কলকাতা: এশিয়া কাপের ফাইনালে রবিবার ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ। চোট পেয়ে ফাইনাল থেকে ছিটকে গেলেন অক্ষর পটেল। খেলতে পারবেন না মহেশ তিকশানাও। খেলার দুনিয়ার সারাদিন।
রবিবার ট্রফির যুদ্ধ
পাঁচ বছর কেটে গিয়েছে। দুইয়ের বেশি দেশ অংশগ্রহণ করেছে, এরকম কোনও টুর্নামেন্টে শেষবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে। সেটাও ছিল এশিয়া কাপ (Asia Cup)।
রবিবার কলম্বোয় এশিয়া কাপের ট্রফি যুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ, শ্রীলঙ্কা (Ind vs SL)। যারা এই টুর্নামেন্টের আয়োজক না হয়েও ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে। যার নেপথ্যে রয়েছে ভারত। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। সেই কারণে পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছে টুর্নামেন্ট।
শ্রীলঙ্কার ওয়ান ডে ব়্যাঙ্কিং এখন আট। ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পায়নি। যোগ্যতা অর্জনকারী পর্ব খেলে মূল পর্বে উঠতে হয়েছে দাসুন শনাকাদের। রবিবারের ম্যাচে ভারতকেই ফেভারিট বলছেন বিশেষজ্ঞরা। তবে কালো ঘোড়া শ্রীলঙ্কা। যারা কলম্বোয় চমক দিতে তৈরি।
ছিটকে গেলেন অক্ষর
এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ট্রফি যুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল ভারত। চোটের জন্য ছিটকে গেলেন স্পিনার অলরাউন্ডার অক্ষর পটেল (Axar Patel)।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছিলেন অক্ষর। কিন্তু স্টাম্পিং থেকে বাঁচতে দ্রুত ক্রিজে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কব্জিতে চোট পান গুজরাতের স্পিনার। তারপর শ্রীলঙ্কার এক ক্রিকেটারের থ্রো করা বলেও হাতে চোট পান। ইনিংসের শেষ দিকে তাঁকে খোঁড়াতেও দেখা যায়।
শনিবার রাতের দিকে ভারতীয় বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছেন অক্ষর। তিনি ফাইনালে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসাবে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করা হল।
ফাইনালে নেই তিকশানা
আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার সেরা স্পিনার। যা ভারতীয় শিবিরের মনোবল বাড়িয়ে তুলতে পারে।
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার স্পিনার মাহিশ তিকশানা (Maheesh Theekshana)। তবে বিশ্বকাপের আগে তিকশানা সেরে উঠবেন বলেই জানানো হয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট সূত্রে।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন, গ্রেড থ্রি ইনজুরি হয়েছে তিকশানার। তবে শ্রীলঙ্কার মেডিক্যাল টিমের প্রধান জানিয়েছেন, বড়সড় টিয়ার হয়নি তিকশানার। বিশ্বকাপ সামনে না থাকলে ঝুঁকি নিয়ে তাঁকে এশিয়া কাপের ফাইনালে খেলানোও যেত। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখেই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। প্রফেসর অর্জুন ডি সিলভা বলেছেন, 'এমআরআই স্ক্যানে একটা টিয়ার ধরা পড়েছে। তবে বড়সড় নয়। ক্লিনিক্যালি ও ঠিক আছে। হাঁটাচলা করতে সেভাবে যন্ত্রণা হচ্ছে না। বিশ্বকাপ সামনে না থাকলে কালকের ম্যাচের জন্য ওকে তৈরি করে নিতাম। তবে সেই ঝুঁকি আর নেব না।'
তিকশানার বদলি হিসাবে দলে সাহান আরাচচিগেকে নেওয়া হয়েছে।
আকাশের সুযোগ
২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝাউতে বসতে চলেছে এশিয়ান গেমসের (Asian Games 2023) আসর। সেই এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দলে সুযোগ পেলেন বাংলার তারকা ক্রিকেটার আকাশদীপ (Akash Deep)। এশিয়ান গেমসের জন্য ঘোষিত প্রাথমিক দলে না থাকলেও শিবম মাভির (Shivam Mavi) বদলি হিসাবে সুযোগ পেলেন বাংলার ফাস্ট বোলার। অপরদিকে, ভারতীয় মহিলা দলেও ঘটল বদল। অঞ্জলি সর্বানীর (Anjali Sarvani) বদলে দলে ডাক পেলেন পূজা বস্ত্রকর (Pooja Vastrakar)।
ছিটকে গেলেন আশিক
আসন্ন আইএসএলে মাঠে নামতে পারবেন না আশিক কুরুনিয়ান। হাঁটুর চোটে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। মোহনবাগান সুপারজায়ান্টসের জার্সিতে আইএসএলে খেলতে দেখা যাবে না আশিককে। ভারতীয় দলের হয়ে তাইল্যান্ডে কিংস কাপ খেলতে গিয়ে ইরাকের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর লিগামেন্টে চোট পান সবুজ-মেরুন তারকা। সূত্রের খবর, তাঁর লিগামেন্টের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সারা মরসুমে তাঁকে আর পাওয়া যাবে না। সবুজ মেরুন বাহিনীর ডুরান্ড কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন আশিক।