কলকাতা: যশস্বী জয়সওয়ালকে নিয়ে মুগ্ধ ইংরেজ শিবিরও। কেকেআরে (KKR) যোগ দিলেন দুষ্মন্ত চামিরা। রঞ্জি ট্রফির (Ranji Trophy)  ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। খেলার দুনিয়ার সারাদিন।


যশস্বীকে নিয়ে মুগ্ধ বাটলার


বয়স মাত্র ২২, খেলেছেন সাতটি টেস্ট। ইতিমধ্যেই বিশ্বক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের তারকা ওপেনার। পরপর দুই টেস্টে দুইটি দ্বিশতরান হাঁকিয়েছেন তিনি। তাঁর প্রশংসায় মগ্ন গোটা বিশ্ব। সেই তালিকায় সামিল জস বাটলারও (Jos Buttler)।


যশস্বীর সঙ্গে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন বাটলার। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনিংস ওপেন করতে নামেনও বটে। সেই সুবাদেই যশস্বীকে খুব কাছে থেকে দেখার সুযোগল পান বাটলার। তরুণ ভারতীয় ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ ইংল্যান্ডের ওয়ান ডে দলের অধিনায়কও। যতই বাটলারের ব্যাটিংয়ে তাঁরই দেশ ক্ষতিগ্রস্থ হোক না কেন, বাটলার কিন্তু খানিক আফশোস করলেও, যশস্বীর প্রশংসা করতে কুন্ঠা করেননি। 


নিজের সোশ্যাল মিডিয়ায় বাটলার যশস্বীকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন 'ইংল্যান্ডের বিরুদ্ধে ও এমন খেলছে, সেটা খুবই হতাশাজনক। তবে যশস্বী জয়সওয়ালের সাফল্যে খুশি না হওয়াটা খুবই কষ্টকর। ওর কড়া অনুশীলন, পরিশ্রম এবং সাফল্যের খিদে তুলনাতীত এবং তার জেরেই যেটা প্রাপ্য, তা পাচ্ছেও। দুর্দান্ত প্রতিভা।'


রেলওয়েজের ইতিহাস


রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ইতিহাস গড়ল রেলওয়েজ (Railways Cricket Team) ক্রিকেট টিম (BCCI Domestic)। টুর্নামেন্টের ৯০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতল রেলওয়েজ। লড়াই করেও যে নজির রুখতে পারল না ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ত্রিপুরা।


আগরতলায় প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়েছিল ত্রিপুরা। ঋদ্ধিমান সাহাদের ১৪৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১০৫ রানে গুটিয়ে যায় রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ঘুরে দাঁড়ায়। ৩৩৩ রান তোলে। ঋদ্ধিমান সাহার সঙ্গেই বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দেওয়া সুদীপ চট্টোপাধ্যায় সর্বোচ্চ ৯৫ রান করেন। ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে রেলওয়েজকে তুলতে হতো ৩৭৮ রান।


রেলওয়েজ ভেঙে দিল সৌরাষ্ট্রের রেকর্ড। ২০১৯-২০ মরশুমে উত্তর প্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল সৌরাষ্ট্র। তারা ভেঙে দিয়েছিল অসমের রেকর্ড। ২০০৮-০৯ মরশুমে সার্ভিসেসের বিরুদ্ধে ৩৭০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল অসম। যেটি ভেঙে দেয় সৌরাষ্ট্র। সোমবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল রেলওয়েজ। এটাই এখন রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির।


রিয়াল মাদ্রিদে এমবাপে!


বর্তমান বিশ্বের সর্বসেরা ফুটবলারের নাম আসলে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) নাম উঠে আসতে বাধ্য। বিশ্বজয়ী ফরাসি ফরোয়ার্ডকে দলে পেতে বিশ্বের যে কোনও ক্লাবই মরিয়া হয়ে ঝাঁপাবে। সেই ২০১৭ সাল থেকে, সাত বছর ধরে রিয়াল মাদ্রিদও (Real Madrid) এমবাপেকে দলে নিতে চেষ্টা চালিয়েই যাচ্ছে। অবশ্য সেই চেষ্টার ফল পেতে চলেছে লস ব্লাঙ্কোস। মার্সার রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে।


কেকেআরে চামিরা


আইপিএল শুরু হতে আর মাত্র মাস দেড়েক বাকি। তার আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে বড় রদবদল ঘটে গেল। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে খেলা ক্রিকেটারকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল।


গাস অ্যাটকিনসনের পরিবর্ত হিসাবে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরাকে (Dushmantha Chameera) দলে নিল কেকেআর। ২০২৪ সালের আইপিএলে নাইট জার্সিতে দেখা যাবে চামিরাকে। সোমবার আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫০ লক্ষ টাকার ন্যূনতম দরে দলে নেওয়া হয়েছে চামিরাকে। এর আগে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলেছেন চামিরা। এর আগে কখনও আইপিএলে খেলেননি গাস অ্যাটকিনসন। ডিসেম্বর মাসের নিলাম থেকে এক কোটি টাকার বেস প্রাইসে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন চামিরা।


বিশ্রামে বুমরা?


তাঁর গতির আগুনে পুড়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের বাজ়বলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বল হাতে। সেই যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) কি রাঁচি টেস্টে দেখা যাবে না?


প্রশ্নটা উঠে পড়েছে। যা জানাজানি হওয়ার পর থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, তাহলে কি ভারতের (India vs England Test Series) সেরা পেস অস্ত্র সিরিজ চলাকালীন চোট পেলেন?


তবে ভারতীয় শিবির সূত্রে সেরকম কোনও উদ্বেগের খবর পাওয়া যায়নি। বরং রোটেশনের জন্যই রাঁচিতে চতুর্থ টেস্টে বুমরাকে না দেখা যাওয়ার সম্ভাবনা। 


প্রথমে ঠিক হয়েছিল, রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হবে। কিন্তু সেই টেস্টে খেলানো হয় আমদাবাদের ডানহাতি পেসারকে। তবে এখন যা খবর, তাতে রাঁচিতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হবে বুমরাকে। ধর্মশালায় পঞ্চম টেস্টে কি খেলবেন বুমরা? ভারতীয় দল সূত্রে খবর, চতুর্থ টেস্টের ফলাফলের ওপর তা নির্ভর করছে। যদি রাঁচিতে ভারত জিতে যায় এবং সিরিজ জয় নিশ্চিত করে ফেলে, তাহলে পঞ্চম টেস্টেও বিশ্রামে রাখা হবে বুমরাকে। তবে যদি রাঁচিতে ইংল্যান্ড জিতে সিরিজে সমতা ফেরায়, তাহলে পঞ্চম টেস্টে খেলানো হতে পারে বুমরাকে।


ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিরছেন রাহুল?


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু তারপরেই চোট পান তিনি। সেই চোটের কারণেই দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট খেলতে পারেননি তারকা ভারতীয় ব্যাটার। রাঁচিতে চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) কি তাঁকে খেলতে দেখা যাবে না? এই বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) জানতে চাওয়া হয়।


রাহুল এবং রবীন্দ্র জাডেজা, উভয়েই চোটের কারণে প্রথম টেস্টের পর ছিটকে গিয়েছিলেন। রাজকোটে তৃতীয় টেস্টে জাডেজা প্রত্যাবর্তন ঘটালেও, ফিরতে পারেননি রাহুল। তৃতীয় টেস্টের আগে তাঁর ফিটনেস প্রসঙ্গে বিসিসিআই এক আপডেট দিয়ে জানিয়েছিল, 'কেএল রাহুলের বাকি তিন টেস্টে অংশগ্রহণ করাটা তাঁর ফিটনেসের ওপর নির্ভরশীল ছিলই। তিনি রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। রাহুল ৯০ শতাংশ ফিট হতে পেরেছেন এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে বেশ ভালভাবেই সম্পূর্ণ ফিট হওয়ার দিকে এগোচ্ছেন।'