয়ে গেল শ্রীলঙ্কা। পাকিস্তানকে সুপার ফোরের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। তিন ওভার বাকি থাকতে জয়ের রান তুলে ফেললেন দাসুন শনাকারা।


পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। কিছুটা পরে ২৯/৩ হয়ে গিয়েছিল তারা। সেখান থেকে ম্যাচ ধরে নেন পাথুম নিশাঙ্কা। ৪৮ বলে ৫৫ রান করে পাকিস্তান শিবিরে পাল্টা চাপ ফিরিয়ে দেন তিনি।


শেষ দিকে ভানুকা রাজাপক্ষে ১৯ বলে ২৪ ও দাসুন শনাকা ১৬ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। ১৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।


চ্যাম্পিয়ন নীরজ


নীরজ চোপড়া (Neeraj Chopra) ইতিহাস গড়ার পালা অব্যাহত। বিগত বছর ৭ অগাস্ট অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। হালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোও আসে তাঁর ভাগ্যে। এবার প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল (Diamond League Final) খেতাব জিতে ফের এক নতুন ইতিহাস গড়লেন তারকা ভারতীয় অ্যাথলিট। 


নিজের প্রথম ডায়মন্ড লিগ ফাইনাল জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নীরজ। তবে তাঁর উচ্ছ্বাসের পিছনে এক বিশেষ কারণও রয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডায়মন্ড লিগ ফাইনাল জয়ের পর নীরজ লেখেন, 'ডায়মন্ড ট্রফি জিতে ২০২২ সালের মরসুমটা শেষ করতে পারার অনুভূতিটা দারুণ। পরিবেশটা এক কথায় দারুণ ছিল এবং আমার কাকা এবং বন্ধুরা স্টেডিয়ামে উপস্থিত থাকায় এই জয়টা অনুভূতিটা আমার কাছে খুবই স্পেশাল। প্রথম ডায়মন্ড ট্রফি জেতায় আমি খুব খুশি। সবার ভালোবাসা এবং আমাকে সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।'


দায়িত্বে হেডেন


এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। রবিবার এশিয়া সেরার যুদ্ধে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন বাবর আজমরা। এরই মধ্যে বড় খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। জানিয়ে দিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে নামবে পাকিস্তান। প্রাক্তন অস্ট্রেলীয় তারকাকে যুক্ত করা হচ্ছে বাবর আজমদের সঙ্গে।


শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাথু হেডেনকে (Matthew Hayden) টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসাবে যুক্ত করা হচ্ছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলেন হেডেন। সেবার সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। সবচেয়ে বড় কথা, প্রথমবারের জন্য বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ভারত ছাড়াও নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়েছিল পাকিস্তান।


বিরাট প্রশংসা


এশিয়া কাপে (Asia Cup) ছন্দে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। ১০২১ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বিরাট। যে সেঞ্চুরি তিনি উৎসর্গ করেছেন স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকাকে। বিরাট ছন্দে ফেরায় অনুষ্কাকে প্রশংসায় ভরিয়ে দিলেন শোয়েব আখতার।


পাকিস্তানের প্রাক্তন পেসার বলেছেন, 'অনুষ্কা শর্মাকে কুর্নিশ। দারুণ। তুমি লৌহমানবী। আর বিরাট কোহলি ইস্পাতের তৈরি। বিরাট কোহলি, তোমাকে অভিনন্দন। তুমি স্নায়ুর যুদ্ধে জয়ী।'


সেঞ্চুরি আরেক বিরাটের


শুক্রবার দলীপ ট্রফিতে (Duleep Trophy) উত্তরাঞ্চলের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন বিরাট সিংহ (Virat Singh)। পূর্বাঞ্চলের হয়ে ব্যাট করতে নেমে লড়াকু হাফসেঞ্চুরি করেন বাংলার শাহবাজ আহমেদও। যদিও সেট হয়ে উইকেট দিয়ে আসেন অধিনায়ক মনোজ তিওয়ারি।


পুদুচেরিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা পূর্বাঞ্চল প্রথম দিনের খেলার শেষে তুলেছিল ৩ উইকেটে ১৭৯ রান। বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়েছিল লাঞ্চের পর। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন থেকে খেলতে নেমে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল ৩৯৭ রানে।


প্রথম দিনেই হাফসেঞ্চুরি করেছিলেন বাংলার সুদীপ ঘরামি। তিনি ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৪৭ রান করে আউট হন। দ্বিতীয় দিনে মনোজ আউট হন ব্যক্তিগত ২৭ রানে। ক্রিজে সেট হয়ে যাওয়ার পর নিশান্ত সিন্ধুর বলে ফেরেন তিনি।