কলকাতা: বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস নিয়মে আয়ার্ল্যান্ডকে ২ রানে হারাল ভারত। বিশ্বকাপের ভারতীয় দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দ কে? চার বছরের জন্য নির্বাসিত দ্যুতি চন্দ। খেলার দুনিয়ার সারাদিন।


টি-টোয়েন্টি সিরিজে এগোল ভারত


আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। একটা সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ার্ল্যান্ড। তবে পাল্টা লড়াই করলেন আইরিশরাও। যখন মনে হচ্ছিল, একশোও তুলতে পারবে না আয়ার্ল্যান্ড, তখনই প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করলেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত রইলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তাঁর। 


অর্শদীপ সিংহের শেষ ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি মারলেন ম্যাকার্থি। প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড তোলে ১৩৯/৭। ম্যাচ জিততে ১৪০ রান তুলতে হতো ভারতকে।


রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক বর্মা (০)।


৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।


দাদার পছন্দ


ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর মাত্র মাস দেড়েক বাকি। সব দলই ঘর গুছিয়ে নিতে ব্যস্ত। ভারতের মাটিতে বিশ্বকাপে কজন স্পিনার খেলাবে খোদ টিম ইন্ডিয়া, তা নিয়ে জোর চর্চা চলছে। রবীন্দ্র জাডেজাকে অটোমেটিক চয়েস মনে করা হচ্ছে। দ্বিতীয় স্পিনার হিসাবে প্রথম একাদশে সুযোগ পাবেন কে? আর অশ্বিন?


সৌরভ গঙ্গোপাধ্যায় অন্তত মনে করেন, প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন তামিলনাড়়ুর অফস্পিনারের। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'অশ্বিন অসাধারণ বোলার। বিশ্ব ক্রিকেটে সব কিছু অর্জন করেছে। তবে বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন।'


ঋষভ পন্থের চোট। কে এল রাহুল সবে ফিট হয়ে ওঠার পথে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ পেয়েই নজর কেড়েছেন ঈশান কিষাণ। ৩ ম্যাচে ১৮৪ রান করে সিরিজের সেরাও হয়েছেন। বিশ্বকাপের প্রথম একাদশে উইকেটকিপার হিসাবে সুযোগ পাবেন কে?


সৌরভ বলেছেন, 'ঈশান ও কে এল রাহুল রয়েছে। প্রথম একাদশে ওদের মধ্যেই কোনও একজন থাকবে। আমার পছন্দ ঈশান কিষাণ। কারণ, ও ওপেন করতে পারে।'


আবেদন করবেন দ্যুতি


ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করেছে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নাডা (NADA)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার পথে হাঁটছেন ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দ (Dutee Chand)।


১০০ মিটার দৌড়ে ২৭ বছরের অ্যাথলিটের ঝুলিতে রয়েছে জাতীয় রেকর্ড। দ্যুতির আইনজীবী পার্থ গোস্বামী সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ ওষুধ খেয়েছিলেন দ্যুতি। শরীরে কীভাবে সেই নিষিদ্ধ উপাদান এল, তা নিশ্চিত করতে পেরেছি আমরা। কোনও সুবিধা পাওয়ার জন্য এই ওষুধ সেবন করা হয়নি। আমরা এই শাস্তির বিরুদ্ধে আবেদন করছি।'


কেকেআরে গম্ভীর?


সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি। কিন্তু তাঁর নেতৃত্বে জোড়া আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪। এমনকী, ২০১৪ সালের পর থেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হয়নি শাহরুখ খান-জুহি চাওলার দল।


ট্রফি ভাগ্য ফেরাতে কি এবার ফের সেই পয়মন্ত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) শরণাপন্ন হচ্ছে কেকেআর (KKR)? সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে কথাবার্তা শুরু করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তাঁকে কোচিং স্টাফে আনার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে কেকেআর।


কিন্তু গম্ভীর যোগ দিলে কী ভূমিকায় দেখা যাবে তাঁকে?


গত মরশুমেই চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে দায়িত্ব দিয়েছিল কেকেআর। আগের মরশুমে সাফল্য পায়নি কেকেআর। এক মরশুমেই কি ছেঁটে ফেলা হবে পণ্ডিতকে? সেই জায়গায় কি দেখা যাবে গম্ভীরকে? কেকেআরের কোচ হিসাবে?


সম্ভবত না। সূত্রের খবর, মেন্টর হিসাবে গম্ভীর যোগ দিতে পারেন নাইট শিবিরে। কোচ হিসাবে রেখে দেওয়া হতে পারে ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পণ্ডিতকেই।


রিঙ্কুর অভিষেক


গত আইপিএলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য ২৯ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। গুজরাত টাইটান্সের পেসার যশ দয়ালের শেষ ওভারের ৫ বলে পরপর ৫ ছক্কা মেরে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন হার্দিক পাণ্ড্যদের মুঠো থেকে।


তিনি, রিঙ্কু সিংহ। দুর্দান্ত ছন্দে ছিলেন আইপিএলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় প্রবল সমালোচনা হয়েছিল। নির্বাচকদের মুণ্ডপাত করেছিলেন অনেকে। অবশেষে অপেক্ষার অবসান হল সমর্থক-ভক্তদের। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ভারতীয় দলে জায়গা করে নিলেন রিঙ্কু। টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial