করুণাময় সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, মালদা : সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ (Scam Allegation)। দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। গ্রেফতার করা হয়েছে মালদার (Malda) বৈরগাছি পঞ্চায়েতের ২ কর্মীকেও। ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ৩ জনকেই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Court)।
সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা 'আত্মসাৎ' করে জালে মালদায় গ্রেফতার করা হল তৃণমূলের প্রাক্তন প্রধান ও পঞ্চায়েতের ২ কর্মীকে। রাজ্যের দুর্নীতিদমন শাখার (Anti Corruption Wing) হাতে গ্রেফতার মালদার গাজোলের বৈরাগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুবোধ সরকার। এই পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্টান্ট সৌভেন রায় ও পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অপূর্ব গড়াই।
বৃহস্পতিবার গাজোলে হানা দেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সেখান থেকেই গ্রেফতার (Arrest) করা হয় তাঁদের। পুকুর খনন, সোন্দর্যায়ন, রাস্তা নির্মাণ সহ কেন্দ্রের একাধিক প্রকল্প থেকে মোটা অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। হাজার বা লাখের লিমিট ছাড়িয়ে এই ৩ জনের দুর্নীতির মিটার ছুঁয়েছে কোটিতে। প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই ৩ জনের বিরুদ্ধে।
২ বছরে ৩৪ টি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের ২ কর্মী। ২০১৮ সালে বৈরাগাছি ২ নম্বর পঞ্চায়েতে বিজেপির টিকিটে জয়লাভ করেন সুবোধ সরকার। বোর্ড গঠনের আগে দলবদল করে তৃণমূলে (TMC) যোগ দেন। পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তিনি। যদিও এবারের পঞ্চায়েত ভোটে তাঁকে টিকিট দেয়নি দল।
গত বছর ২৭শে অক্টোবর গাজোলে আমবাগান থেকে দেহ উদ্ধার হয় বিজেপি (BJP) নেতা ধনঞ্জয় সরকারের। নিহত বিজেপি কর্মীর পরিবারের তরফে দাবি করা হয় , তৃণমূল নেতা ও বৈরাগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, সুবোধ সরকারের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মী ধনঞ্জয়। আদালতে মামলাও করেন তিনি। মামলা বিচারাধীন থাকাকালীনই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মামলাকারী বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের।
তৎকালীন পঞ্চায়েত প্রধান সুবোধ সরকারের নামে খুনের অভিযোগও দায়ের করে পরিবার। এবার, দুর্নীতিদমন শাখার জালে অভিযুক্ত এই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan)।
আরও পড়ুন- ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন