কলকাতা: প্রতি বছরের মতোই বাড়িতে পুজোর আয়োজন, বন্ধু-আত্মীয় সমাগমে ভরে থাকে আজকের দিনটা। অভিনেত্রী এনা সাহা (Ena Saha) বন্ধুবৎসল। তাই সব পুজোর দিনটি তাঁর কাটে বন্ধুদের সঙ্গেই। ব্যতিক্রম হল না লক্ষ্মীপুজোও। বোন ডোনার সঙ্গে লক্ষ্মীপুজোর আড্ডায় মজলেন এনা।
এইবছর তিনি নিজের হাতে সম্পূর্ণ আয়োজন করতে পারেননি। এনা বললেন, 'প্রত্যেক বছরের মতোই কাটবে এই দিনটা। বন্ধুদের সঙ্গে ভোগ খাওয়া, আড্ডা-গল্প-রাতজাগা সব মিলিয়ে মজা হবে।' এদিন গোলাপি ডিজিট্যাল প্রিন্টের শাড়িতে সেজেছিলেন এনা। অভিনেত্রীর বোন বেছে নিয়েছিলেন হলুদ শাড়ি। সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মীপুজোর আয়োজনের ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন এনা।
বাড়ির পুজোয় সামিল হয়েছেন পূজারিণী ঘোষ (Pujarirni Ghosh)-ও। পাঁচ বছর বাদে বাড়িতে ভাই এসেছে। তাই এই বছর একটু বিশেষ আয়োজন রয়েছে বাড়িতে। পূজারিণী বলছেন, 'আমি ছোট থেকেই আলপনা দিতে খুব ভালোবাসি। এই বছর পাড়ার ক্লাবে ছয় ঘণ্টা ধরে আলপনা দিয়েছিলাম, বাড়ি ফিরে জ্বর চলে এসেছিল। তবে এই বছর বাড়ির সবাই ঠিক করেছে ফুল দিয়ে আলপনা দেবে। সেইমতোই এই ব্যবস্থা।'
আরও পড়ুন: Laxmi Puja 2022:লক্ষ্মী আরাধনায় ব্যস্ত তনুশ্রী চক্রবর্তী, আবাসনের পুজোয় সস্ত্রীক অরিন্দম শীল
লক্ষ্মীপুজোয় অন্যভোগ দেওয়া হয় না পুজারিণীর বাড়িতে। এই বছর মেনুতে ছোলে ভাটুরে রেখেছেন অভিনেত্রীরা।