কলকাতা: দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ওয়ান ডেতে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল। অসম রাইফেলসের তরফে বিশেষ সম্মান জানানো হল হিমা দাসকে। এক নজরে রবিবারের খেলার দুনিয়ার সব খবর।অ 


সমতায় ফিরল ভারত


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ভঙ্গিমায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ (IND vs SA 2nd ODI) জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল। ২৭৯ রান তাড়া করতে নেমে, ২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। সৌজন্যে মূলত ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ৫০ রানের মধ্যেই দুই ওপেনারকে হারানোর পর, ঈশান ও শ্রেয়স তৃতীয় উইকেটে ১৬১ রানের পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপই ভারতের জয় সুনিশ্চিত করে দেয়। ঈশান ব্যাট হাতে ৯৩ রান করলেও, শ্রেয়স ১১৩ রানে অপরাজিত থেকে ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়েন। ভারতের হয়ে এদিন তিন উইকেট নিয়ে সফলতম বোলার মহম্মদ সিরাজ। 


শাহবাজের অভিষেক


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs SA 2nd ODI) দুই বদল করে মাঠে নামে ভারতীয় দল। এই ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। আর নিজের প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং করলেন শাহবাজ। সেট জানেমন মালানকে সাজঘরে ফেরানোর পাশাপাশি তিনি বল হাতেও একদমই বেশি রান খরচ করেননি। ১০ ওভারে ৫৪ রান দেন বাংলার অলরাউন্ডার। অবশ্য ব্যাট করার সুযোগ পাননি তিনি।


হিমা দাসকে বিশেষ সম্মান


অসম রাইফেলসের (Assam Rifles) হাফলঙ ব্যাটেলিয়ানের তরফে রবিবার (৯ অক্টোবর) হিমা দাসকে (Hima Das) বিশেষ সংবর্ধনা দেওয়া হল। হাফলঙের দাউলাগুফু স্টেডিয়ামেই ভারতের তারকা অ্যাথলিটকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। জাতীয় রেকর্ডধারী স্প্রিন্টার এদিন খেলাধুলোর ওপর আরও বাড়তি গুরুত্ব যাতে দেওয়া হয়, সেই প্রচারেই দিমা হাসাওতে গিয়েছিলেন। সেই সুযোগেই তাঁকে সংবর্ধনা দিল অসম রাইফেলস।


হিমা দাস অসম পুলিশের ডিএসপে পদেও নিযুক্ত রয়েছেন। তাঁর এই প্রচার অনুষ্ঠানে দিমা হাসাওয়ের ২৮টি স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। স্কুল পড়ুয়ারা তো ছিলেনই, তাঁর পাশাপাশি এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন অসমের ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গারলোসা, ডিসি এবং জেলার অন্যান্য আধিকারিকরা। অসম রাইফেলসের তরফে হিমা দাসকে এই বিশেষ সম্মান দেওয়ার বিষয়ে এক বিবৃতি জানানো হয়, 'এটা অসম রাইফেলসের কাছে একটা বড় সুযোগ ছিল, যার মাধ্যমে আমরা ছোটদের খেলাধুলোর প্রতি আরও উৎসাহী করে তুলতে পারি। খেলাধুলোর দিকে ছোটরা মন দিলে সমাজের উন্নতি হবে, তরুণরাও সঠিক পথে পরিচালিত হবে এবং তার সুবাদে দেশেরই উন্নতি হবে।'


মালিকের বাদ পড়ার কারণ ব্যাখ্যা রামিজের


টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড়। এশিয়া কাপ জিততে ব্যর্থতা পর ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের সিরিজও হারতে হয়েছে পাকিস্তানকে। এরপরেই দলের  মিডল অর্ডার নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। অনেকেই দলের মিডল অর্ডার সমস্যা সত্ত্বেও শোয়েব মালিক (Shoaib Malik) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় প্রশ্ন তুলেছেন। এবার সেই সকল প্রশ্নের জবাব দিলেন পিসিবি সভাপতি রামিজ রাজা (Ramiz Raja) নিজেই। 


গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সদস্য ছিলেন মালিক। বর্ষীয়াণ তারকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন ওই বিশ্বকাপে। তারপর নভেম্বরেও পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। তবে আর দলে জায়গা পাননি তিনি। এই নিয়ে পাকিস্তান নির্বাচকদের অনেকেই সমালোচনা করছেন। রামিজের দাবি তাঁদের হাতে বিকল্প খুবই সীমিত। তিনি বলেন, 'আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তো (অভিজ্ঞদের) সুযোগ দিয়েছিলাম। আমার কোনও সমস্যা নেই এ নিয়ে। তবে আমি মনে করি একটা ভাল দলের নির্বাচনেও ধারাবাহিকতা থাকার প্রয়োজন। আর অধিনায়কের পছন্দমতো তাঁকে দল বাছাইয়ের সুযোগও দিতে হবে। আমাদের বেঞ্চে কোনও লিওনেল মেসি বসে নেই এবং তার বদলে আমরা কোনও খারাপ খেলোয়াড়দের সুযোগ দিয়েছি এমনটাও নয়।'


অস্ট্রেলিয়ায় অনুশীলনের অভিজ্ঞতা


আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর বসবে। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে অজিভূমে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেখানে শুক্রবারই প্রথম অনুশীলন করেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ভারতের তারকা ব্যাটার অজিভূমে প্রথমবার অনুশীলন করে নিজের অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নেন।


আইসিসির বিচারে টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় সূর্যকুমার দ্বিতীয় স্থানে রয়েছেন। দেড় বছর আগে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়ে ইতিমধ্যেই তিনি দলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন। আসন্ন বিশ্বকাপে ভারতকে সাফল্য পেতে হলে সূর্যকুমারের ফর্মে থাকাটা ভীষণই জরুরি। অস্ট্রেলিয়ায় খেলতে উত্তেজিত হলেও, নিজের স্বাভাবিক প্রক্রিয়া ছাড়তে নারাজ সূর্য। 'উত্তেজনা তো আছেই, তবে তার জেরে নিজের স্বাভাবিক প্রস্তুতি প্রক্রিয়া ভুলে গেলে চলবে না। অনুুশীলনে পিচের গতির পাশাপাশি মাঠের সঙ্গেও মানিয়ে নেওয়ার চেষ্টায় আছি। কারণ এখানকার মাঠগুলি অনেকটাই বড়। তাই সেই বুঝে আগে থেকে পরিকল্পনা করে রাখাটা জরুরি। পরিবেশ ও পরিস্থিতি বেশ ভালই, মাঠে নামতে মুখিয়ে রয়েছি।' জানান ৩২ বছর বয়সি ভারতীয় মিডল অর্ডার ব্যাটার।


আরও পড়ুন: বিশ্বকাপের আগেই 'ভালবাসার' টানে অস্ট্রেলিয়ায় পৌঁছলেন উর্বশী রাউতেলা