কলকাতা: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার (David Warner)। মুজিব উর রহমানকে নিয়ে উদ্বেগে কলকাতা নাইট রাইডার্স। রঞ্জি অভিযান শুরু করতে মঙ্গলবার রওনা হচ্ছে বাংলা দল। খেলার দুনিয়ার সারাদিন।
ওয়ান ডে থেকে বিদায়
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়েছেন। এবার ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়লে ফের ওয়ান ডে ক্রিকেট খেলবেন বলেও জানিয়ে রাখলেন অজ়ি তারকা।
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) ওয়ার্নার বলেছেন, 'আমি ওয়ান ডে ক্রিকেট থেকেও অবশ্যই অবসর নিচ্ছি। বিশ্বকাপের সময়ও সেটা বলেছি। ভারতের মাটিতে বিশ্বকাপ জয় একটা বিরাট প্রাপ্তি। তাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম আজ। আমি সেই সব ফর্ম্যাট থেকেই বিদায় নিতে চাই যে ফর্ম্যাটে খেললে বিশ্বের অন্যান্য লিগে খেলা হবে না। ওয়ান ডে দলেরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। জানি চ্যাম্পিয়ন্স ট্রফি এগিয়ে আসছে। আমি যদি আগামী দু'বছর পর্যাপ্ত ক্রিকেট খেলি এবং ম্যাচের মধ্যেই থাকি, আর যদি অস্ট্রেলিয়ার কাউকে দরকার হয়, তাহলে আমি আছি।'
উদ্বেগে কেকেআর
গত মাসের নিলাম থেকে তাঁকে ন্যূনতম দর ২ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) তো জানিয়েই দিয়েছেন, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর পাশাপাশি তৃতীয় স্পিনার হিসাবে মুজিব উর রহমান থাকায় যে কোনও ব্যাটিং আতঙ্কে থাকবে।
আইপিএলের এখনও মাস কয়েক বাকি। তবে চিন্তায় কেকেআর। আফগান স্পিনারকে শেষ পর্যন্ত পাওয়া যাবে তো?
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন মুজিব। তাঁকে অন্য দেশে টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয়নি সে দেশের বোর্ড। তারপরই আইপিএলে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার সেই উদ্বেগ আরও বাড়ল। কেন?
আফগানিস্তান ক্রিকেট বোর্ড ছাড়পত্র না দেওয়ায় মুজিবকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছে বিগ ব্যাশে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানার পরে প্রথমে মেলবোর্ন জানিয়েছিল, তাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। তাই বিগ ব্যাশের বাকি মরশুমে মুজিবের পাশে থাকবে দল। কিন্তু সোমবার একটি নতুন বিবৃতি দিয়ে মেলবোর্ন জানায়, আফগানিস্তান বোর্ডের বিজ্ঞপ্তি তারা পেয়েছে। মুজিবকে পাওয়া যাবে না। সেই কারণে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে। কত দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবশ্য জানায়নি মেলবোর্ন।
আত্মবিশ্বাসী মনোজ
প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান দেখলে যে কেউ ঈর্ষা করবেন। ১৪১ ম্যাচে ৯৯০৮ রান। আর ৯২ রান করলে অভিজাত দশ হাজারি ক্লাবে নাম লেখাবেন। কেরিয়ারে অনেক মণিমুক্তো। ২৯ সেঞ্চুরি। ৪৫ হাফসেঞ্চুরি। দেবাঙ্গ গাঁধীর পর ট্রিপল সেঞ্চুরি করা বাংলার একমাত্র ক্রিকেটার। তবে ট্রফি ক্যাবিনেটে নেই রঞ্জি ট্রফি। চারবার ফাইনালে উঠেও হারতে হয়েছে। কাপ আর ঠোঁটের মাঝের দূরত্বের মতোই ব্যবধান থেকেছে রঞ্জি ট্রফির সঙ্গে। অবসরের সিদ্ধান্ত বদলে আর এক মরশুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর হাতেই নেতৃত্বের গুরুদায়িত্ব সঁপে দিয়েছে বাংলা। রঞ্জি ট্রফিতে বাংলার (Ranji Trophy) অভিযান শুরু ৫ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। যে ম্যাচ খেলতে মঙ্গলবার বিশাখাপত্তনমে উড়ে যাচ্ছে বাংলা দল। তার আগে কলকাতায় বাংলা দলের প্র্যাক্টিসের ফাঁকে এবিপি আনন্দকে দীর্ঘ, একান্ত সাক্ষাৎকার দিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।
মেসিকে সম্মান
জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) সম্মান জানানোর জন্য অভিনব সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জানানো হয়েছিল, ধোনির ৭ নম্বর জার্সি আর কেউ কখনও পরতে পারবেন না। ধোনির সঙ্গেই অবসরে গিয়েছে টিম ইন্ডিয়ার জার্সি নম্বর সাতও।
একই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে আর্জেন্তিনা ফুটবল সংস্থা। লিওনেল মেসির (Lionel Messi) ১০ নম্বর জার্সি আর কাউকে পরতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। মেসি অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর জার্সির নম্বরটিকেও অবসর দিতে চায় তারা। তবে ফিফা অনুমতি দেবে কি না, তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে