Social Media Frauds: ছিপ ফেলে মাছ ধরার মতোই ওৎ পেতে রয়েছে স্ক্যামাররা, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি মূল মাধ্যম, সতর্ক থাকবেন কীভাবে? জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

Social Media Apps and Activity: ডেটিং অ্যাপে অধিকাংশ মানুষই সত্যি কথা বলেন না। অনলাইনে ডিজিটাল রোম্যান্সটুকুই ঠিক। সেটা অফলাইনে নিয়ে এলেই মুশকিল।

Social Media Frauds: বছরশেষে পার্টি করেছেন? কিংবা বছরের শুরুতে পিকনিক? নিশ্চিত প্রচুর ছবি তুলেছেন। সেগুলো দিয়েও দিয়েছেন সোশ্যাল মিডিয়ার (Social Media Apps) মাধ্যমে। এত আনন্দের মাঝে প্রতারকদের (Scammers) নজরে পড়ে যাননি

Related Articles