কলকাতা: দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গেল ভারত (IND vs SA)। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup) দল ঘোষণা। হকির যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। খেলার দুনিয়ার সারাদিন।
৫ উইকেটে হার
মেঘলা আকাশ। স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর সেই পরিস্থিতিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নাকি দুই ওপেনারই ফিরে গিয়েছেন কোনও রান না করে। প্রথমে যশস্বী জয়সওয়াল। ৩ বল খেলে মার্কো জানসেনের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে। তারপর শুভমন গিল। লিজাড উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হয়ে। ৬/২ হয়ে যাওয়ার পরেও ব্যাট হাতে লড়াই চালালেন সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংহ। দুজনেই আগ্রাসী মেজাজে ব্যাট করে হাফসেঞ্চুরি করলেন। তবু শেষরক্ষা হল না। দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে পরাস্ত হল ভারত (IND vs SA)। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ল ০-১ ব্যবধানে। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮০/৭। ৭ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ দক্ষিণ আফ্রিকার।
হকিতে রুদ্ধশ্বাস জয়
যুব হকি বিশ্বকাপের (FIH Hockey Men’s Junior World Cup 2023) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। শেষ চারে তারা খেলবে জার্মানির বিরুদ্ধে। মঙ্গলবার শেষ মুহূর্তে গোল করে জিতল ভারত। ৬ ফুট ৩ ইঞ্চির তরুণ অরিজিত সিংহ হুন্দল মঙ্গলবার গোল না করলে ভারতের সেমিফাইনালে ওঠাই হতো না। গতবারও সেমিফাইনালে জার্মানি এবং ভারত মুখোমুখি হয়েছিল। সে বার ৪-২ গোলে জিতেছিল জার্মানি। তাই এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের।
ব্রাত্য বাংলা
বিরাট কোহলির অনূর্ধ্ব বিশ্বকাপজয়ী (U 19 World Cup) দল হোক বা পৃথ্বী শ-দের বিজয়ী দল, বিশ্ব চ্যাম্পিয়ন যশ ধূলদের দল - অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে জ্বলজ্বল করেছে বাংলার কোনও না কোনও ক্রিকেটারের মুখ। কখনও সেই নাম শ্রীবৎস গোস্বামী, কখনও সন্দীপন দাস, রবিকান্ত সিংহ, কখনও ঈশান পোড়েল তো কখনও রবি কুমার। কিন্তু আগামী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেলেন না বাংলার কোনও ক্রিকেটার। যা বঙ্গ ক্রিকেটের হতাশার ছবিটা ফের একবার প্রকট করে দিল।
মঙ্গলবার যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, সেই দলের অধিনায়ক করা হয়েছে পাঞ্জাবের উদয় সাহারানকে। সহ-অধিনায়ক মধ্য প্রদেশের সৌম্য কুমার পাণ্ডে। দলে জায়গা করে নিয়েছেন সরফরাজ খানের ভাই মুশির খান।
সোমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার ২৪ ঘণ্টার মধ্যেই দল ঘোষণা করে দিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন উদয় সাহারান।
নতুন স্পনসর
আইপিএলের (IPL) নতুন টাইটেল স্পনসরের খোঁজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যে সংস্থাই সেই বরাত পাক না কেন, ২০২৪ থেকে ২০২৮ - টানা পাঁচ মরশুমের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হবে তারাই। মঙ্গলবার টেন্ডার ডাকল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইপিএলের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে ২০২৪-২০২৮ সাল পর্যন্ত টুর্নামেন্টের টাইটেল স্পনসর চেয়ে দরপত্র আমন্ত্রণ করা হয়েছে। ফেরত অযোগ্য ৫ লক্ষ টাকা দিয়ে দরপত্র কিনে তা জমা করতে হবে আগ্রহী সংস্থাকে। সঙ্গে জুড়বে করও। ৮ জানুয়ারি পর্যন্ত দরপত্র কেনা যাবে।
অনুশীলনে ধবন
আসন্ন আইপিএলের (IPL 2024) কথা মাথায় রেখে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর সপ্তাহখানেক পরেই মেগা টুর্নামেন্টের নিলাম আয়োজিত হবে। তার আগেই অনুশীলনে নেমে পড়লেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)।
বর্তমানে শিখর ভারতীয় দলের আশেপাশেও নেই। তবে তিনি বরাবরই যা তাঁর হাতের বাইরে, সেই বিষয়ে চিন্তাভাবনা না করে, তিনি যা করতে পারবেন, সেইদিকে অধিক নজর দেন। তাই অন্য কিছুর কথা না ভেবে শিখর ধবন যে আসন্ন আইপিএলে নিজের সবটা উজাড়ব করে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন, তা আন্দাজ করাই যায়। সেই লক্ষ্যেই তিনি অনুশীলনে নেমে পড়লেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের অনুশীলন করার একটি ভিডিও শেয়ার করেন শিখর। ৩৮ বছর বয়সি তারকা পোস্টের ক্যাপশনে লেখেন, 'ক্রিকেটের পিচে ফিরলাম। এখানে প্রতিটি শট ব্যাটে বলে হওয়ার অনুভূতিটা অনেকটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতো।'